ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) উদ্বোধনী আসরে রাজস্থান রয়্যালসের শিরোপা জয়ে নেতৃত্ব দিয়েছিলেন শেন ওয়ার্ন। অস্ট্রেলিয়ার প্রয়াত কিংবদন্তিকে স্মরণ করেই গত রাতে শুরু হয়েছে ১৫ তম আসর।
প্রথম ম্যাচে বর্তমান আর সাবেক চ্যাম্পিয়নের ঝাঁজাল লড়াইয়ের আশা করা হচ্ছিল। তেমনটা হয়নি। চেন্নাই সুপার কিংসকে হেসে-খেলে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মহেন্দ্র সিং ধোনির ফিফটিতে ৫ উইকেটে ১৩১ রান করে চেন্নাই। শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি লক্ষ্য ছুঁয়েছে ৬ উইকেট আর ৯ বল বাকি থাকতে। চার মৌসুম পর কলকাতায় ফিরেই বল হাতে দ্যুতি ছড়িয়েছেন উমেশ যাদব। ম্যাচসেরাও হয়েছেন এই ফাস্ট বোলার (২ / ২০)।
আইপিএলে অনেক দিন হলো হাসছিল না মহেন্দ্র সিং ধোনির ব্যাট। এবারের টুর্নামেন্ট শুরুর আগে ছেড়ে দেন চেন্নাইয়ের নেতৃত্ব। স্রেফ খেলোয়াড় হিসেবে দলটির হয়ে টুর্নামেন্টে প্রথম ম্যাচ খেলতে নেমেই জ্বলে উঠেছেন ভারতের সর্বজয়ী অধিনায়ক। চাপের মুখে ব্যাটিংয়ে নেমে শেষ দিকে ঝড় তুলে করেছেন খরা কাটানো ফিফটি। তবু দলকে লড়াই করার মতো পুঁজি এনে দিতে না পারায় বৃথা গেছে তাঁর এ ইনিংস।
ম্যাচ হারায় ধোনির মতো ঢাকা পড়ে গেছে সতীর্থ ডোয়াইন ব্রাভোর রেকর্ডও। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের (১৭০) চূড়ায় থাকা লাসিথ মালিঙ্গাকে গত রাতে স্পর্শ করেছেন অভিজ্ঞ ক্যারিবীয় অলরাউন্ডার।
নেতৃত্ব ছেড়ে স্রেফ কিপার-ব্যাটসম্যান হিসেবে খেলা ধোনি আইপিএলে ২৮ ইনিংস পর পেলেন ফিফটি। নতুন অধিনায়ক রবীন্দ্র জাদেজার সঙ্গে জুটিতে মোটামুটি একটা সংগ্রহ এনে দেন তিনি। তা নিয়ে শেষ পর্যন্ত অবশ্য লড়াই করতে পারেনি গতবারের চ্যাম্পিয়নরা।
‘নো’ বল দিয়ে আসর শুরু করা উমেশ শূন্য রানে বিদায় করেন গতবারের সর্বোচ্চ রান সংগ্রাহক রুতুরাজ গায়কোয়াডকে। ৩ রানে থামান নিউজিল্যান্ডের ডেভন কনওয়েকে। ঝড়ের আভাস দিয়েই থেমে যান রবিন উথাপ্পা। দুটি করে ছক্কা ও চারে করেন ২১ বলে ২৮। রান আউট হয়ে থামেন আম্বাতি রাউদু।
৬১ রানে ৫ উইকেট হারানো চেন্নাই ১৩১ পর্যন্ত যায় সদ্য নেতৃত্ব ছাড়া ধোনি ও বর্তমান অধিনায়ক রবীন্দ্র জাদেজার ৭০ রানের অবিচ্ছিন্ন জুটিতে।
রান তাড়ায় ভেঙ্কটেশ আয়ার ও অজিঙ্কা রাহানের ব্যাটে ভালো শুরু পায় কলকাতা। ব্রাভোর বলে ভেঙ্কটেশ উইকেটের পেছনে ক্যাচ দিলে ভাঙে ৪৩ রানের জুটি। ২১ রান করা নিতিশ রানাকেও থামান ব্রাভো।
এ মৌসুমেই কলকাতায় যোগ দেওয়া রাহানে এগিয়ে নিতে থাকেন দলকে। কিউই স্পিনার মিচেল স্যান্টনারের বলে ক্যাচ দেওয়ার আগে তিনি করেন ৪৪। স্যাম বিলিংসকে ফিরিয়ে মালিঙ্গাকে স্পর্শ করেন ব্রাভো। তবে কলকাতার জয়ের পথে বাধা হতে পারেননি তিনি।
শেলডন জ্যাকসনকে নিয়ে বাকি কাজ সারেন অধিনায়ক শ্রেয়াস আয়ার।
সংক্ষিপ্ত স্কোর
চেন্নাই সুপার কিংস
২০ ওভারে ১৩১/৫
ধোনি ৫০*, উথাপ্পা ২৮
উমেশ ২/২০, বরুণ ১/২৩
কলকাতা নাইট রাইডার্স
১৮.৩ ওভারে ১৩৩/৪
রাহানে ৪৪, বিলিংস ২৫
ব্রাভো ৩/২০, স্যান্টনার ১/৩১
ফল : কলকাতা ৬ উইকেটে জয়ী
ম্যাচসেরা : উমেশ যাদব (কলকাতা)
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) উদ্বোধনী আসরে রাজস্থান রয়্যালসের শিরোপা জয়ে নেতৃত্ব দিয়েছিলেন শেন ওয়ার্ন। অস্ট্রেলিয়ার প্রয়াত কিংবদন্তিকে স্মরণ করেই গত রাতে শুরু হয়েছে ১৫ তম আসর।
প্রথম ম্যাচে বর্তমান আর সাবেক চ্যাম্পিয়নের ঝাঁজাল লড়াইয়ের আশা করা হচ্ছিল। তেমনটা হয়নি। চেন্নাই সুপার কিংসকে হেসে-খেলে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মহেন্দ্র সিং ধোনির ফিফটিতে ৫ উইকেটে ১৩১ রান করে চেন্নাই। শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি লক্ষ্য ছুঁয়েছে ৬ উইকেট আর ৯ বল বাকি থাকতে। চার মৌসুম পর কলকাতায় ফিরেই বল হাতে দ্যুতি ছড়িয়েছেন উমেশ যাদব। ম্যাচসেরাও হয়েছেন এই ফাস্ট বোলার (২ / ২০)।
আইপিএলে অনেক দিন হলো হাসছিল না মহেন্দ্র সিং ধোনির ব্যাট। এবারের টুর্নামেন্ট শুরুর আগে ছেড়ে দেন চেন্নাইয়ের নেতৃত্ব। স্রেফ খেলোয়াড় হিসেবে দলটির হয়ে টুর্নামেন্টে প্রথম ম্যাচ খেলতে নেমেই জ্বলে উঠেছেন ভারতের সর্বজয়ী অধিনায়ক। চাপের মুখে ব্যাটিংয়ে নেমে শেষ দিকে ঝড় তুলে করেছেন খরা কাটানো ফিফটি। তবু দলকে লড়াই করার মতো পুঁজি এনে দিতে না পারায় বৃথা গেছে তাঁর এ ইনিংস।
ম্যাচ হারায় ধোনির মতো ঢাকা পড়ে গেছে সতীর্থ ডোয়াইন ব্রাভোর রেকর্ডও। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের (১৭০) চূড়ায় থাকা লাসিথ মালিঙ্গাকে গত রাতে স্পর্শ করেছেন অভিজ্ঞ ক্যারিবীয় অলরাউন্ডার।
নেতৃত্ব ছেড়ে স্রেফ কিপার-ব্যাটসম্যান হিসেবে খেলা ধোনি আইপিএলে ২৮ ইনিংস পর পেলেন ফিফটি। নতুন অধিনায়ক রবীন্দ্র জাদেজার সঙ্গে জুটিতে মোটামুটি একটা সংগ্রহ এনে দেন তিনি। তা নিয়ে শেষ পর্যন্ত অবশ্য লড়াই করতে পারেনি গতবারের চ্যাম্পিয়নরা।
‘নো’ বল দিয়ে আসর শুরু করা উমেশ শূন্য রানে বিদায় করেন গতবারের সর্বোচ্চ রান সংগ্রাহক রুতুরাজ গায়কোয়াডকে। ৩ রানে থামান নিউজিল্যান্ডের ডেভন কনওয়েকে। ঝড়ের আভাস দিয়েই থেমে যান রবিন উথাপ্পা। দুটি করে ছক্কা ও চারে করেন ২১ বলে ২৮। রান আউট হয়ে থামেন আম্বাতি রাউদু।
৬১ রানে ৫ উইকেট হারানো চেন্নাই ১৩১ পর্যন্ত যায় সদ্য নেতৃত্ব ছাড়া ধোনি ও বর্তমান অধিনায়ক রবীন্দ্র জাদেজার ৭০ রানের অবিচ্ছিন্ন জুটিতে।
রান তাড়ায় ভেঙ্কটেশ আয়ার ও অজিঙ্কা রাহানের ব্যাটে ভালো শুরু পায় কলকাতা। ব্রাভোর বলে ভেঙ্কটেশ উইকেটের পেছনে ক্যাচ দিলে ভাঙে ৪৩ রানের জুটি। ২১ রান করা নিতিশ রানাকেও থামান ব্রাভো।
এ মৌসুমেই কলকাতায় যোগ দেওয়া রাহানে এগিয়ে নিতে থাকেন দলকে। কিউই স্পিনার মিচেল স্যান্টনারের বলে ক্যাচ দেওয়ার আগে তিনি করেন ৪৪। স্যাম বিলিংসকে ফিরিয়ে মালিঙ্গাকে স্পর্শ করেন ব্রাভো। তবে কলকাতার জয়ের পথে বাধা হতে পারেননি তিনি।
শেলডন জ্যাকসনকে নিয়ে বাকি কাজ সারেন অধিনায়ক শ্রেয়াস আয়ার।
সংক্ষিপ্ত স্কোর
চেন্নাই সুপার কিংস
২০ ওভারে ১৩১/৫
ধোনি ৫০*, উথাপ্পা ২৮
উমেশ ২/২০, বরুণ ১/২৩
কলকাতা নাইট রাইডার্স
১৮.৩ ওভারে ১৩৩/৪
রাহানে ৪৪, বিলিংস ২৫
ব্রাভো ৩/২০, স্যান্টনার ১/৩১
ফল : কলকাতা ৬ উইকেটে জয়ী
ম্যাচসেরা : উমেশ যাদব (কলকাতা)
মেয়েদের ফিফা বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেন। আজ ২০২৫ মেয়েদের ইউরোর ফাইনালও জিতলে বিশ্বের দ্বিতীয় দল হিসেবে টানা বিশ্বকাপ ও ইউরোর শিরোপা জিতবে তারা। মেয়েদের ফুটবলে বিরল এই কীর্তি আছে কেবল জার্মান মেয়েদেরই। ২০০৭ ও ২০০৯ সালে টানা এই দুটি শিরোপা জিতেছিল তারা। আজ মেয়েদের ইউরোর ফাইনালে ডিফেন্ডিং
৮ মিনিট আগেহেডিংলি ও এজবাস্টন টেস্টে রানের ফোয়ারা ছুটিয়ে কিছুটা ঝিমিয়ে পড়েছিলেন শুবমান গিল। লর্ডসে সিরিজের তৃতীয় টেস্টে হাসেনি তাঁর ব্যাট। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে প্রথম ইনিংসে করেন ১২ রান। ভারতের নবাগত টেস্ট অধিনায়ক হয়তো ভাবলেন, এভাবে আর কত! দলের প্রয়োজনের সময় ঠিকই জ্বলে উঠলেন তিনি।
২১ মিনিট আগেঅস্ট্রেলিয়ার বিপক্ষে জয় এখন যেন ওয়েস্ট ইন্ডিজের কাছে ‘সোনার হরিণ’। তিন ম্যাচের টেস্ট সিরিজে তো উইন্ডিজকে নাজেহাল করেছে অস্ট্রেলিয়া। এবার পছন্দের ফরম্যাট টি-টোয়েন্টিতেও ওয়েস্ট ইন্ডিজ পেরে উঠছে না অজিদের সঙ্গে। সব মিলিয়ে এখন পর্যন্ত চলতি সিরিজে ঘরের মাঠে ক্যারিবীয়রা সাত ম্যাচের সাতটিতেই হেরেছে
১ ঘণ্টা আগেবয়স ৩৮ বছর পেরোলেও লিওনেল মেসিকে দেখে সেটা যে বোঝার উপায় নেই। গোলের পর গোল করে চলেছেন। সতীর্থদের দিয়েও করাচ্ছেন গোল। ছন্দে থাকা এই মেসিকে আজ পেল না ইন্টার মায়ামি। আর্জেন্টাইন কিংবদন্তি না থাকার অভাব হাড়ে হাড়ে টের পেল মায়ামি।
২ ঘণ্টা আগে