ছাদে লাগলেই ছক্কা—‘পাড়ার ক্রিকেটের’ মতোই ঘটনা দেখা গেল বিগ ব্যাশে। গতকাল মেলবোর্নের ডকল্যান্ডস স্টেডিয়ামে মেলবোর্ন রেনেগেডস-মেলবোর্ন ম্যাচে এমন ঘটনা ঘটেছে দুবার। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা চলছে।
ডকল্যান্ডসে ‘মেলবোর্ন ডার্বিতে’ প্রথমে ব্যাটিং করে ৭ উইকেটে ১৬২ রান করে রেনেগেডস। ১৬৩ রান তাড়া করতে নামা স্টার্সের ইনিংসের তৃতীয় ওভারের ঘটনা। ওভারের শেষ বলে উইল সাদারল্যান্ডকে তুলে মেরেছিলেন জো ক্লার্ক। বল সোজা ছাদ বরাবর আঘাত করে এবং আম্পায়ার ছক্কা ঘোষণা দেন। দ্বিতীয় ঘটনা ঘটে ইনিংসের ১৬তম ওভারে। ওভারের প্রথম বলে টম রজার্সকে শট করতে গিয়েছিলেন বিউ ওয়েবস্টার। এবারও বল ছাদে আঘাত করলে ছক্কা দেওয়া হয়। বিগ ব্যাশের নতুন আইন মেনেই ছক্কা দেওয়া হয়েছে। ১৯.৭.১ আইন অনুসারে, ‘বল ছাদের কোথাও আঘাত করলে তা ছক্কা ঘোষণা করা হবে।’
বিগ ব্যাশের এই জোড়া ছক্কা নিয়ে মজাদার টুইট করছেন নেটিজেনরা। স্টার্ক নামের একজন টু্ইট করেছেন,‘বিগ ব্যাশ আমাকে ছোটবেলার স্কুল ক্রিকেটের স্মৃতি করিয়ে দিচ্ছে। ছাদে লাগলে কীভাবে ছক্কা দেওয়া হয়। সবচেয়ে বাজে অবস্থা। আর সীমানার বাইরে ক্যাচ ধরলে তা আউট দেওয়া হয়।’ ছাদে লেগে ছক্কা হওয়ার নিয়ম বাতিলের দাবি তুলেছেন আকিল হোসেইন। ওয়েস্ট ইন্ডিজের এই বাঁহাতি স্পিনার বলেন, ‘ছাদের নিয়ম বাতিল করে দেওয়া উচিত। আকাশে উঠলেই সেটা ছক্কা হতে পারে না।’
ছাদে লাগলেই ছক্কা—‘পাড়ার ক্রিকেটের’ মতোই ঘটনা দেখা গেল বিগ ব্যাশে। গতকাল মেলবোর্নের ডকল্যান্ডস স্টেডিয়ামে মেলবোর্ন রেনেগেডস-মেলবোর্ন ম্যাচে এমন ঘটনা ঘটেছে দুবার। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা চলছে।
ডকল্যান্ডসে ‘মেলবোর্ন ডার্বিতে’ প্রথমে ব্যাটিং করে ৭ উইকেটে ১৬২ রান করে রেনেগেডস। ১৬৩ রান তাড়া করতে নামা স্টার্সের ইনিংসের তৃতীয় ওভারের ঘটনা। ওভারের শেষ বলে উইল সাদারল্যান্ডকে তুলে মেরেছিলেন জো ক্লার্ক। বল সোজা ছাদ বরাবর আঘাত করে এবং আম্পায়ার ছক্কা ঘোষণা দেন। দ্বিতীয় ঘটনা ঘটে ইনিংসের ১৬তম ওভারে। ওভারের প্রথম বলে টম রজার্সকে শট করতে গিয়েছিলেন বিউ ওয়েবস্টার। এবারও বল ছাদে আঘাত করলে ছক্কা দেওয়া হয়। বিগ ব্যাশের নতুন আইন মেনেই ছক্কা দেওয়া হয়েছে। ১৯.৭.১ আইন অনুসারে, ‘বল ছাদের কোথাও আঘাত করলে তা ছক্কা ঘোষণা করা হবে।’
বিগ ব্যাশের এই জোড়া ছক্কা নিয়ে মজাদার টুইট করছেন নেটিজেনরা। স্টার্ক নামের একজন টু্ইট করেছেন,‘বিগ ব্যাশ আমাকে ছোটবেলার স্কুল ক্রিকেটের স্মৃতি করিয়ে দিচ্ছে। ছাদে লাগলে কীভাবে ছক্কা দেওয়া হয়। সবচেয়ে বাজে অবস্থা। আর সীমানার বাইরে ক্যাচ ধরলে তা আউট দেওয়া হয়।’ ছাদে লেগে ছক্কা হওয়ার নিয়ম বাতিলের দাবি তুলেছেন আকিল হোসেইন। ওয়েস্ট ইন্ডিজের এই বাঁহাতি স্পিনার বলেন, ‘ছাদের নিয়ম বাতিল করে দেওয়া উচিত। আকাশে উঠলেই সেটা ছক্কা হতে পারে না।’
নারী কাবাডি বিশ্বকাপের জন্য আজ দুপুর দেড়টায় সংবাদ সম্মেলেনে দল ঘোষণা করে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। কিন্তু বিকেল তিনটার পর শুনল বিশ্বকাপ স্থগিতের খবর। এনিয়ে দ্বিতীয়বার পেছাল বিশ্বকাপের সূচি।
২৫ মিনিট আগেফুটবলের পাশাপাশি অন্যান্য খেলাতেও এখন মিলছে প্রবাসীদের বিচরণ। জিনাত ফেরদৌস অবশ্য অনেক আগেই নামের পাশে জুড়ে দিয়েছেন বাংলাদেশের পতাকা। তবে প্রথমবারের মতো জাতীয় প্রতিযোগিতায় অংশ নেবেন যুক্তরাষ্ট্র প্রবাসী এই অ্যাথলেট।
৪৪ মিনিট আগেনিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারের শঙ্কায় ভারত। ম্যানচেস্টারে ওল্ড ট্রাফোর্ড টেস্টে হতাশার নতুন দৃশ্য দেখল তারা। জসপ্রীত বুমরা-মোহম্মদ সিরাজরা ইংলিশ ব্যাটারদের টলাতেই পারছেন না। নিজেদের প্রথম ইনিংসে এরই মধ্যে ইংল্যান্ড ৭ উইকেটে ৫৪৪ রান তুলেছে। ১০ বছর পর আবার বিদেশের মাঠ
২ ঘণ্টা আগেরিকি পন্টিং আগেই বলতেন শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যেতে পারেন জো রুট। ওল্ড ট্রাফোর্ডে রুটের আরেকটি সেঞ্চুরির পর অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের সে বিশ্বাস আরও পোক্ত হয়েছে। ছাড়িয়ে ‘যেতে পারেন’ নয়, এখন রিকি পন্টিং বলছেন, ছাড়িয়ে যাবেন! পন্টিংয়ের ভাষায়, ‘গত চার-পাঁচ বছরে তাঁর ক্যারিয়ারের যে ধারা, তাতে কোনো তা
২ ঘণ্টা আগে