নিজস্ব প্রতিবেদক
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথে চোটে পড়েন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। সেই চোটে প্রায় সাড়ে ৪ মাস হলো জাতীয় দলের বাইরে ছিলেন তিনি।
সেরে উঠতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তত্ত্বাবধানে দেশের বাইরে গিয়ে চিকিৎসা নিয়েছেন সাইফ। তবে এ সময়ে জাতীয় দলের কোনো কোচ তাঁর খোঁজ নেননি বলে সংবাদমাধ্যমে মন্তব্য করেন তিনি। ব্যাপারটি মোটেও ভালোভাবে নেয়নি বিসিবি। সাইফকে তাই জরুরি তলব করে শুনানিতে তাঁর ব্যাখ্যা নিয়েছে বোর্ড।
আজ সকালে বোর্ড কার্যালয়ে আসেন সাইফ। এ সময় তাঁর কাছে সাংবাদমাধ্যমে করা মন্তব্যের বিষয়টি জানতে চায় বোর্ড। নিজের ভুল স্বীকার করে নেওয়ায় আপাতত তাঁকে সতর্ক করেই ছেড়ে দেয় বিসিবি। তবে তাঁর বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।
সাইফউদ্দিন নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত। বোর্ডে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর তিনি বলেছেন, ‘আপনারা জানেন গতকাল আমি সংবাদমাধ্যমে কথা বলেছিলাম। ওই জিনিসগুলো আমার হয়তো বলা উচিত হয়নি। হতাশা থেকে কথাগুলো বলেছি। আমি একটা প্রোগ্রামের মধ্যে ছিলাম। কিছুদিন আগেও বোর্ড আমাকে টাকা খরচ করে লন্ডন পাঠিয়েছে। এ জিনিসগুলো না বলে আমি আসলে বেঁফাস কথা বলে ফেলেছি। যার কারণে আমি অনুতপ্ত।’
গতকাল ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) প্রস্তুতি নিতে এসে সাইফ বলেন, ‘আমি এখন জাতীয় দলে নেই, তাই জাতীয় দল নিয়ে ভাবনাও নেই। যখন ঢুকব তখন হয়ত চিন্তাভাবনা করব। গত সাড়ে পাঁচ মাস (আসলে সাড়ে চার মাস) মাঠের বাইরে ছিলাম। জাতীয় দলের কোচিং ম্যানেজমেন্ট কেউই আমার সঙ্গে যোগাযোগ করেনি। আমি নিজ থেকে আসলে কী বলব?’
এবারের ডিপিএল দিয়ে হতে পারে সাইফের প্রত্যাবর্তন। ২৫ বছর বয়সী অলরাউন্ডার খেলবেন আবাহনী লিমিটেডের হয়ে।
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথে চোটে পড়েন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। সেই চোটে প্রায় সাড়ে ৪ মাস হলো জাতীয় দলের বাইরে ছিলেন তিনি।
সেরে উঠতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তত্ত্বাবধানে দেশের বাইরে গিয়ে চিকিৎসা নিয়েছেন সাইফ। তবে এ সময়ে জাতীয় দলের কোনো কোচ তাঁর খোঁজ নেননি বলে সংবাদমাধ্যমে মন্তব্য করেন তিনি। ব্যাপারটি মোটেও ভালোভাবে নেয়নি বিসিবি। সাইফকে তাই জরুরি তলব করে শুনানিতে তাঁর ব্যাখ্যা নিয়েছে বোর্ড।
আজ সকালে বোর্ড কার্যালয়ে আসেন সাইফ। এ সময় তাঁর কাছে সাংবাদমাধ্যমে করা মন্তব্যের বিষয়টি জানতে চায় বোর্ড। নিজের ভুল স্বীকার করে নেওয়ায় আপাতত তাঁকে সতর্ক করেই ছেড়ে দেয় বিসিবি। তবে তাঁর বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।
সাইফউদ্দিন নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত। বোর্ডে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর তিনি বলেছেন, ‘আপনারা জানেন গতকাল আমি সংবাদমাধ্যমে কথা বলেছিলাম। ওই জিনিসগুলো আমার হয়তো বলা উচিত হয়নি। হতাশা থেকে কথাগুলো বলেছি। আমি একটা প্রোগ্রামের মধ্যে ছিলাম। কিছুদিন আগেও বোর্ড আমাকে টাকা খরচ করে লন্ডন পাঠিয়েছে। এ জিনিসগুলো না বলে আমি আসলে বেঁফাস কথা বলে ফেলেছি। যার কারণে আমি অনুতপ্ত।’
গতকাল ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) প্রস্তুতি নিতে এসে সাইফ বলেন, ‘আমি এখন জাতীয় দলে নেই, তাই জাতীয় দল নিয়ে ভাবনাও নেই। যখন ঢুকব তখন হয়ত চিন্তাভাবনা করব। গত সাড়ে পাঁচ মাস (আসলে সাড়ে চার মাস) মাঠের বাইরে ছিলাম। জাতীয় দলের কোচিং ম্যানেজমেন্ট কেউই আমার সঙ্গে যোগাযোগ করেনি। আমি নিজ থেকে আসলে কী বলব?’
এবারের ডিপিএল দিয়ে হতে পারে সাইফের প্রত্যাবর্তন। ২৫ বছর বয়সী অলরাউন্ডার খেলবেন আবাহনী লিমিটেডের হয়ে।
এশিয়া কাপে চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ। যে চাওয়ার কথা গতকাল টুর্নামেন্ট শুরুর দিন দুবাইয়ে ‘ক্যাপ্টেন’স মিট’-এ বলেছিলেন দলের অধিনায়ক লিটন দাস। কিন্তু বাস্তবতার সঙ্গে এই চাওয়াটা কতটা সংগতিপূর্ণ তা নিয়ে প্রশ্ন আছে।
১৫ মিনিট আগে২০২৫ এশিয়া কাপে ভুলে যাওয়ার মতো শুরু করেছে হংকং। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে গত রাতে উদ্বোধনী ম্যাচে হংকংকে ৯৪ রানে হারিয়েছে আফগানিস্তান। বড় ব্যবধানে হারের পর এখন ঘুরে দাঁড়াতে মরিয়া হংকং।
২ ঘণ্টা আগেটি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ফেবারিট হিসেবেই তারা খেলতে নামছে এবারের এশিয়া কাপে। ভারত বাদে টুর্নামেন্টে খেলছে আরও ৭ দল। কিন্তু কোনো দলকেই ভারতের সমকক্ষ হিসেবে মনে করছেন না রবিচন্দ্রন অশ্বিন। এমনকি বাংলাদেশও ভারতের সামনে দাঁড়াতে পারবে কি না, তা নিয়ে সন্দিহান তিনি।
২ ঘণ্টা আগেএশিয়া কাপ খেলতে বাংলাদেশ জাতীয় দল এখন আবুধাবিতে। একই সময়ে দেশে প্রায় দেড় শ ক্রিকেটার আসন্ন জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি–টোয়েন্টির জন্য ঘাম ঝরাচ্ছেন স্থানীয় কোচদের তত্ত্বাবধানে। দেশের ক্রিকেটে ব্যস্ততার এই সময়েও আলোচনায় বিসিবির এলিট কোচদের জন্য বিশেষজ্ঞ ব্যাটিং কোচেস এডুকেটরদের বিশেষ সেশন।
২ ঘণ্টা আগে