সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালের ম্যাচসেরার সঙ্গে টুর্নামেন্ট সেরা হয়েছিলেন স্যাম কারান। বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে এবারের আইপিএলে দামি ক্রিকেটার হয়েছেন ইংল্যান্ডের এই অলরাউন্ডার। শুধু এবারের সংস্করণেই নন, আইপিএল ইতিহাসে দামি ক্রিকেটার তিনি।
ভারতীয় ১৮ কোটি ৫০ লাখ রুপিতে পাঞ্জাবের খেলার সুযোগ পান কারান। নিলাম শেষে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে ইতিহাস গড়া দাম দেখে অবাক হওয়ার কথা জানিয়েছিলেন তিনি। এবার নিজেও পারফরম্যান্সে অবাক করেছেন অনেককে। সর্বশেষ মৌসুমে চেন্নাই সুপার কিংসের হয়ে ব্যাটে-বলে মুগ্ধ করা এই তারকা এবার নামের সুবিচার করতে পারেননি। ১৪ ম্যাচে ২৭.৬০ গড়ে ২৭৬ রান করেছেন তিনি। ফিফটি করেছেন মাত্র একটি। ১০.২২ ইকোনমিতে মুক্ত হস্তে ৪৮৯ রান দিয়ে উইকেট নিতে পেরেছেন ১০ টি।
কারানের মতোই দামে রেকর্ড গড়া আরও অনেক ব্যর্থ হয়েছেন। চলুন দামের হিসেবে আরও ৪ জন্য ব্যর্থ ক্রিকেটারের পরিসংখ্যান দেখে নেওয়া যাক—
বেন স্টোকস (১৬ কোটি ২৫ লাখ রুপি, চেন্নাই সুপার কিংস)
স্বদেশি কারানের মতো এবারের আইপিএলে পুরোপুরি ব্যর্থ বেন স্টোকসও। মাত্র ২ ম্যাচ খেলা ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক রান করেছেন মোটে ১৫। টুর্নামেন্টে ১৮ রান দিয়ে উইকেটশূন্য। চোটে পড়ায় বাকি ম্যাচগুলোয় সাইড বেঞ্চে বসেছিলেন তিনি।
হার্দিক পান্ডিয়া (১৫ কোটি রুপি, গুজরাট টাইটানস)
২০২২ আইপিএলে সামনে থেকে নেতৃত্ব দিয়ে গুজরাট টাইটানসকে শিরোপা জিতিয়েছেন হার্দিক পান্ডিয়া। ৪৮৭ রানের সঙ্গে ৮ উইকেট নিয়েছিলেন গুজরাটের অধিনায়ক। কিন্তু এবার ছন্দ হারিয়ে নিজেকে খুঁজছেন তিনি। যদিও অধিনায়কত্বে দুর্দান্ত পরিচয় দিয়ে দলকে আবারো ফাইনালে উঠানোর চেষ্টা করছেন। কিন্তু নেতৃত্বের পরিচয়কে পাশে রাখলে টুর্নামেন্টে তাঁর পারফরম্যান্স একদম সাদামাটা। এখন পর্যন্ত ব্যাটিংয়ে ১৪ ম্যাচে ২৯৭ রানের সঙ্গে বোলিংয়ে মাত্র ৩ উইকেট নিয়েছেন তিনি। তবে বড় ম্যাচের তারকার সামনে সুযোগ থাকছে নিজের বিবর্ণ পারফরম্যান্সকে ছাপিয়ে যাওয়ার। আগামীকাল দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে নিজের দক্ষতার পরিচয় দেওয়ার। ব্যাটে-বলে দুর্দান্ত কিছু করে দলকে ফাইনালে তোলার সুযোগও পাচ্ছেন তিনি।
হ্যারি ব্রুক (১৩ কোটি ২৫ লাখ রুপি, সানরাইজার্স হায়দরাবাদ)
আইপিএল শুরুর আগে হ্যারি ব্রুক আন্তর্জাতিক ক্রিকেটে সোনা ফলাচ্ছিলেন ব্যাটে। এবারের সংস্করণে প্রথম ব্যাটার হিসেবে সেঞ্চুরি হাঁকিয়ে টুর্নামেন্টে রানে ফোয়ারা ছোটানোর বার্তাও দিয়েছিলেন ইংল্যান্ডের ব্যাটার। কিন্তু টুর্নামেন্টের সময় যত গড়িয়েছে ততই তাঁর পারফরম্যান্স মলিন হয়েছে। একটা সময় তাই চড়া দামে তাঁকে কেনার পরও বেঞ্চে বসিয়ে রাখতে বাধ্য হয়েছে সানরাইজার্স হায়দরাবাদের কোচ ব্রায়ান লারা। সব মিলিয়ে ১১ ম্যাচে ২১.১১ গড়ে রান করেছেন ১৯০। ১২৩.৩৭ রানের স্ট্রাইক রেটটাও তাঁর ব্যাটিং সুলভ ছিল না।
ওয়ানিন্দু হাসারাঙ্গা (১০ কোটি ৭৫ লাখ রুপি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু)
সর্বশেষ আসরে ২৬ উইকেট নিয়ে দ্বিতীয় সেরা বোলার ছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ব্যাটিংয়ে খুব একটা নামার সুযোগ না পেলেও ৩৮ করেছিলেন শ্রীলঙ্কান স্পিনার। কিন্তু এবার তাঁর সেই রূপ দেখা যায়নি। শুরুতে দেশের খেলা থাকায় কয়েকটা ম্যাচ মিস করলেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে সুযোগ পাওয়া ম্যাচে নিজের জাত চেনাতে পারেননি তিনি। ব্যাটিংয়ে নামার কম সুযোগের সঙ্গে এটা তাঁর মূল কাজ নয় বলে ৮ ম্যাচে ৩৩ রানকে সহজে মেনে নেওয়া গেলেও বোলিং পারফরম্যান্সকে মেনে নেওয়ার কোনো সুযোগ নেই। ৮.৮৯ ইকোনোমিতে ২৫৮ রানে মাত্র ৯ উইকেট নিয়েছেন এই স্পিনার।
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালের ম্যাচসেরার সঙ্গে টুর্নামেন্ট সেরা হয়েছিলেন স্যাম কারান। বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে এবারের আইপিএলে দামি ক্রিকেটার হয়েছেন ইংল্যান্ডের এই অলরাউন্ডার। শুধু এবারের সংস্করণেই নন, আইপিএল ইতিহাসে দামি ক্রিকেটার তিনি।
ভারতীয় ১৮ কোটি ৫০ লাখ রুপিতে পাঞ্জাবের খেলার সুযোগ পান কারান। নিলাম শেষে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে ইতিহাস গড়া দাম দেখে অবাক হওয়ার কথা জানিয়েছিলেন তিনি। এবার নিজেও পারফরম্যান্সে অবাক করেছেন অনেককে। সর্বশেষ মৌসুমে চেন্নাই সুপার কিংসের হয়ে ব্যাটে-বলে মুগ্ধ করা এই তারকা এবার নামের সুবিচার করতে পারেননি। ১৪ ম্যাচে ২৭.৬০ গড়ে ২৭৬ রান করেছেন তিনি। ফিফটি করেছেন মাত্র একটি। ১০.২২ ইকোনমিতে মুক্ত হস্তে ৪৮৯ রান দিয়ে উইকেট নিতে পেরেছেন ১০ টি।
কারানের মতোই দামে রেকর্ড গড়া আরও অনেক ব্যর্থ হয়েছেন। চলুন দামের হিসেবে আরও ৪ জন্য ব্যর্থ ক্রিকেটারের পরিসংখ্যান দেখে নেওয়া যাক—
বেন স্টোকস (১৬ কোটি ২৫ লাখ রুপি, চেন্নাই সুপার কিংস)
স্বদেশি কারানের মতো এবারের আইপিএলে পুরোপুরি ব্যর্থ বেন স্টোকসও। মাত্র ২ ম্যাচ খেলা ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক রান করেছেন মোটে ১৫। টুর্নামেন্টে ১৮ রান দিয়ে উইকেটশূন্য। চোটে পড়ায় বাকি ম্যাচগুলোয় সাইড বেঞ্চে বসেছিলেন তিনি।
হার্দিক পান্ডিয়া (১৫ কোটি রুপি, গুজরাট টাইটানস)
২০২২ আইপিএলে সামনে থেকে নেতৃত্ব দিয়ে গুজরাট টাইটানসকে শিরোপা জিতিয়েছেন হার্দিক পান্ডিয়া। ৪৮৭ রানের সঙ্গে ৮ উইকেট নিয়েছিলেন গুজরাটের অধিনায়ক। কিন্তু এবার ছন্দ হারিয়ে নিজেকে খুঁজছেন তিনি। যদিও অধিনায়কত্বে দুর্দান্ত পরিচয় দিয়ে দলকে আবারো ফাইনালে উঠানোর চেষ্টা করছেন। কিন্তু নেতৃত্বের পরিচয়কে পাশে রাখলে টুর্নামেন্টে তাঁর পারফরম্যান্স একদম সাদামাটা। এখন পর্যন্ত ব্যাটিংয়ে ১৪ ম্যাচে ২৯৭ রানের সঙ্গে বোলিংয়ে মাত্র ৩ উইকেট নিয়েছেন তিনি। তবে বড় ম্যাচের তারকার সামনে সুযোগ থাকছে নিজের বিবর্ণ পারফরম্যান্সকে ছাপিয়ে যাওয়ার। আগামীকাল দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে নিজের দক্ষতার পরিচয় দেওয়ার। ব্যাটে-বলে দুর্দান্ত কিছু করে দলকে ফাইনালে তোলার সুযোগও পাচ্ছেন তিনি।
হ্যারি ব্রুক (১৩ কোটি ২৫ লাখ রুপি, সানরাইজার্স হায়দরাবাদ)
আইপিএল শুরুর আগে হ্যারি ব্রুক আন্তর্জাতিক ক্রিকেটে সোনা ফলাচ্ছিলেন ব্যাটে। এবারের সংস্করণে প্রথম ব্যাটার হিসেবে সেঞ্চুরি হাঁকিয়ে টুর্নামেন্টে রানে ফোয়ারা ছোটানোর বার্তাও দিয়েছিলেন ইংল্যান্ডের ব্যাটার। কিন্তু টুর্নামেন্টের সময় যত গড়িয়েছে ততই তাঁর পারফরম্যান্স মলিন হয়েছে। একটা সময় তাই চড়া দামে তাঁকে কেনার পরও বেঞ্চে বসিয়ে রাখতে বাধ্য হয়েছে সানরাইজার্স হায়দরাবাদের কোচ ব্রায়ান লারা। সব মিলিয়ে ১১ ম্যাচে ২১.১১ গড়ে রান করেছেন ১৯০। ১২৩.৩৭ রানের স্ট্রাইক রেটটাও তাঁর ব্যাটিং সুলভ ছিল না।
ওয়ানিন্দু হাসারাঙ্গা (১০ কোটি ৭৫ লাখ রুপি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু)
সর্বশেষ আসরে ২৬ উইকেট নিয়ে দ্বিতীয় সেরা বোলার ছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ব্যাটিংয়ে খুব একটা নামার সুযোগ না পেলেও ৩৮ করেছিলেন শ্রীলঙ্কান স্পিনার। কিন্তু এবার তাঁর সেই রূপ দেখা যায়নি। শুরুতে দেশের খেলা থাকায় কয়েকটা ম্যাচ মিস করলেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে সুযোগ পাওয়া ম্যাচে নিজের জাত চেনাতে পারেননি তিনি। ব্যাটিংয়ে নামার কম সুযোগের সঙ্গে এটা তাঁর মূল কাজ নয় বলে ৮ ম্যাচে ৩৩ রানকে সহজে মেনে নেওয়া গেলেও বোলিং পারফরম্যান্সকে মেনে নেওয়ার কোনো সুযোগ নেই। ৮.৮৯ ইকোনোমিতে ২৫৮ রানে মাত্র ৯ উইকেট নিয়েছেন এই স্পিনার।
এবারের আইপিএলে আলোচনার কেন্দ্রবিন্দুতে এবার ধারাভাষ্যকার হার্শা ভোগলে এবং সায়মন ডুল। পিচ নিয়ে সমালোচনার কারণে এবার তাঁরা কলকাতার ঘরের মাঠের ম্যাচগুলোতে নিষিদ্ধ হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
১ ঘণ্টা আগেবেশির ভাগ সময় বিদেশিরা আইপিএলে ছড়ি ঘোরালেও এবারেরটা একটু ব্যতিক্রম। ১৮তম আইপিএলে ভারতীয় ক্রিকেটাররা খেলছেন দাপট দেখিয়েছেন। ব্যাটিং, বোলিং দুই বিভাগেই ভারতীয়দের জয়জয়কার। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হাতেনাতে পেয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগেসিলেটে সিরিজের প্রথম টেস্টে প্রথম দিন থেকেই ছড়ি ঘোরাচ্ছে জিম্বাবুয়ে। সফরকারীদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ গুটিয়ে যায় ২০০-এর আগেই। দ্বিতীয় দিনে আজ বাংলাদেশের বোলিং তুলনামূলক ভালো হলেও জিম্বাবুয়ের লিড আটকানো যায়নি।
২ ঘণ্টা আগেহামজা চৌধুরীর অভিষেক হয়েছে, সমিত সোমও দুয়ারে কড়া নাড়ছেন। এবার আলোচনায় আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। জুনে বাংলাদেশের জার্সিতে তাঁকে খেলানোর চেষ্টা করছে বাফুফে। কিউবাও খেলার জন্য সম্মতি দিয়েছেন।
৩ ঘণ্টা আগে