Ajker Patrika

জিম্বাবুয়ের দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ

জিম্বাবুয়ের দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ

এখন পর্যন্ত আটবার নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়েছে। তবে কোনোবারও টুর্নামেন্টে খেলার সুযোগ হয়নি জিম্বাবুয়ে নারী ক্রিকেট দলের। সেই স্বপ্ন পূরণ করতেই এবার পরামর্শক হিসেবে কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)।

বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ ওয়ালশকে নিয়োগ দেওয়ার বিষয়টি আজ নিশ্চিত করেছে জেডসি। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশে হতে যাওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে পাখির চোখ করেই ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসারকে দায়িত্ব দিয়েছে তারা। ক্যারিবিয়ানদের সাবেক অধিনায়কের কাছে তাদের প্রত্যাশা জিম্বাবুয়েকে প্রথমবারের মতো বিশ্বকাপে সুযোগ পাইয়ে দেওয়া।

বিশ্বকাপে সুযোগ পেতে হলে বাছাইপর্বের শীর্ষ দুই দল হতে হবে জিম্বাবুয়েকে। ইতিমধ্যে আট দল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। আগামী ২৫ এপ্রিল ১০ দলকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিশ্বকাপের সেই বাছাইপর্ব শুরু হবে। লক্ষ্যে পৌঁছাতে ইতিমধ্যে নাকি জিম্বাবুয়ের দলের সঙ্গে যোগ দিয়েছেন ক্যারিবিয়ানদের সর্বোচ্চ উইকেটশিকারি (৭৪৬)।

২০১৬ থেকে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত মাশরাফি বিন মুর্তজা-তাসকিন আহমেদের পেস বোলিং কোচ ছিলেন ওয়ালশ। তাঁর সময় বাংলাদেশ দল নিদাহাস ট্রফির ফাইনালে উঠেছিল। বাংলাদেশের সঙ্গে চুক্তি শেষে ২০২০ সালের অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজ নারী দলের প্রধান কোচের দায়িত্ব পান ৬১ বছর বয়সী সাবেক পেসার। তাঁর অধীনে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিল ওয়েস্ট ইন্ডিজ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত