Ajker Patrika

চেন্নাইয়ে বাংলাদেশের ভূতুড়ে দুপুর, ফলোঅনের চোখ রাঙানি

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ১৬: ০০
Thumbnail image

চেন্নাইয়ে প্রথম দিনের সকালের সঙ্গে দ্বিতীয় দিনের দুপুর—দুই সময়ে ভিন্ন দুই পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট দল। শুরুটা ভারতকে কাঁপিয়ে হলেও সিরিজের প্রথম টেস্টে এখন বাংলাদেশের বেহাল দশা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বেকায়দায় পড়েছে নাজমুল হোসেন শান্তর দল।   

ভারত প্রথম ইনিংসে ৩৭৬ রানে অলআউট হওয়ার পর দ্রুতই ব্যাটিংয়ে নেমে যায় বাংলাদেশ। স্বাগতিকদের বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখছে শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। সাকিব আল হাসান ও লিটন দাসের জুটিতে সাময়িক সময়ের জন্য বাংলাদেশের ভক্ত-সমর্থকেরা কিছুটা সময়ের জন্য যেন আশায় বুক বেঁধেছিলেন। তবে চা পানের বিরতির আগে এই দুই ব্যাটারের উইকেট হারিয়ে এখন ফলোঅন চোখ রাঙাচ্ছে বাংলাদেশকে। ৩৬.৫ ওভারে ৮ উইকেটে ১১২ রানে থেকে চা পানের বিরতিতে গেল সফরকারীরা। হাসান মাহমুদ ফেরার পরপরই দ্বিতীয় সেশনের খেলা শেষ ঘোষণা করা হয়। মিরাজ ২২ বলে ১২ রানে ব্যাটিং করছেন। ফলোঅন এড়াতে এখনো করতে হবে ৬৫ রান।

৯ ওভারে ২৬ রানে ৩ উইকেট নিয়ে লাঞ্চের পর খেলতে নামে বাংলাদেশ। প্রথাগত টেস্ট মেজাজে খেলার বদলে শান্ত একটু ব্যাট চালিয়ে খেলতে গিয়েই নিজের বিপদ ডেকে এনেছেন। যেখানে ১২তম ওভারের প্রথম বলে মোহাম্মদ সিরাজের বল খোঁচা মারতে যান শান্ত। দ্বিতীয় স্লিপে সহজেই সেটা তালুবন্দী করেন বিরাট কোহলি। ৩০ বলে ৩ চারে ২০ রান করেন শান্ত। 

অধিনায়ক শান্তকে হারানোর ঠিক পরের ওভারেই বাংলাদেশ হারায় মুশফিকুর রহিমের উইকেট। ১৩তম ওভারের প্রথম বলে তিনি (মুশফিক) জসপ্রীত বুমরার শিকার হয়েছেন। শান্ত, মুশফিকের দ্রুত বিদায়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৫ উইকেটে ৪০ রান। বিপর্যস্ত পরিস্থিতিতে ৭ নম্বরে ব্যাটিং করতে নামেন লিটন। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে সাকিব ও লিটন বড় জুটি গড়ার দায়িত্ব নেন। আক্রমণ ও রক্ষণের মিশেলে খেলতে থাকেন তাঁরা।

সাকিব-লিটনের জুটি অবশ্য ৫০ পেরোতে না পেরোতেই ভেঙে গেছে। বলতে গেলে লিটন নিজের উইকেটটা বিলিয়ে দিয়েছেন। ২৯তম ওভারের দ্বিতীয় বলে রবীন্দ্র জাদেজাকে সুইপ করতে যান লিটন। লং লেগ থেকে দৌড়ে এসে ডাইভ দিয়ে ক্যাচ ধরেন দ্রুব জুরেল। তিনি (জুরেল) একাদশে না থাকলেও জসপ্রীত বুমরার পরিবর্তে ফিল্ডিং করছেন। ৪২ বলে ৩ চারে ২২ রান করেন লিটন। ষষ্ঠ উইকেট জুটিতে সাকিব-লিটন যোগ করেন ৯৪ বলে ৫১ রান। 

এক ওভার বিরতিতে এসে জাদেজাই ফিরিয়েছেন সাকিবকে। ৩১তম ওভারের তৃতীয় বলে রিভার্স সুইপ করতে যান সাকিব। বল বাম্প হয়েছে কি না সেটা চেক করতে তৃতীয় আম্পায়ারের শরণাপন্ন হন মাঠের আম্পায়াররা। রিপ্লেতে দেখা যায়, সেটা বটম এজ হয়েছে। ৬৪ বলে ৫ চারে ৩২ রান করেন সাকিব। চা পানের বিরতির সময় যখন ঘনিয়ে আসে, তখনই উইকেটটা হারিয়েছেন হাসান। বাংলাদেশের এই পেসারকে ফিরিয়ে ‘প্রতিশোধ’ নিয়েছেন বুমরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত