Ajker Patrika

সাকিবের অধিনায়কত্বে ছন্দে ফিরবেন মুমিনুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ জুন ২০২২, ১৭: ০০
সাকিবের অধিনায়কত্বে ছন্দে ফিরবেন মুমিনুল

বেশ কয়েকটি টেস্টে ছন্দহীন মুমিনুল হক। নিজের ব্যাটিং পারফরম্যান্সের উন্নতির জন্য অধিনায়কত্বের ভার ছেড়ে দিয়েছেন তিনি। অধিনায়কত্বের চাপ সরে যাওয়ায় এবার ছন্দে ফিরবেন মুমিনুল হক, এমনটাই আশা ব্যাটিং পরামর্শ জেমি সিডন্সের।

মুমিনুলের জায়গায় নতুন অধিনায়কের দায়িত্বে এখন সাকিব আল হাসান। দলের ভেতরে সাকিবের চিন্তা-ভাবনা আলাদা একটা প্রভাব ফেলে। সিডন্সের মতে, অধিনায়কত্বে ফিরে সাকিব দারুণ কিছুই করবেন। 

আজ মিরপুরে সাংবাদিকদের সিডন্স বলেছেন, ‘দুটি ইতিবাচক দিক আছে (সাকিব অধিনায়ক হওয়ায়)। সাকিব খুব ভালো অধিনায়ক ও তার ক্রিকেট ভাবনা অসাধারণ। একই সঙ্গে সে ধারাবাহিক পারফর্মারও। সে অধিনায়ক হিসেবে দারুণ করবে।’ 

সাকিব অধিনায়ক হওয়ায় আরও একটি ভালো দিকও খুঁজে পেয়েছেন সিডন্স। বলেছেন, ‘মুমিনুল এখন নিজের ব্যাটিংয়ে মনোযোগ দিতে পারবে। সে কিছুটা ছন্দহীনতায় ভুগছিল। এখন শতভাগ মনোযোগ দিতে পারবে ব্যাটিংয়ে। আমাদের তার পারফরম্যান্সটা দরকার। আমরা জানি সে ভালো খেলোয়াড়। আমাদের সেটা দরকার।’ 

অধিনায়কত্বের ভার সরে যাওয়ায় সেরা মুমিনুলকে দেখার আশা সিডন্সের, ‘অধিনায়কত্বের ভারটা কাঁধ থেকে সরে যাওয়ায় মুমিনুলকে পারফর্ম করতে দেখাটা দারুণ হবে।’ 

সাকিবের সঙ্গে মুমিনুলের নেতৃত্বের পার্থক্য নিয়ে সিডন্স বলছেন, ‘আমার মনে হয় আত্মবিশ্বাস। সাকিব আগেও অধিনায়কত্ব করেছে। তার ওপর খেলোয়াড়দের বিশ্বাসটা আছে। মুমিনুল পায়নি এমন না, কিন্তু সাকিব কী করে সেটা সব সময় অন্য খেলোয়াড়রা অনুসরণ করে। সাকিবকে দায়িত্বে দেখাটা দারুণ হবে।’

খেলা সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত