Ajker Patrika

পাকিস্তানের সাবেক আম্পায়ার আসাদ রউফ মারা গেছেন

পাকিস্তানের সাবেক আম্পায়ার আসাদ রউফ মারা গেছেন

পাকিস্তানের সাবেক আম্পায়ার আসাদ রউফ মারা গেছেন। লাহোরে হার্ট অ্যাটাকে মারে গেছেন ৬৬ বছর বয়সী এই আম্পায়ার। তিনি আইসিসি এলিট প্যানেলের সাবেক আম্পায়ার ছিলেন।

নব্বইয়ের দশকে আসাদের আম্পায়ার ক্যারিয়ার শুরু হলেও আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেন ২০০০ সালে পাকিস্তান ও শ্রীলঙ্কার ওয়ানডে ম্যাচ দিয়ে। বেশ সুনামের সঙ্গে ম্যাচ পরিচালনার কারণে ২০০৬ সালে আইসিসির এলিট প্যানেলের সদস্য হয়েছিলেন। আর প্রথম টেস্ট ম্যাচ পরিচালনা করেছিলেন বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টে।

পাকিস্তানের আলিম দারের পর আম্পায়ারদের মধ্যে সবচেয়ে পরিচিত মুখ ছিলেন আসাদ। নিরপেক্ষতার সঙ্গে আম্পায়ারিং করে বেশ জনপ্রিয়তা পাওয়া শুরু করেছিলেন। কিন্তু ২০১৩ সালে তাঁর আম্পায়ারিং ক্যারিয়ার হঠাৎ বন্ধ হয়ে যায়। আইপিএলে স্পট ফিক্সিং কেলেঙ্কারির কারণে মুম্বাই পুলিশ তাঁকে ‘ওয়ান্টেড আসামি’ হিসেবে নাম দেয়। সে বছর আইপিএলের মৌসুম শেষ না করেই মাঝপথেই ভারত ত্যাগ করেন পাকিস্তানের সাবেক এই আম্পায়ার। এরপর থেকেই তাঁর ক্যারিয়ার পড়তে শুরু করে। আইসিসিও তাঁর নাম এলিট প্যানেল থেকে নাম বাদ দিলে আসাদের ক্যারিয়ার শেষ হয়। 

আম্পায়ারিং ক্যারিয়ারে ৬৪ টেস্ট, ১৩৯ ওয়ানডে ও ২৮ টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন আসাদ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকে চোখ বেঁধে গ্রাহককে হাতুড়িপেটা, পায়ের নখ তোলার চেষ্টা

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনকাঠামো আসছে, পে কমিশন গঠন

‘সোজা কথা, যারে ভালো লাগবে তারে কোপামু’

শুল্ক ছাড়া যুক্তরাজ্যে তৈরি পোশাক রপ্তানির সুযোগ পেল ভারত

সর্বাত্মক যুদ্ধে জড়াতে পারে থাইল্যান্ড ও কম্বোডিয়া—শক্তিতে কে বেশি এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত