Ajker Patrika

অবসরে ওয়ার্নার! স্ত্রীর রহস্যময় ইনস্টা পোস্ট ঘিরে আলোড়ন

অবসরে ওয়ার্নার! স্ত্রীর রহস্যময় ইনস্টা পোস্ট ঘিরে আলোড়ন

সময়টা মোটেও ভালো যাচ্ছে না ডেডিভ ওয়ার্নারের। অ্যাশেজে এখনো হাসেনি তাঁর ব্যাট। এজবাস্টন, লর্ডসের পর হেডিংলি টেস্টেও নিজের ছায়া হয়ে ছিলেন। অ্যাশেজের চতুর্থ টেস্টের একাদশে জায়গা পাওয়াও এখন শঙ্কার মুখে ওয়ার্নারের। নিজের এমন দুঃসময়ে তাঁর স্ত্রী ক্যান্ডিস ওয়ার্নারের এক রহস্যময় ইনস্টা পোস্ট নিয়ে শুরু হয়েছে আলোড়ন। 

ক্যান্ডিস জানিয়েছেন, টেস্ট থেকে অবসর নিচ্ছেন ওয়ার্নার। মুহূর্তেই সেই পোস্ট আলোড়ন তোলে অস্ট্রেলিয়ান ক্রিকেট সমর্থকদের মধ্যে। হবেই না বা কেন! অ্যাশেজে যে ফর্মে নেই ওয়ার্নার। গত জুনে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে তিনি অবসরের প্রসঙ্গে জানিয়েছিলেন। 

আগামী বছরের জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের পর সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানাবেন ওয়ার্নার। সে তো আরও মাস পাঁচেক বাকি। তার আগেই কেন তবে ক্যান্ডিসের এমন পোস্ট! ওয়ার্নারের স্ত্রী অবশ্য মজা করেই এই পোস্ট দিয়েছেন। 

গতকাল রাতে নিজের অফিশিয়াল ইনস্টাগ্রামে তিন কন্যা ও স্বামী ওয়ার্নারকে নিয়ে এক ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘টেস্ট ক্রিকেট থেকে আমাদের এক যুগের সফরের অবসান, এটা মজার। চিরকাল তোমার সবচেয়ে বড় সমর্থক এবং তোমার গার্ল গ্যাং। তোমাকে ভালোবাসি। 

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল থেকে অ্যাশেজের তিন টেস্ট—এই চার টেস্টের ৮ ইনিংসের মধ্যে ওয়ার্নারের ফিফটি মাত্র একটি। লর্ডস টেস্টের প্রথম ইনিংসে করেছিলেন ৬৬ রান। সবশেষ হেডিংলি টেস্টে দুই ইনিংস মিলিয়ে করেছেন মাত্র ৫ রান। এবারও তাঁকে ফিরতে হয়েছে স্টুয়ার্ট ব্রডের বলে। এ নিয়ে টেস্টে ১৭ বার এই ইংলিশ পেসারের শিকার হলেন ৩৬ বছর বয়সী বাঁহাতি ব্যাটার। টেস্টে এক বোলারের বিপক্ষে কোনো ব্যাটারের যা তৃতীয় সর্বোচ্চ আউট হওয়া। 

ওয়ার্নারের পারফরম্যান্সে নাখোশ প্যাট কামিন্সও। গতকাল হেডিংলি টেস্ট হারের পর ওপেনিংয়ে পরিবর্তন আনারও ইঙ্গিত দিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। হয়তো পরের টেস্টে ওয়ার্নারকে বসিয়ে অন্য কাউকে উসমান খাজার ওপেনিং সঙ্গী হিসেবে পাঠাতে পারে অজিরা। 

অ্যাশেজে ২-১ ব্যবধানে পিছিয়ে আছে স্বাগতিক ইংল্যান্ড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত