মাঠের ক্রিকেট, মাঠের বাইরে—সব জায়গাতেই পাকিস্তান যে ‘আনপ্রেডিক্টেবল’। মুহূর্তেই বদলে যায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আবহাওয়া। বেশির ভাগ ক্ষেত্রে নেতিবাচক কারণেই শিরোনাম হয় পাকিস্তান ক্রিকেট। দেশটির ক্রিকেটে এমন অচলাবস্থা দেখে ক্ষুব্ধ ওয়াসিম আকরাম।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে আকরাম ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন। এবারের বিশ্বকাপে ‘এ’ গ্রুপে ভারত, যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, কানাডা ছিল পাকিস্তানের প্রতিপক্ষ। তবে এমন গ্রুপ পেয়েও পাকিস্তান উঠতে পারেনি সুপার এইটে। বাবর আজম-শাহিন শাহ আফ্রিদিদের মধ্যে যে শীতল সম্পর্ক রয়েছে, সে ব্যাপারে আকরাম বলেন পাকিস্তানের গ্রুপ পর্ব চলার সময়ই। এমনকি বাবরের দল গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার পর পাকিস্তানের সংবাদমাধ্যমে বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ হয়েছে। সেখানে বলা হয়েছে, পাকিস্তান দলে অশান্তি চলছে বলে জানান সাদা বলের কোচ গ্যারি কারস্টেন।
ভারতের ক্রীড়াভিত্তিক এক সংবাদমাধ্যমে পাকিস্তান দলের অশান্তি নিয়ে কথা বলেন আকরাম। একই সঙ্গে তিনি বারবার পিসিবি বোর্ড সভাপতি পরিবর্তন হওয়ার কথাও উল্লেখ করেছেন। যেখানে ২০২২–এর ডিসেম্বরে রমিজ রাজা বরখাস্ত হওয়ার পর নাজাম শেঠি, জাকা আশরাফ স্বল্প মেয়াদে দায়িত্ব পালন করেন। বর্তমানে পিসিবির প্রধানের দায়িত্বে আছেন মহসিন নাকভি। আকরাম বলেন, ‘এক বছরে তিন সভাপতি বদলে গেল। রমিজ রাজা বরখাস্ত হয়েছেন। তিন মাসের জন্য এখানে এলেন নাজাম শেঠি। শেঠি চলে গেলেন এবং জাকা আশরাফ এলেন। চার বা পাঁচ মাস পর এলেন মহসিন নাকভি। আমার পরামর্শ তাঁরা নেবেন না। পাকিস্তান ক্রিকেট থেকে দূরে থাকতে পেরে আমি খুশি। কারণ, বোর্ডে রাজনীতি, সমালোচনা এসবই বেশি হয়।’
২০২৩ ওয়ানডে বিশ্বকাপে বাবরের নেতৃত্বে পাকিস্তানের বিদায় ঘণ্টা বেজে যায় সেমিফাইনালের আগেই। তখন একের পর এক সমালোচনায় বিদ্ধ বাবর তিন সংস্করণেরই নেতৃত্ব ছেড়ে দেন। এরপর শাহিন শাহ আফ্রিদিকে টি-টোয়েন্টির অধিনায়ক করা হলেও তা বেশিদিন স্থায়ী হয়নি। চলতি বছরের জানুয়ারিতে নিউজিল্যান্ডের কাছে ৪-১ ব্যবধানে পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ হারার পর চলে যায় শাহিনের নেতৃত্ব। নানা নাটকীয়তায় সাদা বলের নেতৃত্বে আবার ফেরেন বাবর। বারবার দলের অধিনায়ক পরিবর্তন হওয়ার ব্যাপারে আকরাম বলেন, ‘বাবর আজমকে অধিনায়কত্ব থেকে সরানো হলো। শাহিনকে আনা হয়েছিল। সে (শাহিন) একটা সিরিজ হারল ও সভাপতিও বদলে গেল একই সময়ে। তারপর তিনি এসে অধিনায়ক বদলে ফেললেন। বিশ্ব ক্রিকেটে আমাদের নিয়ে হাসাহাসি হয়।’
মাঠের ক্রিকেট, মাঠের বাইরে—সব জায়গাতেই পাকিস্তান যে ‘আনপ্রেডিক্টেবল’। মুহূর্তেই বদলে যায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আবহাওয়া। বেশির ভাগ ক্ষেত্রে নেতিবাচক কারণেই শিরোনাম হয় পাকিস্তান ক্রিকেট। দেশটির ক্রিকেটে এমন অচলাবস্থা দেখে ক্ষুব্ধ ওয়াসিম আকরাম।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে আকরাম ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন। এবারের বিশ্বকাপে ‘এ’ গ্রুপে ভারত, যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, কানাডা ছিল পাকিস্তানের প্রতিপক্ষ। তবে এমন গ্রুপ পেয়েও পাকিস্তান উঠতে পারেনি সুপার এইটে। বাবর আজম-শাহিন শাহ আফ্রিদিদের মধ্যে যে শীতল সম্পর্ক রয়েছে, সে ব্যাপারে আকরাম বলেন পাকিস্তানের গ্রুপ পর্ব চলার সময়ই। এমনকি বাবরের দল গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার পর পাকিস্তানের সংবাদমাধ্যমে বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ হয়েছে। সেখানে বলা হয়েছে, পাকিস্তান দলে অশান্তি চলছে বলে জানান সাদা বলের কোচ গ্যারি কারস্টেন।
ভারতের ক্রীড়াভিত্তিক এক সংবাদমাধ্যমে পাকিস্তান দলের অশান্তি নিয়ে কথা বলেন আকরাম। একই সঙ্গে তিনি বারবার পিসিবি বোর্ড সভাপতি পরিবর্তন হওয়ার কথাও উল্লেখ করেছেন। যেখানে ২০২২–এর ডিসেম্বরে রমিজ রাজা বরখাস্ত হওয়ার পর নাজাম শেঠি, জাকা আশরাফ স্বল্প মেয়াদে দায়িত্ব পালন করেন। বর্তমানে পিসিবির প্রধানের দায়িত্বে আছেন মহসিন নাকভি। আকরাম বলেন, ‘এক বছরে তিন সভাপতি বদলে গেল। রমিজ রাজা বরখাস্ত হয়েছেন। তিন মাসের জন্য এখানে এলেন নাজাম শেঠি। শেঠি চলে গেলেন এবং জাকা আশরাফ এলেন। চার বা পাঁচ মাস পর এলেন মহসিন নাকভি। আমার পরামর্শ তাঁরা নেবেন না। পাকিস্তান ক্রিকেট থেকে দূরে থাকতে পেরে আমি খুশি। কারণ, বোর্ডে রাজনীতি, সমালোচনা এসবই বেশি হয়।’
২০২৩ ওয়ানডে বিশ্বকাপে বাবরের নেতৃত্বে পাকিস্তানের বিদায় ঘণ্টা বেজে যায় সেমিফাইনালের আগেই। তখন একের পর এক সমালোচনায় বিদ্ধ বাবর তিন সংস্করণেরই নেতৃত্ব ছেড়ে দেন। এরপর শাহিন শাহ আফ্রিদিকে টি-টোয়েন্টির অধিনায়ক করা হলেও তা বেশিদিন স্থায়ী হয়নি। চলতি বছরের জানুয়ারিতে নিউজিল্যান্ডের কাছে ৪-১ ব্যবধানে পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ হারার পর চলে যায় শাহিনের নেতৃত্ব। নানা নাটকীয়তায় সাদা বলের নেতৃত্বে আবার ফেরেন বাবর। বারবার দলের অধিনায়ক পরিবর্তন হওয়ার ব্যাপারে আকরাম বলেন, ‘বাবর আজমকে অধিনায়কত্ব থেকে সরানো হলো। শাহিনকে আনা হয়েছিল। সে (শাহিন) একটা সিরিজ হারল ও সভাপতিও বদলে গেল একই সময়ে। তারপর তিনি এসে অধিনায়ক বদলে ফেললেন। বিশ্ব ক্রিকেটে আমাদের নিয়ে হাসাহাসি হয়।’
মাত্র ৮ রানের লক্ষ্য। হাতে ১০ উইকেট। তার চেয়েও বড় কথা কখনো ম্যাচের আড়াই দিনের বেশি খেলা বাকি। অতি অস্বাভাবিক কোনো কিছু না ঘটলে কোনো দলের হারার কথা নয়। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে ঘটেওনি আশ্চর্য হওয়ার মতো কিছু। তিন দিনের মধ্যেই জিম্বাবুয়েকে উড়িয়ে দিল নিউজিল্যান্ড।
৪১ মিনিট আগেজিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত খেলছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গতকালের হারটা ‘দুর্ঘটনা’ হিসেবে ধরলে আজিজুল হাকিম তামিম-ইকবাল হোসেন ইমনদের টুর্নামেন্টটা কাটছে দুর্দান্ত। দুই ম্যাচ হাতে রেখেই ফাইনালের টিকিট কেটেছেন বাংলাদেশের যুবারা।
২ ঘণ্টা আগেইনগে সরেনসেনের নামটা এই প্রজন্মের সাঁতারপ্রেমীদের মনে থাকার কথা নয়। ১৯৩৬ সালের বার্লিন অলিম্পিকে ডেনিশ এই সাঁতারু যখন ব্রোঞ্জ জিতেছিলেন, তাঁর বয়স ছিল মাত্র ১২ বছর। অলিম্পিক গেমসের সাঁতারের ২০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে জেতা সে ব্রোঞ্জটাই খুদে এই সাঁতারুকে অনন্য উচ্চতায় তুলে দিয়েছিল। হয়েছিলেন অলিম্পিকের
৩ ঘণ্টা আগেদারুণ এক মৌসুম কাটানোর পর গালাতাসারাই এবার ভিক্টর ওসিমেনকে কিনেই নিল। নাপোলি থেকে গত মৌসুমে ধারে তুরস্কের ক্লাব গালাতাসারাইয়ে এসেছিলেন এই নাইজেরিয়ান স্ট্রাইকার। দলকে লিগ শিরোপা জেতানোর পথে ৩০ ম্যাচে ২৬ গোল করেন তিনি। সুফল পেয়ে এবার তাঁর সঙ্গে স্থায়ীভাবে চুক্তি করল তুর্কি চ্যাম্পিয়নরা।
৩ ঘণ্টা আগে