Ajker Patrika

ভাগ্যিস পাকিস্তান ক্রিকেটের অশান্তির মধ্যে আমি নেই: ওয়াসিম আকরাম

আপডেট : ২২ জুন ২০২৪, ১৮: ১৪
ভাগ্যিস পাকিস্তান ক্রিকেটের অশান্তির মধ্যে আমি নেই: ওয়াসিম আকরাম

মাঠের ক্রিকেট, মাঠের বাইরে—সব জায়গাতেই পাকিস্তান যে ‘আনপ্রেডিক্টেবল’। মুহূর্তেই বদলে যায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আবহাওয়া। বেশির ভাগ ক্ষেত্রে নেতিবাচক কারণেই শিরোনাম হয় পাকিস্তান ক্রিকেট। দেশটির ক্রিকেটে এমন অচলাবস্থা দেখে ক্ষুব্ধ ওয়াসিম আকরাম।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে আকরাম ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন। এবারের বিশ্বকাপে ‘এ’ গ্রুপে ভারত, যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, কানাডা ছিল পাকিস্তানের প্রতিপক্ষ। তবে এমন গ্রুপ পেয়েও পাকিস্তান উঠতে পারেনি সুপার এইটে। বাবর আজম-শাহিন শাহ আফ্রিদিদের মধ্যে যে শীতল সম্পর্ক রয়েছে, সে ব্যাপারে আকরাম বলেন পাকিস্তানের গ্রুপ পর্ব চলার সময়ই। এমনকি বাবরের দল গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার পর পাকিস্তানের সংবাদমাধ্যমে বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ হয়েছে। সেখানে বলা হয়েছে, পাকিস্তান দলে অশান্তি চলছে বলে জানান সাদা বলের কোচ গ্যারি কারস্টেন। 

ভারতের ক্রীড়াভিত্তিক এক সংবাদমাধ্যমে পাকিস্তান দলের অশান্তি নিয়ে কথা বলেন আকরাম। একই সঙ্গে তিনি বারবার পিসিবি বোর্ড সভাপতি পরিবর্তন হওয়ার কথাও উল্লেখ করেছেন। যেখানে ২০২২–এর ডিসেম্বরে রমিজ রাজা বরখাস্ত হওয়ার পর নাজাম শেঠি, জাকা আশরাফ স্বল্প মেয়াদে দায়িত্ব পালন করেন। বর্তমানে পিসিবির প্রধানের দায়িত্বে আছেন মহসিন নাকভি। আকরাম বলেন, ‘এক বছরে তিন সভাপতি বদলে গেল। রমিজ রাজা বরখাস্ত হয়েছেন। তিন মাসের জন্য এখানে এলেন নাজাম শেঠি। শেঠি চলে গেলেন এবং জাকা আশরাফ এলেন। চার বা পাঁচ মাস পর এলেন মহসিন নাকভি। আমার পরামর্শ তাঁরা নেবেন না। পাকিস্তান ক্রিকেট থেকে দূরে থাকতে পেরে আমি খুশি। কারণ, বোর্ডে রাজনীতি, সমালোচনা এসবই বেশি হয়।’ 

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে বাবরের নেতৃত্বে পাকিস্তানের বিদায় ঘণ্টা বেজে যায় সেমিফাইনালের আগেই। তখন একের পর এক সমালোচনায় বিদ্ধ বাবর তিন সংস্করণেরই নেতৃত্ব ছেড়ে দেন। এরপর শাহিন শাহ আফ্রিদিকে টি-টোয়েন্টির অধিনায়ক করা হলেও তা বেশিদিন স্থায়ী হয়নি। চলতি বছরের জানুয়ারিতে নিউজিল্যান্ডের কাছে ৪-১ ব্যবধানে পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ হারার পর চলে যায় শাহিনের নেতৃত্ব। নানা নাটকীয়তায় সাদা বলের নেতৃত্বে আবার ফেরেন বাবর। বারবার দলের অধিনায়ক পরিবর্তন হওয়ার ব্যাপারে আকরাম বলেন, ‘বাবর আজমকে অধিনায়কত্ব থেকে সরানো হলো। শাহিনকে আনা হয়েছিল। সে (শাহিন) একটা সিরিজ হারল ও সভাপতিও বদলে গেল একই সময়ে। তারপর তিনি এসে অধিনায়ক বদলে ফেললেন। বিশ্ব ক্রিকেটে আমাদের নিয়ে হাসাহাসি হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত