Ajker Patrika

নাটকীয় জয়ে গ্লোবাল সুপার লিগ শুরু রংপুর রাইডার্সের

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১১ জুলাই ২০২৫, ১৭: ০৯
গ্লোবাল সুপার লিগে রুদ্ধশ্বাস জয় পেল রংপুর রাইডার্স। ছবি: ফেসবুক
গ্লোবাল সুপার লিগে রুদ্ধশ্বাস জয় পেল রংপুর রাইডার্স। ছবি: ফেসবুক

হাতে ৬ উইকেট নিয়ে ৩৪ বলে ৩৭ রানের সমীকরণ মেলানো খুব কঠিন কিছু নয়। কিন্তু গৌরবময় অনিশ্চয়তার খেলা ক্রিকেটে যেকোনো কিছুই হতে পারে। আজ গ্লোবাল সুপার লিগে (জিএসএল) এমন সমীকরণ মেলাতে গিয়ে গায়ানা অ্যামাজন ওয়ারিয়য়র্সের তীরে এসে তরি ডুবেছে।

এবারের জিএসএলে রংপুর রাইডার্স নেমেছে শিরোপা ধরে রাখার অভিযানে। বাংলাদেশ সময় আজ ভোরে অনুষ্ঠিত ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল গায়ানা। হারতে বসা ম্যাচ নাটকীয়ভাবে ৮ রানে জিতে টুর্নামেন্ট শুরু করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর। যেখানে গায়ানা শেষ ৬ উইকেট হারিয়েছে ২৮ রানে।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ১৬৩ রানের লক্ষ্যে নেমে রয়েসয়ে শুরু করে গায়ানা। তবে তাদের উদ্বোধনী জুটি ভেঙে গেছে প্রথম পাওয়ারপ্লের (প্রথম ৬ ওভার) আগেই। তৃতীয় ওভারের চতুর্থ বলে গায়ানা ওপেনার রহমানউল্লাহ গুরবাজকে (৮) ফেরান আজমতউল্লাহ ওমরজাই। তাতে স্বাগতিকদের স্কোর হয়ে যায় ৩.৪ ওভারে ১ উইকেটে ২৯ রান।

উদ্বোধনী জুটি ভাঙার পর ব্যাটিংয়ে নামেন মঈন আলী। দ্বিতীয় উইকেটে ৩০ বলে ৪৮ রানের জুটি গড়ে রানের চাকা সচল রাখেন মঈন ও জনসন চার্লস। নবম ওভারের চতুর্থ বলে চার্লসকে ফিরিয়ে ধাক্কা দেন হারমিত সিং। ২৮ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪০ রান করেন চার্লস। তিনি ফেরার পর শিগগিরই গায়ানার স্কোর হয়ে যায় ১১.৩ ওভারে ৪ উইকেটে ৯৯ রান।

দ্রুত ৩ উইকেট হারানো গায়ানাকে এরপর পথ দেখান শিমরন হেটমায়ার ও শারফেন রাদারফোর্ড। পঞ্চম উইকেটে ১৮ বলে ২৭ রানের জুটি গড়েন তাঁরা (হেটমায়ার ও রাদারফোর্ড)। বেশির ভাগ সময়েই শেষ ৩৪ বলে ৩৭ রানের সমীকরণ মিলিয়ে দলগুলো জিতলেও নাটকীয়তার তখনো অনেক বাকি ছিল। হঠাৎ ধসে গায়ানা ১৯.১ ওভারে ১৫৪ রানে অলআউট হয়ে যায়। ইনিংস সর্বোচ্চ ৪০ রান করেন ওপেনার চার্লস। রংপুরের সৈয়দ খালেদ আহমেদ হয়েছেন ম্যাচসেরা। ৪ ওভারে ৩৬ রান খরচ করে নিয়েছেন ৪ উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন আজমতউল্লাহ ওমরজাই ও তাবরেইজ শামসি। ইফতিখার আহমেদ ও হারমিত পেয়েছেন একটি করে উইকেট।

টস জিতে আজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। প্রথমে ব্যাটিং নিয়ে ২০ ওভারে ৫ উইকেটে ১৬২ রান করেছে সোহানের দল। ইনিংস সর্বোচ্চ ৪৪ রান করে অপরাজিত থাকেন কাইল মায়ার্স। ৩১ বলের ইনিংসে ৩ চার ও ২ ছক্কা মেরেছেন তিনি। গায়ানা অধিনায়ক ইমরান তাহির ও গুড়াকেশ মোতি নিয়েছেন দুটি করে উইকেট। শামার স্প্রিঙ্গার পেয়েছেন এক উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাইলট ইচ্ছা করে বিধ্বস্ত করান এয়ার ইন্ডিয়ার সেই ড্রিমলাইনার: বিশেষজ্ঞ

তবে কি ধরে নেব, মবের পেছনে সরকারের প্রচ্ছন্ন প্রশ্রয় আছে: তারেক রহমান

৫ কোটি টাকা চাঁদা দাবি: পদ্মা সেতুর টোল প্লাজা অবরোধ বৈষম্যবিরোধীদের

ইসরায়েল রাষ্ট্রের পতনের ‘ভবিষ্যদ্বাণী’ করেছিলেন আইনস্টাইন

মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড: ‘আমি জড়িত না, ফাঁইসা গেছি’— অস্ত্রসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা রবিনের দাবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত