ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের বাকি দুই টেস্ট সিরিজ থেকে বাবর আজমকে বাদ দিয়েছেন পাকিস্তানের নতুন নির্বাচক কমিটি। এই সিদ্ধান্ত মানতে পারেননি অনেকে। তার জন্য প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন ফখর জামান। নির্বাচক কমিটির সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করায় এই বাঁহাতি ওপেনারকে আজ কারণ দর্শাও (শোকজ) নোটিশ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
গতকাল বাকি দুই টেস্টের জন্য দল ঘোষণা করে পাকিস্তান। সেই দলে বাবরের পাশাপাশি জায়গা হয়নি দুই পেসার শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহেরও। তিনজনই খেলেছিলেন মুলতানের সিরিজের প্রথম টেস্টে। তবে চমকের খবর হয়ে এসেছে বাবরের বাদ পড়া। অবশ্য গত ১৮ ইনিংসে ফিফটিবিহীন এই ডান হাতি ব্যাটার বাদ পড়তে পারেন এমন গুঞ্জন আগে থেকেই শোনা যাচ্ছিল। তবে এই তিন তারকাকে বাদ নয়, বিশ্রাম দিয়েছে জানিয়েছে পিসিবি।
মুলতানের দুই ইনিংসে রান না পেলেও বাবরের বাদ পড়া মানতে পারেননি অনেকে। তাঁদের একজন ফখর। সতীর্থের বাদ পড়ার খবর শুনে তিনি গতকাল ক্ষোভ উগরে দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। বিরাট কোহলির উদাহরণ টেনে নিজের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে লেখেন, ‘বাবরের বাদ পড়ার প্রস্তাব শুনে উদ্বিগ্ন। ২০২০ থেকে ২০২৩ পর্যন্ত বিরাট কোহলির খারাপ সময় লেগেও ভারত তাঁকে বেঞ্চে বসায়নি। তখন তাঁর তিন সংস্করণে রান করেছেন গড়ে ১৯.৩৩, ২৮.২১ ও ২৬.৫০। আর আমরা আমাদের সেরা ব্যাটারকে সাইডলাইনে বসানোর বিবেচনা করছি, যে কি না পাকিস্তানের ইতিহাসের সেরা ব্যাটারদের একজন, এটা দলকে গভীর নঞর্থক বার্তায় দেয়। এখনো সময় আছে দলের মধ্যে আতঙ্ক ছড়ানো এড়ানোর। আমাদের উচিত আমাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের সুরক্ষা নিশ্চিতের দিয়ে মনোযোগ দেওয়া।’
কিন্তু ফখরের এমন কঠিন উচ্চারণ পছন্দ হয়নি পিসিবির। নির্বাচক কমিটির সিদ্ধান্তে দ্বিমত জানানোয় বোর্ড কারণ দর্শাতে বলেছে তাঁকে। উল্লেখ্য, মুলতান টেস্টে পাকিস্তান ইনিংস ব্যবধানে হারের ঘণ্টাখানেকের মধ্যে নির্বাচক কমিটি দেয় পিসিবি। একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামীকাল থেকে।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের বাকি দুই টেস্ট সিরিজ থেকে বাবর আজমকে বাদ দিয়েছেন পাকিস্তানের নতুন নির্বাচক কমিটি। এই সিদ্ধান্ত মানতে পারেননি অনেকে। তার জন্য প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন ফখর জামান। নির্বাচক কমিটির সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করায় এই বাঁহাতি ওপেনারকে আজ কারণ দর্শাও (শোকজ) নোটিশ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
গতকাল বাকি দুই টেস্টের জন্য দল ঘোষণা করে পাকিস্তান। সেই দলে বাবরের পাশাপাশি জায়গা হয়নি দুই পেসার শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহেরও। তিনজনই খেলেছিলেন মুলতানের সিরিজের প্রথম টেস্টে। তবে চমকের খবর হয়ে এসেছে বাবরের বাদ পড়া। অবশ্য গত ১৮ ইনিংসে ফিফটিবিহীন এই ডান হাতি ব্যাটার বাদ পড়তে পারেন এমন গুঞ্জন আগে থেকেই শোনা যাচ্ছিল। তবে এই তিন তারকাকে বাদ নয়, বিশ্রাম দিয়েছে জানিয়েছে পিসিবি।
মুলতানের দুই ইনিংসে রান না পেলেও বাবরের বাদ পড়া মানতে পারেননি অনেকে। তাঁদের একজন ফখর। সতীর্থের বাদ পড়ার খবর শুনে তিনি গতকাল ক্ষোভ উগরে দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। বিরাট কোহলির উদাহরণ টেনে নিজের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে লেখেন, ‘বাবরের বাদ পড়ার প্রস্তাব শুনে উদ্বিগ্ন। ২০২০ থেকে ২০২৩ পর্যন্ত বিরাট কোহলির খারাপ সময় লেগেও ভারত তাঁকে বেঞ্চে বসায়নি। তখন তাঁর তিন সংস্করণে রান করেছেন গড়ে ১৯.৩৩, ২৮.২১ ও ২৬.৫০। আর আমরা আমাদের সেরা ব্যাটারকে সাইডলাইনে বসানোর বিবেচনা করছি, যে কি না পাকিস্তানের ইতিহাসের সেরা ব্যাটারদের একজন, এটা দলকে গভীর নঞর্থক বার্তায় দেয়। এখনো সময় আছে দলের মধ্যে আতঙ্ক ছড়ানো এড়ানোর। আমাদের উচিত আমাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের সুরক্ষা নিশ্চিতের দিয়ে মনোযোগ দেওয়া।’
কিন্তু ফখরের এমন কঠিন উচ্চারণ পছন্দ হয়নি পিসিবির। নির্বাচক কমিটির সিদ্ধান্তে দ্বিমত জানানোয় বোর্ড কারণ দর্শাতে বলেছে তাঁকে। উল্লেখ্য, মুলতান টেস্টে পাকিস্তান ইনিংস ব্যবধানে হারের ঘণ্টাখানেকের মধ্যে নির্বাচক কমিটি দেয় পিসিবি। একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামীকাল থেকে।
নারী কাবাডি বিশ্বকাপের জন্য আজ দুপুর দেড়টায় সংবাদ সম্মেলেনে দল ঘোষণা করে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। কিন্তু বিকেল তিনটার পর শুনল বিশ্বকাপ স্থগিতের খবর। এনিয়ে দ্বিতীয়বার পেছাল বিশ্বকাপের সূচি।
২৪ মিনিট আগেফুটবলের পাশাপাশি অন্যান্য খেলাতেও এখন মিলছে প্রবাসীদের বিচরণ। জিনাত ফেরদৌস অবশ্য অনেক আগেই নামের পাশে জুড়ে দিয়েছেন বাংলাদেশের পতাকা। তবে প্রথমবারের মতো জাতীয় প্রতিযোগিতায় অংশ নেবেন যুক্তরাষ্ট্র প্রবাসী এই অ্যাথলেট।
৪৩ মিনিট আগেনিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারের শঙ্কায় ভারত। ম্যানচেস্টারে ওল্ড ট্রাফোর্ড টেস্টে হতাশার নতুন দৃশ্য দেখল তারা। জসপ্রীত বুমরা-মোহম্মদ সিরাজরা ইংলিশ ব্যাটারদের টলাতেই পারছেন না। নিজেদের প্রথম ইনিংসে এরই মধ্যে ইংল্যান্ড ৭ উইকেটে ৫৪৪ রান তুলেছে। ১০ বছর পর আবার বিদেশের মাঠ
২ ঘণ্টা আগেরিকি পন্টিং আগেই বলতেন শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যেতে পারেন জো রুট। ওল্ড ট্রাফোর্ডে রুটের আরেকটি সেঞ্চুরির পর অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের সে বিশ্বাস আরও পোক্ত হয়েছে। ছাড়িয়ে ‘যেতে পারেন’ নয়, এখন রিকি পন্টিং বলছেন, ছাড়িয়ে যাবেন! পন্টিংয়ের ভাষায়, ‘গত চার-পাঁচ বছরে তাঁর ক্যারিয়ারের যে ধারা, তাতে কোনো তা
২ ঘণ্টা আগে