ক্রীড়া ডেস্ক
সিডনি ফার্স্ট গ্রেড ক্রিকেটে ব্যাট হাতে রীতিমতো বিধ্বংসী হয়ে উঠেছিলেন হারজাস সিং। অ্যাশফিল্ডের প্রাটেন পার্কে আজ ৫০ ওভারের টুর্নামেন্টে ওয়েস্টার্ন সাবার্বসের হয়ে সিডনির বোলারদের তুলাধোনা করেছেন এই ভারতীয় বংশোদভূত ক্রিকেটার। মাত্র ১৩২ বলে ত্রিপল সেঞ্চুরির দেখা পান তিনি।
২০০৫ সালে সিডনিতে জন্ম হারজাসের। তাঁর মা-বাবা ভারতীয়। ২০০০ সালে ভারতের চন্ডীগড় থেকে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান তাঁরা। মাত্র ৮ বছর বয়সে ক্রিকেট শুরু করা হারজাস গত বছর যুব বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলের অন্যতম সদস্য ছিলেন। ফাইনালে বাপ-দাদার দেশ ভারতের বিপক্ষে ৬৪ বলে খেলেন ৫৫ রানের ইনিংস। এবার অস্ট্রেলিয়ার ক্লাব ক্রিকেটে ত্রিপল সেঞ্চুরি হাঁকিয়ে আলোচনায় এলেন হারজাস।
৩ নম্বর ব্যাটার হিসেবে ইনিংসের ১১তম ওভারে ক্রিজে আসেন হারজাস। প্রথম রানের দেখা পেতে পঞ্চম বল পর্যন্ত অপেক্ষা করতে হয় তাঁকে। ৩৩ বলে ফিফটি পূর্ণ করেন। তিন অঙ্কের ম্যাজিক ফিগারের ঘরে যেতে খেলেন ৭৪ বল। অর্থাৎ ফিফটি থেকে সেঞ্চুরি করতে কিছুটা ধীরগতির ব্যাটিং করেন হারজাস। তবে শতকের পর সিডনির বোলারদের ওপর ব্যাট হাতে সবচেয়ে বড় ঝড়টা বইয়ে দেন।
সেঞ্চুরি থেকে ডাবল সেঞ্চুরি করতে মাত্র ২৯ বল খেলেন হারজাস। পরের ১০০ রান করতেও সমান বল খেলেন অস্ট্রেলিয়ার হয়ে যুব বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার। ত্রিপল সেঞ্চুরির করার পথে শেষ ৩ বলে টানা ছয় মারেন তিনি। শেষ পর্যন্ত ১৪১ বলে ৩১৪ রান করেন হারজাস। এই ইনিংসে ৩৫ ছয়ের পাশাপাশি ১৪টি চার মারেন তিনি। ২৬৬ রানই করেন বাউন্ডারি থেকে। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৪৮৩ রানের পুঁজি পায় তাঁর দল ওয়েস্টার্ন। জবাবে ২৮৭ রানের বেশি করতে পারেনি সিডনি।
ত্রিপল সেঞ্চুরি করেও লিস্ট ‘এ’ ক্রিকেটের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক হতে পারেননি হারজাস। কারণ, সিডনি ফার্স্ট গ্রেড ক্রিকেট লিস্ট ‘এ’ ক্রিকেটের স্বীকৃতি পায়নি। তাই ভারতীয় ক্রিকেটার নারায়ণ জগদিমানের রেকর্ড অক্ষতই থাকল। ২০২২ সালে তামিলনাড়ুর হয়ে বিজয় হাজারে ট্রফিতে ১৪১ বলে ২৭৭ রানের ইনিংস খেলেন এই ক্রিকেটার।
সিডনি ফার্স্ট গ্রেড ক্রিকেটে ব্যাট হাতে রীতিমতো বিধ্বংসী হয়ে উঠেছিলেন হারজাস সিং। অ্যাশফিল্ডের প্রাটেন পার্কে আজ ৫০ ওভারের টুর্নামেন্টে ওয়েস্টার্ন সাবার্বসের হয়ে সিডনির বোলারদের তুলাধোনা করেছেন এই ভারতীয় বংশোদভূত ক্রিকেটার। মাত্র ১৩২ বলে ত্রিপল সেঞ্চুরির দেখা পান তিনি।
২০০৫ সালে সিডনিতে জন্ম হারজাসের। তাঁর মা-বাবা ভারতীয়। ২০০০ সালে ভারতের চন্ডীগড় থেকে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান তাঁরা। মাত্র ৮ বছর বয়সে ক্রিকেট শুরু করা হারজাস গত বছর যুব বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলের অন্যতম সদস্য ছিলেন। ফাইনালে বাপ-দাদার দেশ ভারতের বিপক্ষে ৬৪ বলে খেলেন ৫৫ রানের ইনিংস। এবার অস্ট্রেলিয়ার ক্লাব ক্রিকেটে ত্রিপল সেঞ্চুরি হাঁকিয়ে আলোচনায় এলেন হারজাস।
৩ নম্বর ব্যাটার হিসেবে ইনিংসের ১১তম ওভারে ক্রিজে আসেন হারজাস। প্রথম রানের দেখা পেতে পঞ্চম বল পর্যন্ত অপেক্ষা করতে হয় তাঁকে। ৩৩ বলে ফিফটি পূর্ণ করেন। তিন অঙ্কের ম্যাজিক ফিগারের ঘরে যেতে খেলেন ৭৪ বল। অর্থাৎ ফিফটি থেকে সেঞ্চুরি করতে কিছুটা ধীরগতির ব্যাটিং করেন হারজাস। তবে শতকের পর সিডনির বোলারদের ওপর ব্যাট হাতে সবচেয়ে বড় ঝড়টা বইয়ে দেন।
সেঞ্চুরি থেকে ডাবল সেঞ্চুরি করতে মাত্র ২৯ বল খেলেন হারজাস। পরের ১০০ রান করতেও সমান বল খেলেন অস্ট্রেলিয়ার হয়ে যুব বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার। ত্রিপল সেঞ্চুরির করার পথে শেষ ৩ বলে টানা ছয় মারেন তিনি। শেষ পর্যন্ত ১৪১ বলে ৩১৪ রান করেন হারজাস। এই ইনিংসে ৩৫ ছয়ের পাশাপাশি ১৪টি চার মারেন তিনি। ২৬৬ রানই করেন বাউন্ডারি থেকে। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৪৮৩ রানের পুঁজি পায় তাঁর দল ওয়েস্টার্ন। জবাবে ২৮৭ রানের বেশি করতে পারেনি সিডনি।
ত্রিপল সেঞ্চুরি করেও লিস্ট ‘এ’ ক্রিকেটের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক হতে পারেননি হারজাস। কারণ, সিডনি ফার্স্ট গ্রেড ক্রিকেট লিস্ট ‘এ’ ক্রিকেটের স্বীকৃতি পায়নি। তাই ভারতীয় ক্রিকেটার নারায়ণ জগদিমানের রেকর্ড অক্ষতই থাকল। ২০২২ সালে তামিলনাড়ুর হয়ে বিজয় হাজারে ট্রফিতে ১৪১ বলে ২৭৭ রানের ইনিংস খেলেন এই ক্রিকেটার।
আগামী ডিসেম্বরে ৩৯ এ পা দেবেন আসিফ আফ্রিদি। এই বয়সে অনেক ক্রিকেটার ব্যাট–প্যাড, বল তুলে রেখে কোচিং, ধারাভাষ্য কিংবা অন্য কোনো পেশায় নিজেকে জড়িয়েছেন। সেই সময়ই কিনা অভিষেক হলো আসিফ আফ্রিদির!
২৮ মিনিট আগেআগের দিন জিরোনাকে ২–১ গোলে হারিয়ে টেবিলের শীর্ষে উঠেছিল বার্সেলোনা। একদিন যেতেই পুনরায় সিংহাসনের দখল নিল রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পের একমাত্র গোলে লা লিগায় গেতাফেকে হারিয়েছে মাদ্রিদের প্রতিনিধিরা। দল জিতিয়ে একটি কীর্তিতে নাম লিখিয়েছেন ফরাসি ফরোয়ার্ড।
১ ঘণ্টা আগেটানা ৬ ম্যাচ জিতে অনূর্ধ্ব ২০ বিশ্বকাপের ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। কিন্তু শিরোপার মঞ্চে হতাশ করেছে লা আলবিসেলস্তেরা। মরক্কোর কাছে ২–০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছে আর্জেন্টাইন যুবারা। এই হারের কষ্ট ছুঁয়ে গেছে লিওনেল মেসিকে। তবে ছোট ভাইদের লড়াকু মানসিকতায় গর্বিত তিনি।
২ ঘণ্টা আগেনারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। গ্রুপ পর্বের বাধা অতিক্রম করতে চাইলে লঙ্কানদের বিপক্ষে জিততেই হবে নিগার সুলতানা জ্যোতিদের। সেই সঙ্গে অন্যান্য ম্যাচের দিকেও তাকিয়ে থাকতে হবে।
৩ ঘণ্টা আগে