তৃতীয় টি-টোয়েন্টির সেই দুঃস্বপ্ন যেন এখনো কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশ। সিলেটে হ্যাটট্রিকসহ ৫ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং অর্ডার ধসিয়ে দিয়েছিলেন স্লিঙ্গা স্টাইলে বোলিং করা নুয়ান তুশারা।
সংস্করণ বদলে আজ চট্টগ্রামে ওয়ানডে খেলতে নেমেও অনেকটা একই অবস্থা বাংলাদেশের। ২৫৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২৩ রানে ৩ হারিয়ে প্রথম ওয়ানডেতে ধুঁকছে বাংলাদেশ। শুরুটা হয়েছে লিটন দাসের বিদায় দিয়ে। ইনিংস শুরু করতে নেমে ‘গোল্ডেন ডাক’ মেরেছেন তিনি। ওয়ানডেতে ষষ্ঠবারের মতো ‘গোল্ডেন ডাক’ মারলেন এই ওপেনার। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেও শূন্য রানে ফিরেছিলেন উইকেটরক্ষক ব্যাটার।
ইনিংসের প্রথম বলেই লিটনকে ফিরিয়ে দিয়ে শ্রীলঙ্কাকে দুর্দান্ত সূচনা দেওয়া দিলশান মাদুশঙ্কা নিজের ফিরতি ওভারে এসে তুলে নেন আরেক ওপেনার সৌম্য সরকারকেও। দলীয় ১৪ রানের সময় ৯ বলে ব্যক্তিগত ৩ রান করে মহীশ তিকশানার হাতে ক্যাচ দিয়ে ফেরেন বাঁহাতি ব্যাটার।
লিটন-সৌম্য দ্রুত ফিরে যাওয়ায় তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে দুজনের হলোটা কি? শ্রীলঙ্কার বিপক্ষে সংক্ষিপ্ত সংস্করণের সিরিজে তিন ম্যাচ মিলে ৪৩ রান করেছিলেন লিটন। এর মধ্যে দ্বিতীয়টিতে করেছিলেন ৩৬। বাকি ৭ রান এসেছে শেষটিতে। ওয়ানডেতেও সম্প্রতি তাঁর ব্যাটে রান নেই। সর্বশেষ ফিফটি হাঁকিয়েছেন ভারতের বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপে। ৯ ম্যাচ ধরে ফিফটি না পাওয়া লিটন তো সর্বশেষ তিন ম্যাচে দুই অঙ্কের রানও করতে পারেননি।
অন্যদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে ১৬৯ রানের ইনিংস খেলে ক্যারিয়ারের পুনরুত্থান ঘটানো সৌম্য সর্বশেষ দুই ম্যাচে করেছেন ৪ ও ৩ রান। টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বশেষ তিন ম্যাচে দুই অঙ্কের ঘর স্পর্শ করলেও সংক্ষিপ্ত সংস্করণ সুলভ ব্যাটিং ছিল না তাঁর।
চট্টগ্রামে দুই ওপেনারকে হারিয়ে বাংলাদেশ যখন কাঁপছে তখন উইকেটে এসে দলকে টেনে তোলার বিপরীতে বোল্ড হয়ে ফিরলেন তাওহীদ হৃদয়ও। ৩ রান করা উদীয়মান ব্যাটারকে আউট করে দলকে তৃতীয় সাফল্য এনে প্রমোদ মাদুশান। অপর প্রান্ত আগলে রেখে সতীর্থদের ড্রেসিংরুমে ফেরান দেখছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নেমে অধিনায়ককে সঙ্গ দিচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
ইতিমধ্যে চতুর্থ উইকেটে ৫০ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামলিয়েও নিয়েছেন শান্ত-মাহমুদউল্লাহ। প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩ ওভার শেষে বাংলাদেশর সংগ্রহ ৩ উইকেটে ৭৩ রান। ২৬ রান করা শান্তর সঙ্গে ২৯ রানে অপরাজিত আছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ।
তৃতীয় টি-টোয়েন্টির সেই দুঃস্বপ্ন যেন এখনো কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশ। সিলেটে হ্যাটট্রিকসহ ৫ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং অর্ডার ধসিয়ে দিয়েছিলেন স্লিঙ্গা স্টাইলে বোলিং করা নুয়ান তুশারা।
সংস্করণ বদলে আজ চট্টগ্রামে ওয়ানডে খেলতে নেমেও অনেকটা একই অবস্থা বাংলাদেশের। ২৫৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২৩ রানে ৩ হারিয়ে প্রথম ওয়ানডেতে ধুঁকছে বাংলাদেশ। শুরুটা হয়েছে লিটন দাসের বিদায় দিয়ে। ইনিংস শুরু করতে নেমে ‘গোল্ডেন ডাক’ মেরেছেন তিনি। ওয়ানডেতে ষষ্ঠবারের মতো ‘গোল্ডেন ডাক’ মারলেন এই ওপেনার। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেও শূন্য রানে ফিরেছিলেন উইকেটরক্ষক ব্যাটার।
ইনিংসের প্রথম বলেই লিটনকে ফিরিয়ে দিয়ে শ্রীলঙ্কাকে দুর্দান্ত সূচনা দেওয়া দিলশান মাদুশঙ্কা নিজের ফিরতি ওভারে এসে তুলে নেন আরেক ওপেনার সৌম্য সরকারকেও। দলীয় ১৪ রানের সময় ৯ বলে ব্যক্তিগত ৩ রান করে মহীশ তিকশানার হাতে ক্যাচ দিয়ে ফেরেন বাঁহাতি ব্যাটার।
লিটন-সৌম্য দ্রুত ফিরে যাওয়ায় তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে দুজনের হলোটা কি? শ্রীলঙ্কার বিপক্ষে সংক্ষিপ্ত সংস্করণের সিরিজে তিন ম্যাচ মিলে ৪৩ রান করেছিলেন লিটন। এর মধ্যে দ্বিতীয়টিতে করেছিলেন ৩৬। বাকি ৭ রান এসেছে শেষটিতে। ওয়ানডেতেও সম্প্রতি তাঁর ব্যাটে রান নেই। সর্বশেষ ফিফটি হাঁকিয়েছেন ভারতের বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপে। ৯ ম্যাচ ধরে ফিফটি না পাওয়া লিটন তো সর্বশেষ তিন ম্যাচে দুই অঙ্কের রানও করতে পারেননি।
অন্যদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে ১৬৯ রানের ইনিংস খেলে ক্যারিয়ারের পুনরুত্থান ঘটানো সৌম্য সর্বশেষ দুই ম্যাচে করেছেন ৪ ও ৩ রান। টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বশেষ তিন ম্যাচে দুই অঙ্কের ঘর স্পর্শ করলেও সংক্ষিপ্ত সংস্করণ সুলভ ব্যাটিং ছিল না তাঁর।
চট্টগ্রামে দুই ওপেনারকে হারিয়ে বাংলাদেশ যখন কাঁপছে তখন উইকেটে এসে দলকে টেনে তোলার বিপরীতে বোল্ড হয়ে ফিরলেন তাওহীদ হৃদয়ও। ৩ রান করা উদীয়মান ব্যাটারকে আউট করে দলকে তৃতীয় সাফল্য এনে প্রমোদ মাদুশান। অপর প্রান্ত আগলে রেখে সতীর্থদের ড্রেসিংরুমে ফেরান দেখছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নেমে অধিনায়ককে সঙ্গ দিচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
ইতিমধ্যে চতুর্থ উইকেটে ৫০ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামলিয়েও নিয়েছেন শান্ত-মাহমুদউল্লাহ। প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩ ওভার শেষে বাংলাদেশর সংগ্রহ ৩ উইকেটে ৭৩ রান। ২৬ রান করা শান্তর সঙ্গে ২৯ রানে অপরাজিত আছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আর্থিক অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ খতিয়ে দেখতে অভিযান চালিয়েছিল দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইনভেস্টিগেশন ইউনিট। যেখানে মুজিব বর্ষ উদ্যাপনে বিসিবির ব্যয়ে প্রায় ১৮ কোটি টাকার গরমিল পেয়েছে তদন্ত দলটি। পাশাপাশি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টিকিট...
১৮ মিনিট আগেনাহিদ রানার বোলিং ও গতি নিয়ে সাবেক কিংবদন্তিরাও প্রশংসা করেছেন। বিভিন্ন সময় তাঁর যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। কিন্তু জিম্বাবুয়ে দলকে এখনো মোকাবিলা করতে হয়নি নাহিদ রানা বোলিং। সবকিছু ঠিক থাকলে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া সিলেট টেস্টেই জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমবার...
১ ঘণ্টা আগেসিলেটে কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের প্রথম টেস্ট। চার বছর পর নিজেদের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ। লিটন দাস-তাসকিন আহেমদরা না থাকলেও তরুণ ও অভিজ্ঞের দারুণ মিশ্রণ স্বাগতিক দলে। সফরকারীরাও বেশ শক্তিশালী দল নিয়েই বাংলাদেশ সফরে এসেছে। লড়াইটা সহজ হবে না বলেই মনে করছে দুই দলই।
২ ঘণ্টা আগেনাহিদ রানা। বাংলাদেশের পেস সম্ভাবনার আরেক নাম। শুরুতে শুধু তাঁর বলে গতি থাকলেও তাতে ছিল না তেমন নিয়ন্ত্রণ। তবে এখন দ্রুতগতির বলেও নিয়ন্ত্রণ আনতে পারছেন। আর যেদিন থেকে কাজটি করতে পারছেন, সাফল্য ধরা দিচ্ছে তাঁকে।
৩ ঘণ্টা আগে