ক্রীড়া ডেস্ক
প্রথম দুই টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে হেসেখেলে হারিয়েছে পাকিস্তান। বুলাওয়েতে আজ পাকিস্তানের সামনে জিম্বাবুয়েকে ধবলধোলাইয়ের হাতছানি। তৃতীয় টি-টোয়েন্টির আগে পাকিস্তান নিজেদের একাদশ জানিয়েছে।
বাংলাদেশ সময় গতকাল বিকেল ৫টা ৩৪ মিনিটে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে পিসিবি ঘোষণা করেছে তৃতীয় টি-টোয়েন্টির একাদশ। শেষ ম্যাচের একাদশে চার পরিবর্তন এনেছে পাকিস্তান। ওপেনিংয়ে সাইম আইয়ুবের জায়গায় এসেছেন সাহিবজাদা ফারহান। তৃতীয় ম্যাচের একাদশ থেকে আইয়ুবের পাশাপাশি বাদ পড়েছেন ইরফান খান, আবরার আহমেদ ও হারিস রউফ। শেষ ম্যাচে এসেছেন আরাফাত মিনহাস, কাসিম আকরাম ও মোহাম্মদ হাসনাইন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হাসনাইন ফিরছেন দুই বছর পর।
সালমান আলী আগার নেতৃত্বাধীন পাকিস্তানের একাদশে আজ উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন উসমান খান। স্পিন আক্রমণে বাঁহাতি চায়নাম্যান সুফিয়ান মুকিমের সঙ্গে থাকছেন কাসিম আকরাম, আরাফাত মিনহাস। যার মধ্যে কাসিম স্পিন বোলিং অলরাউন্ডার। অধিনায়ক সালমানও খণ্ডকালীন স্পিনারের কাজটা করতে পারবেন। পেস আক্রমণে হাসনাইনের সঙ্গে থাকছেন জাহানদাদ খান ও মোহাম্মদ আব্বাস আফ্রিদি। বাংলাদেশ সময় বিকেল ৫টা ৩০ মিনিটে শুরু হবে তৃতীয় টি-টোয়েন্টি।
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পরশু টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে জিম্বাবুয়ে প্রথম ৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে করেছিল ৩৭ রান। হঠাৎ ধসে ১২.৪ ওভারে ৫৭ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। মুকিম ৩ রানে নিয়েছেন ৫ উইকেট। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাকিস্তানের সেরা বোলিং। জবাবে পাকিস্তান ৫.৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৬১ রান করে ফেলে। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে ২-১ ব্যবধানে হারিয়েছিল পাকিস্তান।
জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের একাদশ
ওমাইর বিন ইউসুফ, সাহিবজাদা ফারহান, সালমান আলী আগা (অধিনায়ক), উসমান খান (উইকেটরক্ষক), তৈয়ব তাহির, কাসিম আকরাম, আরাফাত মিনহাস, জাহানদাদ খান, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন, সুফিয়ান মুকিম
প্রথম দুই টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে হেসেখেলে হারিয়েছে পাকিস্তান। বুলাওয়েতে আজ পাকিস্তানের সামনে জিম্বাবুয়েকে ধবলধোলাইয়ের হাতছানি। তৃতীয় টি-টোয়েন্টির আগে পাকিস্তান নিজেদের একাদশ জানিয়েছে।
বাংলাদেশ সময় গতকাল বিকেল ৫টা ৩৪ মিনিটে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে পিসিবি ঘোষণা করেছে তৃতীয় টি-টোয়েন্টির একাদশ। শেষ ম্যাচের একাদশে চার পরিবর্তন এনেছে পাকিস্তান। ওপেনিংয়ে সাইম আইয়ুবের জায়গায় এসেছেন সাহিবজাদা ফারহান। তৃতীয় ম্যাচের একাদশ থেকে আইয়ুবের পাশাপাশি বাদ পড়েছেন ইরফান খান, আবরার আহমেদ ও হারিস রউফ। শেষ ম্যাচে এসেছেন আরাফাত মিনহাস, কাসিম আকরাম ও মোহাম্মদ হাসনাইন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হাসনাইন ফিরছেন দুই বছর পর।
সালমান আলী আগার নেতৃত্বাধীন পাকিস্তানের একাদশে আজ উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন উসমান খান। স্পিন আক্রমণে বাঁহাতি চায়নাম্যান সুফিয়ান মুকিমের সঙ্গে থাকছেন কাসিম আকরাম, আরাফাত মিনহাস। যার মধ্যে কাসিম স্পিন বোলিং অলরাউন্ডার। অধিনায়ক সালমানও খণ্ডকালীন স্পিনারের কাজটা করতে পারবেন। পেস আক্রমণে হাসনাইনের সঙ্গে থাকছেন জাহানদাদ খান ও মোহাম্মদ আব্বাস আফ্রিদি। বাংলাদেশ সময় বিকেল ৫টা ৩০ মিনিটে শুরু হবে তৃতীয় টি-টোয়েন্টি।
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পরশু টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে জিম্বাবুয়ে প্রথম ৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে করেছিল ৩৭ রান। হঠাৎ ধসে ১২.৪ ওভারে ৫৭ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। মুকিম ৩ রানে নিয়েছেন ৫ উইকেট। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাকিস্তানের সেরা বোলিং। জবাবে পাকিস্তান ৫.৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৬১ রান করে ফেলে। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে ২-১ ব্যবধানে হারিয়েছিল পাকিস্তান।
জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের একাদশ
ওমাইর বিন ইউসুফ, সাহিবজাদা ফারহান, সালমান আলী আগা (অধিনায়ক), উসমান খান (উইকেটরক্ষক), তৈয়ব তাহির, কাসিম আকরাম, আরাফাত মিনহাস, জাহানদাদ খান, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন, সুফিয়ান মুকিম
প্রবাসী ফুটবলারদের নিয়ে উন্মাদনার মাত্রা ধীরে ধীরে বাড়ছেই। বিশেষ করে হামজা চৌধুরীর অভিষেকের পর অনেক প্রবাসী ফুটবলার এখন আলোচনায়। কানাডা প্রবাসী সমিত সোমের পাশাপাশি এবার কিউবা মিচেলকে খেলানোর চেষ্টায় রয়েছে বাফুফে।
৯ ঘণ্টা আগেআগামীকাল (২০ এপ্রিল) সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে বেশ ভোগান্তির মধ্যে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ ভোগান্তির অবসান ঘটিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। গতকাল শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ সরাসরি দেখানোর
১০ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কা সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে। আগামীকাল ঢাকা থেকে কলম্বোর উদ্দেশে রওনা দেবেন যুবারা। সফরে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ছয় ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলবে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।
১০ ঘণ্টা আগেহামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে খেলার পর থেকে আগ্রহ বেড়েছে ফুটবল নিয়ে। প্রবাসী ফুটবলারদের ঘিরে অন্যরকম উন্মাদনা কাজ করছে সমর্থকদের। হামজার প্রভাব শুধু ফুটবলেই নয় পড়েছে অন্যান্য খেলাতেও। দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী ক্রীড়াবিদদের বাংলাদেশের হয়ে খেলানোর উদ্যোগ নিতে সকল ফেডারেশনকে চিঠি দিয়েছে
১১ ঘণ্টা আগে