নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সতীর্থরা যখন ব্যর্থ হচ্ছেন, তখন অধিনায়ক সাকিব আল হাসানের অভিজ্ঞতা প্রয়োগের ভালো সুযোগ ছিল। আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে তাঁর বোলিং নিয়ে এন্তার আলোচনা হয়েছে। প্রথম ইনিংসে বোলিং করতে এলেন ৬৬তম ওভারে, দ্বিতীয় ইনিংসের শুরুটা তিনিই করেছিলেন। গতকাল সারা দিনে করলেন মাত্র ৬ ওভার।
সাকিবের এই মাইন্ড গেম বুঝতে না পারার কথা গতকাল জানিয়েছিলেন খোদ পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডও। আজ টেস্ট জয়ের পর সংবাদ সম্মেলনে সাকিবের কাছেই জানতে চাওয়া হয় এর ব্যাখ্যা। টেস্ট অধিনায়ক অবশ্য জানালেন, তাঁর দলে যথেষ্ট বোলার ছিলেন, যাঁরা ২০ উইকেট নেওয়ার ক্ষমতা রাখেন। তাই বোলিং করতেই হবে এমনটা মনে করেননি তিনি।
সাকিব বললেন, ‘না, ওই রকম কোনো ব্যাখ্যা নেই। বোলিং কাউকে করতেই হবে এমন কোনো ব্যাখ্যা নেই। আপনার কাছে পাঁচ-ছয় রকমের অস্ত্র থাকলে সব অস্ত্র সব সময় ব্যবহার করার দরকার নেই তো।’
সপ্তম উইকেটে লরকান টাকার ও অ্যান্ডি ম্যাকব্রাইন ১১১ রানের জুটি গড়েছিলেন। লোয়ার মিডল অর্ডারে আইরিশরা আরও কয়েকটি কার্যকর জুটি পেয়েছিল। কিন্তু ওই সময় দলের বোলাররা যখন ব্যর্থ হচ্ছিলেন, সাকিবের মতো একজন অভিজ্ঞ ক্রিকেটারের বোলিংয়ে আসা উচিত ছিল কি না?
সাকিব অবশ্য এমন করে ভাবেন না; বরং পাল্টা প্রশ্ন ছুড়ে বললেন, ‘এটার মানে কি যে আমি ছাড়া বাংলাদেশ দলের বোলিং চলে না? আমাদের যথেষ্ট বোলার আছে, যারা ২০ উইকেট নেওয়ার মতো। আমার ওদের প্রতি বিশ্বাস আছে এবং তারা করে দেখিয়েছে।’
আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টেস্টে দুই দলের প্রথম সাক্ষাতে আয়ারল্যান্ডকে ৭ উইকেটে হারায় বাংলাদেশ। আইরিশদের দেওয়া ১৩৮ রানের লক্ষ্য ২৭.১ ওভারেই তাড়া করল স্বাগতিকেরা। তাতে টেস্ট খেলে এমন ৭ম দলের বিপক্ষে টেস্ট জেতা হলো তাদের। সব মিলিয়ে বাংলাদেশের এটি ১৭ম টেস্ট জয়।
আয়ারল্যান্ডকে হারিয়ে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টেস্ট জয়ের খরাও কাটল বাংলাদেশের। ২০২০ সালের ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে জেতার পর এই মাঠে আর পাঁচ দিনের ম্যাচ জিততে পারেনি তারা।
সতীর্থরা যখন ব্যর্থ হচ্ছেন, তখন অধিনায়ক সাকিব আল হাসানের অভিজ্ঞতা প্রয়োগের ভালো সুযোগ ছিল। আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে তাঁর বোলিং নিয়ে এন্তার আলোচনা হয়েছে। প্রথম ইনিংসে বোলিং করতে এলেন ৬৬তম ওভারে, দ্বিতীয় ইনিংসের শুরুটা তিনিই করেছিলেন। গতকাল সারা দিনে করলেন মাত্র ৬ ওভার।
সাকিবের এই মাইন্ড গেম বুঝতে না পারার কথা গতকাল জানিয়েছিলেন খোদ পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডও। আজ টেস্ট জয়ের পর সংবাদ সম্মেলনে সাকিবের কাছেই জানতে চাওয়া হয় এর ব্যাখ্যা। টেস্ট অধিনায়ক অবশ্য জানালেন, তাঁর দলে যথেষ্ট বোলার ছিলেন, যাঁরা ২০ উইকেট নেওয়ার ক্ষমতা রাখেন। তাই বোলিং করতেই হবে এমনটা মনে করেননি তিনি।
সাকিব বললেন, ‘না, ওই রকম কোনো ব্যাখ্যা নেই। বোলিং কাউকে করতেই হবে এমন কোনো ব্যাখ্যা নেই। আপনার কাছে পাঁচ-ছয় রকমের অস্ত্র থাকলে সব অস্ত্র সব সময় ব্যবহার করার দরকার নেই তো।’
সপ্তম উইকেটে লরকান টাকার ও অ্যান্ডি ম্যাকব্রাইন ১১১ রানের জুটি গড়েছিলেন। লোয়ার মিডল অর্ডারে আইরিশরা আরও কয়েকটি কার্যকর জুটি পেয়েছিল। কিন্তু ওই সময় দলের বোলাররা যখন ব্যর্থ হচ্ছিলেন, সাকিবের মতো একজন অভিজ্ঞ ক্রিকেটারের বোলিংয়ে আসা উচিত ছিল কি না?
সাকিব অবশ্য এমন করে ভাবেন না; বরং পাল্টা প্রশ্ন ছুড়ে বললেন, ‘এটার মানে কি যে আমি ছাড়া বাংলাদেশ দলের বোলিং চলে না? আমাদের যথেষ্ট বোলার আছে, যারা ২০ উইকেট নেওয়ার মতো। আমার ওদের প্রতি বিশ্বাস আছে এবং তারা করে দেখিয়েছে।’
আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টেস্টে দুই দলের প্রথম সাক্ষাতে আয়ারল্যান্ডকে ৭ উইকেটে হারায় বাংলাদেশ। আইরিশদের দেওয়া ১৩৮ রানের লক্ষ্য ২৭.১ ওভারেই তাড়া করল স্বাগতিকেরা। তাতে টেস্ট খেলে এমন ৭ম দলের বিপক্ষে টেস্ট জেতা হলো তাদের। সব মিলিয়ে বাংলাদেশের এটি ১৭ম টেস্ট জয়।
আয়ারল্যান্ডকে হারিয়ে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টেস্ট জয়ের খরাও কাটল বাংলাদেশের। ২০২০ সালের ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে জেতার পর এই মাঠে আর পাঁচ দিনের ম্যাচ জিততে পারেনি তারা।
প্রবাসী ফুটবলারদের নিয়ে উন্মাদনার মাত্রা ধীরে ধীরে বাড়ছেই। বিশেষ করে হামজা চৌধুরীর অভিষেকের পর অনেক প্রবাসী ফুটবলার এখন আলোচনায়। কানাডা প্রবাসী সমিত সোমের পাশাপাশি এবার কিউবা মিচেলকে খেলানোর চেষ্টায় রয়েছে বাফুফে।
৯ ঘণ্টা আগেআগামীকাল (২০ এপ্রিল) সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে বেশ ভোগান্তির মধ্যে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ ভোগান্তির অবসান ঘটিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। গতকাল শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ সরাসরি দেখানোর
১০ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কা সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে। আগামীকাল ঢাকা থেকে কলম্বোর উদ্দেশে রওনা দেবেন যুবারা। সফরে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ছয় ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলবে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।
১০ ঘণ্টা আগেহামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে খেলার পর থেকে আগ্রহ বেড়েছে ফুটবল নিয়ে। প্রবাসী ফুটবলারদের ঘিরে অন্যরকম উন্মাদনা কাজ করছে সমর্থকদের। হামজার প্রভাব শুধু ফুটবলেই নয় পড়েছে অন্যান্য খেলাতেও। দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী ক্রীড়াবিদদের বাংলাদেশের হয়ে খেলানোর উদ্যোগ নিতে সকল ফেডারেশনকে চিঠি দিয়েছে
১১ ঘণ্টা আগে