নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আফগানিস্তানের বিপক্ষে ‘মেকশিফট’ ওপেনার মেহেদী হাসান মিরাজ খেলেছিলেন ১১৯ বলে ১১২ রানের অসাধারণ এক ইনিংস। এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে আজ পাকিস্তানের বিপক্ষেও ওপেনিংয়ে মিরাজের ওপর আস্থা রেখেছিল টিম ম্যানেজমেন্ট। তবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ আর কাব্যিক ইনিংস খেলতে পারলেন না তিনি।
দ্বিতীয় ওভারের প্রথম বলেই নাসিম শাহের লেংথের বল ফ্লিক করতে গিয়ে মিডউইকেটে ফখর জামানের হাতে সহজ ক্যাচ দিয়ে ফিরে গেছেন মিরাজ। বলের গতি খুব বেশি না হলেও ব্যাট চালিয়ে নিজের মৃত্যু ডেকে এনেছেন। ফিরেছেন গোল্ডেন ডাকে।
দ্বিতীয় উইকেটে লিটন দাস ও মোহাম্মদ নাঈম রান বাড়াতে থাকেন দ্রুত। শুরুতে ১.৪ ওভারে কোনো রানই তুলতে পারেনি তারা। এর পর ৪.৪ ওভারে হতেই বাংলাদেশের স্কোরে দুজনে জমা করেন ৩১ রান। তবে জুটি বড় হতে দেননি শাহিন শাহ আফ্রিদি। পঞ্চম ওভারের পঞ্চম বলে অফ স্টাম্পের বাইরে শর্ট অব আ লেংথ থেকে লাফিয়ে ওঠা বলে খোঁচা দিয়েছেন লিটন। ব্যাটের কানায় লেগে জমা পড়ে উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের হাতে।
নাজমুল হোসেন শান্তর জায়গায় ফেরা লিটনের ব্যাট থেকে আসে ১৩ বলে ১৬ রান। এ রিপোর্ট পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫.৪ ওভারে ২ উইকেটে ৩২ রান। নাঈম ১৬ ও সাকিব রানের খাতা খোলার অপেক্ষায় আছেন।
এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব।
আফগানিস্তানের বিপক্ষে ‘মেকশিফট’ ওপেনার মেহেদী হাসান মিরাজ খেলেছিলেন ১১৯ বলে ১১২ রানের অসাধারণ এক ইনিংস। এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে আজ পাকিস্তানের বিপক্ষেও ওপেনিংয়ে মিরাজের ওপর আস্থা রেখেছিল টিম ম্যানেজমেন্ট। তবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ আর কাব্যিক ইনিংস খেলতে পারলেন না তিনি।
দ্বিতীয় ওভারের প্রথম বলেই নাসিম শাহের লেংথের বল ফ্লিক করতে গিয়ে মিডউইকেটে ফখর জামানের হাতে সহজ ক্যাচ দিয়ে ফিরে গেছেন মিরাজ। বলের গতি খুব বেশি না হলেও ব্যাট চালিয়ে নিজের মৃত্যু ডেকে এনেছেন। ফিরেছেন গোল্ডেন ডাকে।
দ্বিতীয় উইকেটে লিটন দাস ও মোহাম্মদ নাঈম রান বাড়াতে থাকেন দ্রুত। শুরুতে ১.৪ ওভারে কোনো রানই তুলতে পারেনি তারা। এর পর ৪.৪ ওভারে হতেই বাংলাদেশের স্কোরে দুজনে জমা করেন ৩১ রান। তবে জুটি বড় হতে দেননি শাহিন শাহ আফ্রিদি। পঞ্চম ওভারের পঞ্চম বলে অফ স্টাম্পের বাইরে শর্ট অব আ লেংথ থেকে লাফিয়ে ওঠা বলে খোঁচা দিয়েছেন লিটন। ব্যাটের কানায় লেগে জমা পড়ে উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের হাতে।
নাজমুল হোসেন শান্তর জায়গায় ফেরা লিটনের ব্যাট থেকে আসে ১৩ বলে ১৬ রান। এ রিপোর্ট পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫.৪ ওভারে ২ উইকেটে ৩২ রান। নাঈম ১৬ ও সাকিব রানের খাতা খোলার অপেক্ষায় আছেন।
এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব।
ভারত-পাকিস্তান ম্যাচের চেয়েও বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ গত কয়েক বছর দারুণ উত্তেজনা ছড়াচ্ছে। বিশেষ করে ২০১৮ নিদহাস ট্রফিতে মুশফিকুর রহিমের সেই ‘নাগিন ড্যান্স’-এর পর থেকেই দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক উত্তপ্ত। এবার শত্রুতা ভুলে মুশফিককে নিয়ে আবেগঘন পোস্ট দিলেন শ্রীলঙ্কান এক ক্রিকেটার।
১ ঘণ্টা আগেমুশফিকুর রহিমের কাছে ক্রিকেট একটা ধ্যানের নাম। ক্রিকেট তাঁর কাছে ধর্ম পালনের মতো। ক্রিকেট তাঁর কাছে এতটাই পবিত্র, মুশফিকের স্ত্রী জান্নাতুল কিফায়েত মন্ডির সামাজিক মাধ্যমে এক পোস্টে আজ জানিয়েছেন, অজু ছাড়া ব্যাট-বল পর্যন্ত স্পর্শ করেন না ‘মি. ডিপেন্ডবল’।
২ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের ১৫ সদস্যের দলে থাকলেও একাদশে নামা হয়নি তাঁর। টুর্নামেন্টে বাংলাদেশের পারফরম্যান্সও ছিল বিবর্ণ। তবে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন তিনি।
৩ ঘণ্টা আগেস্কোরকার্ড দেখে সব সময় কোনো ম্যাচের পুরোটা বোঝা যায় না। এই যেমন পার্ক দে প্রিন্সেসে চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর প্রথম লেগের পিএসজি-লিভারপুল ম্যাচ। গত রাতে ম্যাচটি লিভারপুল জিতেছে ১-০ গোলে। এই ম্যাচটিই দারুণ রোমাঞ্চ ছড়িয়েছে।
৩ ঘণ্টা আগে