নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ শুরু হতে এক সপ্তাহও বাকি নেই। নতুন সিরিজ শুরুর আগমুহূর্তে বাংলাদেশের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন ফিল সিমন্স। নিয়োগ পাওয়ার ২৪ ঘণ্টা না পেরোতেই বাংলাদেশে পা রাখলেন সিমন্স।
দক্ষিণ আফ্রিকা সিরিজ সামনে রেখে আজ সকালে ঢাকায় এসে পৌঁছেছেন সিমন্স। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখার পর তাঁর মুখে দেখা গেছে চওড়া হাসি। ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই ক্রিকেটার একটি সানগ্লাসও পরেছেন। বাংলাদেশের নতুন কোচের সঙ্গে সঙ্গে ঢাকায় পা রেখেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলও। ভ্রমণপথের ক্লান্তি যে জেঁকে ধরেছে, সেটা বোঝা গেছে প্রোটিয়া ক্রিকেটারদের দেখেই। কয়েকজন ক্রিকেটারকে ঘুমোতে দেখা গেছে। টেম্বা বাভুমাকে দেখা গেল মোবাইল স্ক্রলিংয়ে কী যেন করছেন। লুঙ্গি এনগিদি তাঁর লাগেজ নিচে রেখে ল্যাপটপে কাজ করছেন।
২০২৩ সালে চণ্ডিকা হাথুরুসিংহে দ্বিতীয় মেয়াদে কোচ হয়ে এসেছিলেন। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি করেছিল বিসিবি। তবে গতকাল বিসিবি মেয়াদ ফুরোনোর আগেই তাঁকে বরখাস্ত করেছে। হাথুরুকে বরখাস্ত করার ব্যাখ্যা গতকাল বিকেলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে দেওয়া হয়েছে। হাথুরু বরখাস্ত হতে না হতেই সিমন্সকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয় বিসিবি। সিমন্সের সঙ্গে বিসিবির চুক্তিটা পাঁচ মাসের (২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত)। চ্যাম্পিয়নস ট্রফির আনুষ্ঠানিক সূচি আইসিসি এখনো না জানালেও ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’ এরই মধ্যে খসড়া সূচি প্রকাশ করেছে। খসড়া সূচি অনুযায়ী ফেব্রুয়ারি-মার্চে হওয়ার কথা আইসিসির ইভেন্টটি।
হাথুরুকে বরখাস্ত করার কয়েক ঘণ্টা পর বিসিবি আনুষ্ঠানিক এক বিজ্ঞপ্তিতে সিমন্সের নিয়োগ দেওয়ার কথা জানিয়েছে গত রাতে। বোর্ডের পাঠানো বিজ্ঞপ্তিতে বোর্ড সভাপতি বলেন, ‘ফিল সিমন্সের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল আমার। তাঁর ক্রিকেট দর্শন এবং ক্রিকেট নিয়ে ধ্যানধারণার কথা শুনেছি। তাঁর কোচিংয়ে দারুণ অভিজ্ঞতা, লক্ষ্য ও সফলতার কারণে তাঁকে এই পদের জন্য আদর্শ মনে হয়েছে।’বিদায়ী টেস্ট খেলতে সাকিব আল হাসান আসছেন আগামীকাল। মিরপুরে ২১ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট। এখানেই সাকিব চেয়েছেন তাঁর ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে। সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট চট্টগ্রামে শুরু হবে ২৯ অক্টোবর।
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ শুরু হতে এক সপ্তাহও বাকি নেই। নতুন সিরিজ শুরুর আগমুহূর্তে বাংলাদেশের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন ফিল সিমন্স। নিয়োগ পাওয়ার ২৪ ঘণ্টা না পেরোতেই বাংলাদেশে পা রাখলেন সিমন্স।
দক্ষিণ আফ্রিকা সিরিজ সামনে রেখে আজ সকালে ঢাকায় এসে পৌঁছেছেন সিমন্স। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখার পর তাঁর মুখে দেখা গেছে চওড়া হাসি। ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই ক্রিকেটার একটি সানগ্লাসও পরেছেন। বাংলাদেশের নতুন কোচের সঙ্গে সঙ্গে ঢাকায় পা রেখেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলও। ভ্রমণপথের ক্লান্তি যে জেঁকে ধরেছে, সেটা বোঝা গেছে প্রোটিয়া ক্রিকেটারদের দেখেই। কয়েকজন ক্রিকেটারকে ঘুমোতে দেখা গেছে। টেম্বা বাভুমাকে দেখা গেল মোবাইল স্ক্রলিংয়ে কী যেন করছেন। লুঙ্গি এনগিদি তাঁর লাগেজ নিচে রেখে ল্যাপটপে কাজ করছেন।
২০২৩ সালে চণ্ডিকা হাথুরুসিংহে দ্বিতীয় মেয়াদে কোচ হয়ে এসেছিলেন। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি করেছিল বিসিবি। তবে গতকাল বিসিবি মেয়াদ ফুরোনোর আগেই তাঁকে বরখাস্ত করেছে। হাথুরুকে বরখাস্ত করার ব্যাখ্যা গতকাল বিকেলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে দেওয়া হয়েছে। হাথুরু বরখাস্ত হতে না হতেই সিমন্সকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয় বিসিবি। সিমন্সের সঙ্গে বিসিবির চুক্তিটা পাঁচ মাসের (২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত)। চ্যাম্পিয়নস ট্রফির আনুষ্ঠানিক সূচি আইসিসি এখনো না জানালেও ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’ এরই মধ্যে খসড়া সূচি প্রকাশ করেছে। খসড়া সূচি অনুযায়ী ফেব্রুয়ারি-মার্চে হওয়ার কথা আইসিসির ইভেন্টটি।
হাথুরুকে বরখাস্ত করার কয়েক ঘণ্টা পর বিসিবি আনুষ্ঠানিক এক বিজ্ঞপ্তিতে সিমন্সের নিয়োগ দেওয়ার কথা জানিয়েছে গত রাতে। বোর্ডের পাঠানো বিজ্ঞপ্তিতে বোর্ড সভাপতি বলেন, ‘ফিল সিমন্সের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল আমার। তাঁর ক্রিকেট দর্শন এবং ক্রিকেট নিয়ে ধ্যানধারণার কথা শুনেছি। তাঁর কোচিংয়ে দারুণ অভিজ্ঞতা, লক্ষ্য ও সফলতার কারণে তাঁকে এই পদের জন্য আদর্শ মনে হয়েছে।’বিদায়ী টেস্ট খেলতে সাকিব আল হাসান আসছেন আগামীকাল। মিরপুরে ২১ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট। এখানেই সাকিব চেয়েছেন তাঁর ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে। সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট চট্টগ্রামে শুরু হবে ২৯ অক্টোবর।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অভিষেকটা রিশাদ হোসেনের হয়েছিল দুর্দান্ত। কিন্তু ভারত-পাকিস্তান সংঘাতের কারণে টুর্নামেন্ট অসমাপ্ত রেখেই তাঁকে দেশে ফিরতে হয়। বাংলাদেশের তরুণ লেগস্পিনারের পুনরায় মাঠে নামতে তর সইছে না।
১৬ মিনিট আগেবাংলাদেশের জার্সিতে নাসির হোসেনের শুরুটা হয়েছিল স্বপ্নের মতো। মিডল অর্ডারে নেমে ক্যামিও ইনিংস খেলে ‘ফিনিশার’ তকমা পেয়ে গিয়েছিলেন। ব্যাটিংয়ের পাশাপাশি খণ্ডকালীন বোলিং, দুর্দান্ত ফিল্ডিং—সব মিলিয়ে পরিপূর্ণ এক প্যাকেজ ছিলেন তিনি।
১ ঘণ্টা আগেটানা আট দিনের স্কিল ও ফিটনেস অনুশীলন শেষে আজ সকালে দুবাই যাচ্ছে বাংলাদেশ দল। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ সকাল ১০টায় ক্রিকেটার ও কোচদের সবচেয়ে বড় বহরটা রওনা দেবে। বাকিরা যাবেন সন্ধ্যায়। অধিনায়ক লিটন দাস, সৌম্য সরকার ও সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন যাব
২ ঘণ্টা আগেপ্রতিযোগিতামূলক ফুটবলে এখন পর্যন্ত ৮০০-এর বেশি গোল করেছেন লিওনেল মেসি। সংখ্যাটা কত, সেটা গুনতে গুনতে সময় পেরিয়ে যাবে মেসির। তার চেয়েও বড় কঠিন কাজ সেরা গোল বেছে নেওয়া। এবার সেটাই করতে যাচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার।
২ ঘণ্টা আগে