Ajker Patrika

বিসিবির চাকরি ছাড়ার ব্যাখ্যা দিলেন তামিমের ভাই নাফিস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১০: ৫২
বিসিবির চাকরি ছাড়ার ব্যাখ্যা দিলেন তামিমের ভাই নাফিস

২৬ সেপ্টেম্বর বিশ্বকাপের দল দেওয়া হবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তা আগেই জানিয়ে দিয়েছিল। দলের ম্যানেজার হিসেবে নাফিস ইকবাল হয়তো ভেবেছিলেন, তিনি বিশ্বকাপে যাবেন। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের দল ঘোষণার কাগজে তিনি স্বাক্ষরও করেছেন। এরপর হঠাৎই সবকিছু অদল বদল হয়ে গেল। 

তৃতীয় ওয়ানডের দিন হঠাৎ করে বাসায় চলে যান নাফিস। পরে জানা যায়, ভারতে বাংলাদেশের বিশ্বকাপ দলের সঙ্গে তার যাওয়া হচ্ছে না। তাতে তাঁর চাকরি ছাড়ার গুঞ্জন উঠে যায় মুহূর্তেই। সাকিব আল হাসানও তাঁর (নাফিস) কাজকে ‘অপেশাদার’ বলে দাবি করেছেন। পরে গত রাতে সামাজিক মাধ্যমে সব ব্যাখ্যা দিয়েছেন নাফিস। ফেসবুকে দেওয়া বিশাল পোস্টে তিনি লিখেছেন, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে চলার সময় জাতীয় দল ছাড়ার ব্যাপারটি আমি পরিস্কার করে জানাতে চাই। ২৬ সেপ্টেম্বর সকালে জানতে পেরেছি যে বিশ্বকাপে আমার যাওয়া হচ্ছে না। একই ঘটনা গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়ও হয়েছে। আমিও মানুষ এবং অন্যদের মতো আমারও আবেগ রয়েছে।’ 

বাংলাদেশের বিশ্বকাপ দলের চেয়েও এবার সবচেয়ে আলোচিত ইস্যু তামিম ইকবালের বিশ্বকাপ না খেলা। তা নিয়ে গত কয়েক দিন পরিস্থিতি বেশ উত্তপ্ত। অন্যদিকে তামিমের ভাই নাফিসও বিশ্বকাপের আগে আগে ছেড়েছেন ম্যানেজারের দায়িত্ব। স্বাভাবিকভাবে অনেকেই দুইয়ে দুইয়ে চার মিলিয়েছেন এভাবে যে নাফিসের দায়িত্ব ছাড়ার ঘটনা তামিমের সঙ্গে জড়িত। গণমাধ্যম, সামাজিক মাধ্যমে বেশ সমালোচনা চলছে এ ব্যাপারে। তবে নাফিস তা (চাকরি ছাড়া) অস্বীকার করেছেন। 

এমনকি নাফিস এও দাবি করেছেন, বিসিবির চাকরি তিনি ছাড়েননি। বোর্ডের সব আচরণবিধি মেনেছেন বলে তাঁর দাবি। নাফিস বলেন, ‘আমি বিসিবি থেকে পদত্যাগ করিনি অথবা আমার কাজ কোনোভাবেই ছোট ভাই তামিম ইকবালের সঙ্গে ঘটা ঘটনার সঙ্গে জড়িত না। মাঠ ছাড়ার ছয় থেকে সাত ঘণ্টা পর বিশ্বকাপ দল ঘোষণা করা হয়েছে। বোর্ডের আচরণবিধি, প্রটোকল সব ঠিকঠাক মেনে চলেছি। মাঠে আসার আগে প্রথমে আমার মতামত প্রধান কোচের সঙ্গে শেয়ার করেছি, তারপর বিসিবির সবাইকে জানিয়েছি। কোনো কাজই অর্ধেক করে ফেলে রেখে আমি যাইনি। সিরিজের শেষ ম্যাচে টিম শিটে স্বাক্ষর দেওয়া, নিউজিল্যান্ড সিরিজের সব কাগজপত্র ঠিক রাখা, বিশ্বকাপের জন্য যে দৈনন্দিন ভাতার ব্যাপার ছিল, সবই আমি বুঝিয়ে দিয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত