ক্রীড়া ডেস্ক
এক ম্যাচ হাতে রেখে আয়ারল্যান্ড মেয়েদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। নিগার সুলতানা জ্যোতিরা আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডে জিতেছে ৫ উইকেটে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের মেয়েরা এগিয়ে গেল ২-০ ব্যবধানে।
সিরিজ বাঁচাতে হলে আজ মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে জিততেই হতো আইরিশদের। সেই লক্ষ্যে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ১৯৬ রানের লক্ষ্যও দেয় সফরকারী দল। মিডল অর্ডারে ব্যাটিংয়ে নামা অধিনায়ক-উইকেটরক্ষক অ্যামি হান্টারের ৮৮ বলে ৬৮ রানের সুবাদে ৬ উইকেটে ১৯৫ রান করে আয়ারল্যান্ড।
বাংলাদেশের পক্ষে ২ উইকেট নেন সুলতানা খাতুন। গ্যাবি লুইসকে (২) ফিরিয়ে তিনিই আয়ারল্যান্ড মেয়েদের ওপেনিং জুটি ভাঙেন। ৩৫ রানে ২ উইকেট হারানোর পর ওরলা প্রেনডারজাস্টের (৩৭) সঙ্গে ৯১ রানের জুটি গড়ে দলের চাপ সামাল দেন। আইরিশদের তৃতীয় সর্বোচ্চ ৩৩ রান আসে লরা ডিলানির ব্যাট থেকে।
লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১৫ রানে ভাঙে বাংলাদেশের ওপেনিং জুটি। ওরলার বলে ফিরে যান মুরশিদা খাতুন (৬)। এরপর দ্বিতীয় উইকেটে ৮৫ রানের জুটি গড়ে দলকে জয়ের স্বপ্ন দেখাতে থাকেন ওপেনার ফারজানা হক (৫০) ও শারমিন আক্তার (৪৩)। তবে ৭ রানের ব্যবধানে ফিরে যান দুজনই। ফারজানা পেয়েছেন টানা দ্বিতীয় ফিফটি।
দ্রুত ২ উইকেট হারালেও অধিনায়ক-উইকেটরক্ষক জ্যোতির ৩৯ বলে ৪০ রানের ইনিংসে ভর করে জয়ের আরও নিকটে চলে আসে বাংলাদেশ। জ্যোতি ফেরেন দলীয় ১৮২ রানে। তার আগে বিদায় নেন সোবহানা মোস্তারি (১৬)। জয়ের বাকি কাজটুকু সারেন দুই অপরাজিত ব্যাটার স্বর্ণা আক্তার (২৯) ও ফাহিমা খাতুন (৪)। বাংলাদেশ ৪৩.৫ ওভারে ৫ উইকেটে করে ১৯৭ রান। আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন ডিলানি।
এক ম্যাচ হাতে রেখে আয়ারল্যান্ড মেয়েদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। নিগার সুলতানা জ্যোতিরা আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডে জিতেছে ৫ উইকেটে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের মেয়েরা এগিয়ে গেল ২-০ ব্যবধানে।
সিরিজ বাঁচাতে হলে আজ মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে জিততেই হতো আইরিশদের। সেই লক্ষ্যে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ১৯৬ রানের লক্ষ্যও দেয় সফরকারী দল। মিডল অর্ডারে ব্যাটিংয়ে নামা অধিনায়ক-উইকেটরক্ষক অ্যামি হান্টারের ৮৮ বলে ৬৮ রানের সুবাদে ৬ উইকেটে ১৯৫ রান করে আয়ারল্যান্ড।
বাংলাদেশের পক্ষে ২ উইকেট নেন সুলতানা খাতুন। গ্যাবি লুইসকে (২) ফিরিয়ে তিনিই আয়ারল্যান্ড মেয়েদের ওপেনিং জুটি ভাঙেন। ৩৫ রানে ২ উইকেট হারানোর পর ওরলা প্রেনডারজাস্টের (৩৭) সঙ্গে ৯১ রানের জুটি গড়ে দলের চাপ সামাল দেন। আইরিশদের তৃতীয় সর্বোচ্চ ৩৩ রান আসে লরা ডিলানির ব্যাট থেকে।
লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১৫ রানে ভাঙে বাংলাদেশের ওপেনিং জুটি। ওরলার বলে ফিরে যান মুরশিদা খাতুন (৬)। এরপর দ্বিতীয় উইকেটে ৮৫ রানের জুটি গড়ে দলকে জয়ের স্বপ্ন দেখাতে থাকেন ওপেনার ফারজানা হক (৫০) ও শারমিন আক্তার (৪৩)। তবে ৭ রানের ব্যবধানে ফিরে যান দুজনই। ফারজানা পেয়েছেন টানা দ্বিতীয় ফিফটি।
দ্রুত ২ উইকেট হারালেও অধিনায়ক-উইকেটরক্ষক জ্যোতির ৩৯ বলে ৪০ রানের ইনিংসে ভর করে জয়ের আরও নিকটে চলে আসে বাংলাদেশ। জ্যোতি ফেরেন দলীয় ১৮২ রানে। তার আগে বিদায় নেন সোবহানা মোস্তারি (১৬)। জয়ের বাকি কাজটুকু সারেন দুই অপরাজিত ব্যাটার স্বর্ণা আক্তার (২৯) ও ফাহিমা খাতুন (৪)। বাংলাদেশ ৪৩.৫ ওভারে ৫ উইকেটে করে ১৯৭ রান। আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন ডিলানি।
ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এজিএমেই ঠিক হয়েছিল সেপ্টেম্বরে আরব আমিরাতে হবে ২০২৫ এশিয়া কাপ। আজ আনুষ্ঠানিকভাবেও এসিসি জানিয়ে দিয়েছে টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ, প্রকাশ করেছে সূচিও। ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর শেষ হবে এশিয়ার সবচেয়ে বড় এই ক্রিকেট প্রতিযোগিতা।
৫ ঘণ্টা আগেকয়েক দিন আগে ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভা (এজিএম) শেষে সভাপতি মহসিন নাকভি জানিয়েছিলেন, দ্রুতই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। আজই এল সে ঘোষণা। ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
৬ ঘণ্টা আগেত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। হারারেতে আজ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ১ উইকেটে হারিয়েছে তারা। অলরাউন্ড নৈপুণ্যে জয়ের নায়ক সামিউন বশির। বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে হার না মানা ৪৫ রানের ইনিংস খেলেন তিনি।
৭ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে বল হাতে আলো ছড়ানোর পর ব্যাটিংয়ে সুবাস ছড়িয়েছেন বেন স্টোকস। নাম লেখালেন বিরল এক ক্লাবেও। স্যার গ্যারি সোবার্স ও জ্যাক ক্যালিসের পর টেস্টে ৭ হাজার রান ও ২০০ উইকেট নেওয়া তৃতীয় ক্রিকেটার তিনি। স্টোকস সেই ক্লাবে নাম লিখিয়েছেন সেঞ্চুরি করেই।
৭ ঘণ্টা আগে