Ajker Patrika

গরমে মাঠেই লুটিয়ে পড়লেন আবাহনীর ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ২০: ২৫
গরমে মাঠেই লুটিয়ে পড়লেন আবাহনীর ক্রিকেটার

শেখ জামাল ধানমন্ডি ক্লাব তখন ব্যাটিংয়ে। ইনিংসের ৪০তম ওভার করার জন্য বোলিং মার্কে প্রস্তুতি শুরু করেছেন পেসার তানজিম হাসান সাকিব। তখনই ঘটল বিপত্তি।

শর্ট ফাইন লেগের ফিল্ডার আচমকা লুটিয়ে পড়লেন মাঠে। সঙ্গে সঙ্গে তাঁকে নেওয়া হলো বাউন্ডারির লাইনের বাইরে। খোঁজ নিয়ে জানা গেল, ফিল্ডারের নাম তানভীর ইসলাম। 

মিরপুর শেরেবাংলায় আজ হঠাৎ কী এমন হলো যে এভাবে অসুস্থ হয়ে পড়লেন তানভীর? তাঁর দল আবাহনী লিমিটেডের ম্যানেজার মাসুদ ইকবাল মামুন জানালেন, তীব্র গরম সহ্য করতে না পেরে মাটিতে লুটিয়ে পড়েন এই বাঁহাতি স্পিনার। 

প্রাথমিক চিকিৎসার পর আবাহনীর ফিজিও বললেন, পানিশূন্যতার কারণে পেশিতে টান ধরেছে তানভীরের। সঙ্গে অ্যাসিডিটির ব্যথা বাড়ায় উঠে দাঁড়াতে পারছেন না তিনি। এ জন্য সঙ্গে সঙ্গে তাঁকে মাঠের বাইরে নেওয়া হয়েছে। এই ম্যাচে আর মাঠে নামতে দেখা যায়নি তরুণ স্পিনারকে। তানভীর যখন মাঠ থেকে বেরিয়ে যান, তখন তাপমাত্রা ৩৬ ডিগ্রি ছুঁয়েছে। 

তবে তানভীরের মাঠে না নামায় খুব বেশি সমস্যায় ফেলেনি আবাহনীকে। নিজের কোটার ১০ ওভার আগেই শেষ করেন তিনি। মাত্র ২৩ রান দিয়ে ফিরিয়েছেন মুশফিক রহিমকে। মেডেন নিয়েছেন ৩টি। 

তানভীরের নিয়ন্ত্রিত বোলিং অবশ্য বৃথা গেছে। শেখ জামালের কাছে আবাহনী হেরেছে ৪ উইকেটে। এ জয়ে এক ম্যাচ বাকি থাকতেই শিরোপা জিতে নিয়েছেন ইমরুল কায়েস-নুরুল হাসান সোহানরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত