Ajker Patrika

সকালে ভারত যাচ্ছে বাংলাদেশের যুবারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১০: ২৫
Thumbnail image

তিন দলের ওয়ানডে সিরিজ খেলতে ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সব ঠিক থাকলে আগামীকাল সকালে দেশ ছাড়বে যুব ক্রিকেটের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

সফরে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’ ও ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দল। এসএম মেহেরব-আইচ মোল্লাদের প্রথম ম্যাচ ২৯ নভেম্বর। রাউন্ড রবিন সূচি অনুযায়ী প্রত্যেক দল দুবার করে একে-অন্যের মুখোমুখি হবে। শীর্ষ দুই দল ৭ ডিসেম্বর খেলবে ফাইনাল। সব ম্যাচ হবে কলকাতার ইডেন গার্ডেনে।

আজ রাতে ভারত সফরের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৬ সদস্যের দলের সঙ্গে স্ট্যান্ডবাই আছেন পাঁচজন। কিন্তু দলকে নেতৃত্ব কে দেবেন, সেটি এখনো নিশ্চিত করেনি বোর্ড।

গত মাসে শ্রীলঙ্কা সফরে শেষবার মাঠে নেমেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। লঙ্কানদের বিপক্ষে পাঁচ ম্যাচের সেই ওয়ানডে সিরিজে ধবলধোলাই হয়ে ফিরেছিল যুবারা। সফরে দলকে নেতৃত্ব দিয়েছিলেন এসএম মেহেরব।

কাল ভারতে পৌঁছে যুবারা তিন দিন কোয়ারেন্টিন করবে। এরপর করোনা পরীক্ষার ফল নেগেটিভ এলে তিন দিন অনুশীলন করার সুযোগ পাবে তারা। 

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: 

তানজিম হাসান সাকিব, প্রান্তিক নওরোজ নাবিল, মাহফিজুল ইসলাম, ইফতেখার হোসেন, এসএম মেহেরব, আইচ মোল্লা, আবদুল্লাহ আল মামুন, তাহবিজুল ইসলাম, আরিফুল ইসলাম, মুশফিক হাসান, রিপন মণ্ডল, আশিকুর জামান, রকিবুল হাসান, নাঈমুর রহমান নয়ন, জিশান আলম, মোহাম্মদ ফাহিম।

স্ট্যান্ডবাই: আহসান হাবিব লিয়ন, সাকিব শাহরিয়ার, মহিউদ্দিন তারেক, গোলাম কিবরিয়া, তৌহিদুল ইসলাম ফেরদৌস। 

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সূচি:

তারিখ  প্রতিপক্ষ
২৯ নভেম্বর  ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’
১ ডিসেম্বরভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’
২ ডিসেম্বরভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’
৪ ডিসেম্বর ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’
৭ ডিসেম্বরফাইনাল (শীর্ষ দুইয়ে থাকলে)

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত