Ajker Patrika

বাংলাদেশ সিরিজে ভারতের চমক গতির ঝড় তোলা মায়াঙ্ক

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। নেতৃত্বে আছেন সূর্যকুমার যাদব। দলে বড় চমক মায়াঙ্ক যাদব। যিনি গত আইপিএলে ঘণ্টায় ১৫৬ কি.মি গতিতে বল করে আলোচনায় এসেছিলেন। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে থাকা কেউ নেই ভারতের এই টি-টোয়েন্টি দলে। 

মায়াঙ্ক প্রথমবারের মতো ভারতীয় দলে সুযোগ পেয়েছেন। গত আইপিএলে ঝড় তোলা এই ফাস্ট বোলার পরে কক্ষচ্যুত হন হ্যামস্ট্রিং চোটে পড়ে। কলকাতা নাইট রাইডার্সের রহস্যময় স্পিনার বরুণ চক্রবর্তী জাতীয় দলে ফিরেছেন তিন বছর পর। ৬ অক্টোবর গোয়ালিয়রে শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ। পরের দুই ম্যাচ দিল্লি ও হায়দরাবাদে।

ভারতীয় টি-টোয়েন্টি দল
সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সাঞ্জু সামসন, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, নিতিশ কুমার, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণুই, বরুণ চক্রবর্তী, জিতেশ শর্মা, আর্শদিপ সিং, হারসিত রানা ও মায়াঙ্ক যাদব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত