ক্রীড়া ডেস্ক
এবারের আইপিএলে দুর্দান্ত ছন্দে আছেন সুনীল নারাইন। ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার এবারই প্রথম নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারে পেয়েছেন সেঞ্চুরির দেখা। ইতিমধ্যে ১৭৬.৫৪ স্ট্রাইকরেটে ২৮৬ রান করেছেন তিনি। বল হাতে নিয়েছেন ৯ উইকেট। তাঁর দল কলকাতা নাইট রাইডার্সও ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আছে এবারের আইপিএলের তালিকার দুইয়ে।
নারাইনের এমন দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্স দেখে ক্যারিবীয় সমর্থকেরা আশায় বুক বেঁধেছিলেন। ৩৫ বছর বয়সী তারকাকে আগামী জুনে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে নিজেদের দেশে আয়োজন করতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে আবারও উইন্ডিজ জার্সিতে দেখতে চেয়েছিলেন তাঁরা।
তবে নারাইন তাঁদের হতাশই করলেন। জানিয়ে দিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন না। কলকাতা ওপেনারকে ক্যারিবীয়দের হয়ে শেষবার খেলতে দেখা গেছে ২০১৯ সালের আগস্টে। ২০২৩ সালের নভেম্বরে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন।
তবে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে গুঞ্জন ওঠে, জাতীয় দলে ফিরতে পারেন নারাইন। সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তিনি। এ নিয়ে তাঁর ভাষ্য জানিয়ে দিয়েছে কলকাতা। নারাইনের যে কথা ফ্র্যাঞ্চাইজিটি এক বিবৃতি আকারে দিয়েছে সেটি এমন—‘আমি সত্যিই খুশি ও বিনীত যে, আমার সাম্প্রতিক পারফরম্যান্স দেখে অনেক লোক প্রকাশ্যে আমাকে অবসর থেকে ফিরতে এবং আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখতে ইচ্ছে প্রকাশ করেছেন। আমি এই (অবসর) সিদ্ধান্তের সঙ্গে শান্তি স্থাপন করেছি এবং কখনো হতাশ হতে চাই না। দরজা এখন বন্ধ এবং জুনে ওয়েস্ট ইন্ডিজের জন্য যারা মাঠে নামবে, আমি তাদের সমর্থন করব। গত কয়েক মাস ধরে তারা খুব কঠোর অনুশীলন করছে এবং সমর্থকদের চমৎকারিত্ব দেখানোটা তাদেরই প্রাপ্য। আরেকটি শিরোপা জেতার সামর্থ্য তাদের রয়েছে—তাদের জন্য শুভকামনা।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ দুটি (২০১২ ও ২০১৬) শিরোপা জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। সমান শিরোপা আছে শুধু ইংল্যান্ডের। ক্যারিবীয়দের ২০১২ বিশ্বকাপ জেতাতে ফাইনালে দারুণ ভূমিকা রেখেছিলেন নারাইন।
এবারের আইপিএলে দুর্দান্ত ছন্দে আছেন সুনীল নারাইন। ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার এবারই প্রথম নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারে পেয়েছেন সেঞ্চুরির দেখা। ইতিমধ্যে ১৭৬.৫৪ স্ট্রাইকরেটে ২৮৬ রান করেছেন তিনি। বল হাতে নিয়েছেন ৯ উইকেট। তাঁর দল কলকাতা নাইট রাইডার্সও ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আছে এবারের আইপিএলের তালিকার দুইয়ে।
নারাইনের এমন দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্স দেখে ক্যারিবীয় সমর্থকেরা আশায় বুক বেঁধেছিলেন। ৩৫ বছর বয়সী তারকাকে আগামী জুনে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে নিজেদের দেশে আয়োজন করতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে আবারও উইন্ডিজ জার্সিতে দেখতে চেয়েছিলেন তাঁরা।
তবে নারাইন তাঁদের হতাশই করলেন। জানিয়ে দিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন না। কলকাতা ওপেনারকে ক্যারিবীয়দের হয়ে শেষবার খেলতে দেখা গেছে ২০১৯ সালের আগস্টে। ২০২৩ সালের নভেম্বরে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন।
তবে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে গুঞ্জন ওঠে, জাতীয় দলে ফিরতে পারেন নারাইন। সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তিনি। এ নিয়ে তাঁর ভাষ্য জানিয়ে দিয়েছে কলকাতা। নারাইনের যে কথা ফ্র্যাঞ্চাইজিটি এক বিবৃতি আকারে দিয়েছে সেটি এমন—‘আমি সত্যিই খুশি ও বিনীত যে, আমার সাম্প্রতিক পারফরম্যান্স দেখে অনেক লোক প্রকাশ্যে আমাকে অবসর থেকে ফিরতে এবং আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখতে ইচ্ছে প্রকাশ করেছেন। আমি এই (অবসর) সিদ্ধান্তের সঙ্গে শান্তি স্থাপন করেছি এবং কখনো হতাশ হতে চাই না। দরজা এখন বন্ধ এবং জুনে ওয়েস্ট ইন্ডিজের জন্য যারা মাঠে নামবে, আমি তাদের সমর্থন করব। গত কয়েক মাস ধরে তারা খুব কঠোর অনুশীলন করছে এবং সমর্থকদের চমৎকারিত্ব দেখানোটা তাদেরই প্রাপ্য। আরেকটি শিরোপা জেতার সামর্থ্য তাদের রয়েছে—তাদের জন্য শুভকামনা।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ দুটি (২০১২ ও ২০১৬) শিরোপা জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। সমান শিরোপা আছে শুধু ইংল্যান্ডের। ক্যারিবীয়দের ২০১২ বিশ্বকাপ জেতাতে ফাইনালে দারুণ ভূমিকা রেখেছিলেন নারাইন।
বিপিএলের প্লে-অফের একটি জায়গা নিয়ে লড়াই চলছিল দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্সের সঙ্গে। তবে বাঁচা-মরার লড়াইয়ে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে উড়িয়ে প্লে-অফের শেষ টিকিটটা নিশ্চিত করল খুলনাই। মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড পারফরম্যান
৩১ মিনিট আগেদ্বিতীয় দিনের খেলা শেষেই পরাজয় চোখ রাঙাচ্ছিল শ্রীলঙ্কাকে। বৃষ্টি-আশীর্বাদে তৃতীয় দিন ম্যাচের মীমাংসা না হলেও আজ ইনিংস এবং ২৪২ রানে হেরেছে শ্রীলঙ্কা। দেশটির টেস্ট ইতিহাসে ইনিংস ব্যবধানে এটাই সবচেয়ে বড় হার। আর শ্রীলঙ্কার বিপক্ষে এটাই সবচেয়ে বড় জয় অস্ট্রেলিয়ার।
৩৪ মিনিট আগেরাজপুত্র ফিরে এসেছেন। সাও পাওলোর সান্তোস শহরে মানুষের ব্যতিব্যস্ততা বেড়ে গেছে। ভারী বর্ষণ উপেক্ষা করে শহরের মানুষ জড়ো হতে থাকে সান্তোসের মাঠ ভিলা বেলমিরোয়। রাজপত্রকে বরণ করে নিতে হবে যে! সেই রাজপুত্র নেইমার।
২ ঘণ্টা আগেচলমান বিপিএলে ফিক্সিং ইস্যুতে ক্রিকেটার এনামুল হক বিজয়কে নিয়ে দেশত্যাগে নিষেধাজ্ঞার গুঞ্জনে সরগরম দেশের ক্রিকেটাঙ্গন। গণমাধ্যমে এ নিয়ে ছড়ানো নানা খবরের প্রেক্ষিতে আজকের পত্রিকাকে দেওয়া প্রতিক্রিয়ায় বিজয় বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন এবং নিজের অবস্থান পরিষ্কার করেছেন।
২ ঘণ্টা আগে