শুধু মাঠেই নয়, উপমহাদেশের ক্রিকেটারদের লড়াইটা চলে সামাজিক মাধ্যমেও। তারকা হলে তো কথাই নেই। অফ ফর্মে থাকলে সামাজিক মাধ্যমে চলে ব্যঙ্গ-বিদ্রূপ। বাবর আজমকে আপাতত ফেসবুক, এক্স থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন রমিজ রাজা।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ—পরপর দুটি আইসিসি ইভেন্টে বাবরের নেতৃত্বে পাকিস্তান ব্যর্থ হয়েছে, যেখানে টি-টোয়েন্টি বিশ্বকাপে এশিয়ার দলটি বিদায় নেয় গ্রুপ পর্ব থেকেই। টেস্টে সবশেষ সেঞ্চুরি পেয়েছেন ২০২২-এর ডিসেম্বরে। ক্রিকেটের রাজকীয় সংস্করণে এটাই তাঁর সবশেষ ফিফটি পেরোনো স্কোর। অফ ফর্মে থাকা বাবরকে নেটিজেনরা ‘জিম্বাবর’ বলে ব্যঙ্গ করেন প্রায়ই। পাকিস্তানি তারকা ক্রিকেটারকে রমিজ নিজের ইউটিউব চ্যানেলে বলেন, ‘প্রথমত, সামাজিক মাধ্যমে যাওয়াই যাবে না। দ্বিতীয়ত, বর্তমান অবস্থা নিয়ে মনোযোগী হতে হবে। রান না পেলে তখন সেটা মানসিক খেলায় রূপান্তরিত হয় এবং অন্য ভাবনা চলে আসে মাথায়। বাবরের চেহারায় দুশ্চিন্তাও দেখা যাচ্ছে।’
রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে শূন্য রানে আউট হয়েছেন বাবর। দ্বিতীয় ইনিংসে গোল্ডেন ডাকের হাত থেকে বেঁচে গেলেও ইনিংস বড় করতে পারেননি। ২২ রান করে বাবর বোল্ড হয়েছেন নাহিদ রানার বলে কাভার ড্রাইভ করতে গিয়ে। রানের জন্য ধুঁকতে থাকা বাবরকে নিয়ে রমিজ বলেন, ‘রান করা এক কথা, কিন্তু যেভাবে ব্যাটিং করছে, তাতে কি সে খুশি? শেষ ইনিংসে সে ইনসাইড এজ হয়ে বোল্ড হয়েছে। সেটার মানে তার ব্যাটিং অ্যাঙ্গেল ঠিক নেই। সে খেলার ধরনটাই ভুলে গেছে। কারণ সে উইকেটে বেশি সময় কাটাতে পারছে না।’
২০২২-এর জানুয়ারি থেকে এখন পর্যন্ত ঘরের মাঠে পাকিস্তান খেলেছে ৯ টেস্ট। ক্রিকেটের রাজকীয় সংস্করণে গত আড়াই বছরে একটা ম্যাচও জিততে পারেনি নিজেদের মাঠে। হেরেছে পাঁচ ম্যাচ এবং ড্র চার ম্যাচ। দলের হতশ্রী অবস্থায় বাবরকে ‘বলির পাঁঠা’ বানানোর ব্যাপারটি পছন্দ নয় রমিজের, ‘মনে হয় বাবর ছাড়া আর কোনো সমস্যাই নেই। দুর্ভাগ্যজনকভাবে ব্যাপারটা এমন যে দল হারল, সেও রান পায়নি আর মানুষটি বাবর আজম—তাহলেই শিরোনাম হয়ে যায়, কীভাবে আমরা হারলাম? সে কী করল? কী তাঁর অবদান? পাশাপাশি সামাজিক মাধ্যম তো আছেই। যে কেউ এখানে হাসি-তামাশা করতে পারেন। এগুলো যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে।’
শুধু মাঠেই নয়, উপমহাদেশের ক্রিকেটারদের লড়াইটা চলে সামাজিক মাধ্যমেও। তারকা হলে তো কথাই নেই। অফ ফর্মে থাকলে সামাজিক মাধ্যমে চলে ব্যঙ্গ-বিদ্রূপ। বাবর আজমকে আপাতত ফেসবুক, এক্স থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন রমিজ রাজা।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ—পরপর দুটি আইসিসি ইভেন্টে বাবরের নেতৃত্বে পাকিস্তান ব্যর্থ হয়েছে, যেখানে টি-টোয়েন্টি বিশ্বকাপে এশিয়ার দলটি বিদায় নেয় গ্রুপ পর্ব থেকেই। টেস্টে সবশেষ সেঞ্চুরি পেয়েছেন ২০২২-এর ডিসেম্বরে। ক্রিকেটের রাজকীয় সংস্করণে এটাই তাঁর সবশেষ ফিফটি পেরোনো স্কোর। অফ ফর্মে থাকা বাবরকে নেটিজেনরা ‘জিম্বাবর’ বলে ব্যঙ্গ করেন প্রায়ই। পাকিস্তানি তারকা ক্রিকেটারকে রমিজ নিজের ইউটিউব চ্যানেলে বলেন, ‘প্রথমত, সামাজিক মাধ্যমে যাওয়াই যাবে না। দ্বিতীয়ত, বর্তমান অবস্থা নিয়ে মনোযোগী হতে হবে। রান না পেলে তখন সেটা মানসিক খেলায় রূপান্তরিত হয় এবং অন্য ভাবনা চলে আসে মাথায়। বাবরের চেহারায় দুশ্চিন্তাও দেখা যাচ্ছে।’
রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে শূন্য রানে আউট হয়েছেন বাবর। দ্বিতীয় ইনিংসে গোল্ডেন ডাকের হাত থেকে বেঁচে গেলেও ইনিংস বড় করতে পারেননি। ২২ রান করে বাবর বোল্ড হয়েছেন নাহিদ রানার বলে কাভার ড্রাইভ করতে গিয়ে। রানের জন্য ধুঁকতে থাকা বাবরকে নিয়ে রমিজ বলেন, ‘রান করা এক কথা, কিন্তু যেভাবে ব্যাটিং করছে, তাতে কি সে খুশি? শেষ ইনিংসে সে ইনসাইড এজ হয়ে বোল্ড হয়েছে। সেটার মানে তার ব্যাটিং অ্যাঙ্গেল ঠিক নেই। সে খেলার ধরনটাই ভুলে গেছে। কারণ সে উইকেটে বেশি সময় কাটাতে পারছে না।’
২০২২-এর জানুয়ারি থেকে এখন পর্যন্ত ঘরের মাঠে পাকিস্তান খেলেছে ৯ টেস্ট। ক্রিকেটের রাজকীয় সংস্করণে গত আড়াই বছরে একটা ম্যাচও জিততে পারেনি নিজেদের মাঠে। হেরেছে পাঁচ ম্যাচ এবং ড্র চার ম্যাচ। দলের হতশ্রী অবস্থায় বাবরকে ‘বলির পাঁঠা’ বানানোর ব্যাপারটি পছন্দ নয় রমিজের, ‘মনে হয় বাবর ছাড়া আর কোনো সমস্যাই নেই। দুর্ভাগ্যজনকভাবে ব্যাপারটা এমন যে দল হারল, সেও রান পায়নি আর মানুষটি বাবর আজম—তাহলেই শিরোনাম হয়ে যায়, কীভাবে আমরা হারলাম? সে কী করল? কী তাঁর অবদান? পাশাপাশি সামাজিক মাধ্যম তো আছেই। যে কেউ এখানে হাসি-তামাশা করতে পারেন। এগুলো যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে।’
ঘরের মাঠে গত সপ্তাহে বার্সেলোনা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগ ৩-৩ গোলে ড্র করেছে ইন্টার মিলানের বিপক্ষে। আজ রাতে দ্বিতীয় লেগে যে জিতবে, সেই কাটবে ফাইনালের টিকিট। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ইন্টার-বার্সা ম্যাচ। আইপিএলের ম্যাচও রয়েছে আজ রাতে। এক নজরে দেখে নিন টিভিতে আজ কী কী খেলা রয়েছে।
২০ মিনিট আগেসিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের পরই নাহিদ রানা উড়াল দিয়েছেন পাকিস্তানে। সেই টেস্ট শেষ হওয়ার প্রায় দুই সপ্তাহ হয়ে গেল। তবে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এখনো তাঁর অভিষেক হয়নি। রানাকে দেখতে বাংলাদেশের ভক্ত-সমর্থকেরা অধীর আগ্রহে অপেক্ষায় থাকলেও সেটা যে ফুরোচ্ছেই না।
১ ঘণ্টা আগেটেস্ট আর টি-টোয়েন্টি সংস্করণ এখনো বাংলাদেশ দলের কাছে বিরাট এক ‘গোলকধাঁধা’। যে ওয়ানডে সংস্করণে লাল-সবুজের দল ২০১৫ বিশ্বকাপ থেকে নিজেদের অন্যভাবে চিনিয়েছিল, সেটিতেও বিরাট অধঃপতন ঘটেছে শান্তদের। কাল আইসিসির বার্ষিক হালনাগাদ র্যাঙ্কিংয়ের বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি সংস্করণে আগের মতো ৯ নম্বরে থাকলেও
১ ঘণ্টা আগেব্রাজিলের প্রধান কোচের পদ শূন্য হওয়ার পরই বারবার চলে আসছে কার্লো আনচেলত্তির নাম। একবার ব্রাজিলের কোচ হচ্ছেন না তো মুহূর্তে শোনা যায় উল্টো সংবাদ। এবার এই নাটকে এল নতুন এক মোড়।
২ ঘণ্টা আগে