Ajker Patrika

নিজের সম্পর্কে আলোচনা ভালো লাগেনি তামিমের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ১৩: ১২
নিজের সম্পর্কে আলোচনা ভালো লাগেনি তামিমের

তামিম ইকবালকে রেখেই টি-টোয়েন্টি বিশ্বকাপের দল করছিলেন বিসিবির নির্বাচকেরা। কিন্তু গতকাল বুধবার বেলা ১টার দিকে তামিম ফেসবুকে তাঁর পেজে এক ভিডিওবার্তায় বললেন, ‘আমি টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকব না।’ বাঁহাতি ওপেনারের এই ঘোষণা ভক্ত–সমর্থকদের কাছে ছিল ‘বিনা মেঘে বজ্রপাত’!

তবে তামিমের সিদ্ধান্তকে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন সম্মান জানাচ্ছেন। সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘এটা তাঁর (তামিম) ব্যক্তিগত সিদ্ধান্ত। ও আমাদের প্রথম পছন্দ ছিল। এই বিশ্বকাপের দলেও ছিল। কিন্তু নিজের ঘোষণার পর এই স্কোয়াডে সে থাকবে না।’

প্রায় দেড় বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টির বাইরে থাকা তামিমকে দলে রেখেই এগোচ্ছিলেন নির্বাচকেরা। নির্বাচকেরা আসলে অভিজ্ঞ ওপেনারের দুটি বিষয়ের দিকে তাকিয়ে ছিলেন। প্রথমত, বিশ্বকাপ দলে থাকার সিদ্ধান্তটা তামিমকেই দিতে হবে। দ্বিতীয়টি, তাঁর হাঁটুর চোট নিয়ে ফিজিওর রিপোর্ট। দুটিই ইতিবাচক হওয়ায় তামিমকে রেখেই বিশ্বকাপের দল সাজাচ্ছিলেন নির্বাচকেরা।

সবই যখন ইতিবাচক, গতকাল আকস্মিক ইউ-টার্ন নিয়ে তামিম জানিয়ে দেন তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকছেন না! ভিডিওবার্তায় তিনি বলেন, ‘যে বিষয়টা আমাকে সিদ্ধান্ত নিতে সহায়তা করেছে সেটি হলো, আমি গত ১৫-১৬টা (আন্তর্জাতিক) টি-টোয়েন্টি খেলিনি। আমার জায়গায় যারা খেলেছিল, হঠাৎ করে এসে তাঁদের জায়গা নেওয়াটা ন্যায্য হবে না। হয়তো আমি বিশ্বকাপের দলে থাকতাম। কিন্তু আমার মনে কাছে মনে হয় না এটা ঠিক হতো।’

বিসিবি সূত্রে জানা গেল, হঠাৎ বিশ্বকাপ দলে না থাকার সিদ্ধান্ত তামিম নিয়েছেন আসলে গত কিছুদিনে তাঁকে ঘিরে আলোচনার কারণে। তাঁকে নিয়ে সমালোচনার বড় অংশ জুড়ে ছিল—যিনি মার্চে নিউজিল্যান্ড সিরিজের টি-টোয়েন্টি দল থেকে নিজেকে সরিয়ে নেন, জিম্বাবুয়েতে ওয়ানডে খেললেও খেলতে পারেননি টি-টোয়েন্টি, ঘরের মাঠে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজেও যিনি নেই; তিনি কেন হুট করে এসে অন্যের জায়গা নেবেন? আলোচনাটা নাকি তামিমের কিছুতেই ভালো লাগেনি। এমনিতেই ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণটা তিনি অনেক দিন হলো খুব একটা উপভোগ করছেন না। মার্চ-এপ্রিলে নিউজিল্যান্ড সফরের আগেই নির্বাচকদের বলেছেন, এই সংস্করণটা ছেড়ে দিতে চান। নির্বাচকেরা অবশ্য তাঁকে পরামর্শ দিয়েছিলেন, একেবারে ছেড়ে না দিয়ে বেছে বেছে খেলতে।

তামিম সেভাবেই এগোচ্ছিলেন। চেয়েছিলেন লম্বা বিরতির পর টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে ফিরতে। গত দেড় বছরে তামিমের জায়গায় খেলা বাকি ওপেনারদের কাছ থেকেও প্রত্যাশিত ফল না পাওয়ায় পরীক্ষিত তামিমকে রেখেই দল দিতে চেয়েছিলেন নির্বাচকেরাও। কিন্তু বাঁহাতি ওপেনারের ঘোষণায় সেটি আপাতত সম্ভব হচ্ছে না।

বিসিবি সভাপতি পাপনও আকারে-ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন দল যেহেতু টানা জিতে চলেছে, সমন্বয়টা ভাঙতে চাইছেন না তাঁরাও। বলটা তামিমের দিকে ঠেলে দিয়ে তিনি বলেছেন, ‘এখনকার দলটা ভালো খেলছে। যখন দল ভালো খেলে, দলে খুব একটা পরিবর্তন অনেকেই চায় না। এটাও একটা কারণ (তামিমের সিদ্ধান্তের পেছনে)।’

বিশ্বকাপের দল থেকে সরে দাঁড়ালেও তামিম জানিয়েছেন এখনই তিনি টি-টোয়েন্টি থেকে অবসর নিচ্ছেন না। বিসিবি সভাপতিও চান তামিম আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলুক। পাপন বললেন, ‘সামনের বছর আরেকটা বিশ্বকাপ আছে, সে আবার টি-টোয়েন্টি দলে ঢুকবে, আশা করি বিশ্বকাপ খেলবে। সিদ্ধান্তটা মোটেও সহজ নয়, এমন সাহসী সিদ্ধান্ত নেওয়া বিরাট ব্যাপার। কারণ, সবাই বিশ্বকাপ খেলতে চায়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত