ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের ব্যাপারে বাংলাদেশের খুব কম ভক্ত-সমর্থকই আশাবাদী ছিল। চার মাস আগেই তো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড। তবে গতকাল মিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন সাকিব আল হাসানরা। এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ। একই সঙ্গে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দ্বিপাক্ষিক সিরিজও জেতে বাংলাদেশ। আগামীকাল মিরপুরে তৃতীয় টি-টোয়েন্টিতে নতুন এক ইতিহাস গড়ার সুযোগ হাতছানি দিচ্ছে বাংলাদেশকে।
টি-টোয়েন্টিতে র্যাঙ্কিংয়ে ওপরের দিকে থাকা তৃতীয় দলের বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ। এর আগে ২০২১ সালে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ। মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বে অস্ট্রেলিয়াকে ৪-১ ও নিউজিল্যান্ডকে ৩-২ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দুটি জিতলেও তাদের ধবলধোলাইয়ের সুযোগ ছিল না বাংলাদেশের। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম তিন ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করলেও চতুর্থ ম্যাচে হেরেছিলেন রিয়াদরা। আর কিউইদের বিপক্ষে চতুর্থ ম্যাচে সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ।
ইংল্যান্ডের বিপক্ষে এবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে নিয়েছে বাংলাদেশ। জস বাটলার, ডেভিড মালান, স্যাম কারান, জফরা আর্চারদের নিয়ে গড়া ইংলিশদের এবার হোয়াইটওয়াশ করার সুযোগ রয়েছে বাংলাদেশের। মিরপুরে গতকাল দ্বিতীয় টি-টোয়েন্টি শেষে সংবাদ সম্মেলনে প্রতিপক্ষকে ধবলধোলাই করার সম্ভাবনার কথা জিজ্ঞেস করা হয়েছিল মেহেদী হাসান মিরাজকে। ইংলিশদের ৩-০তে হারানোর ভালো সুযোগ দেখছেন মিরাজ। বাংলাদেশের এই অলরাউন্ডার বলেন, ‘আমরা চেষ্টা করব। ভালো সুযোগ আমাদের জন্য। আমরা যদি মাঠে ভালো খেলতে পারি, তাহলে পরের ম্যাচে ভালো করতে পারব।’
সাড়ে চার মাস পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে ফিরেই বাজিমাত করেছেন মিরাজ। ১২ রানে ৪ উইকেট ও ১৬ বলে ২০ রানের অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচ-সেরা হয়েছেন তিনি। অন্যদিকে ইংল্যান্ড সিরিজে নিজেকে নতুন করে চেনাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। সামাজিক মাধ্যমে ‘লর্ড’ উপাধি পাওয়া শান্ত ওয়ানডে সিরিজের ফর্ম টেনে নিয়ে এসেছেন টি-টোয়েন্টি সিরিজেও। ওয়ানডে সিরিজে দুটি ফিফটি করা শান্ত প্রথম টি-টোয়েন্টিতেও করেন ফিফটি। ৩০ বলে ৫১ রানের ঝোড়ো ইনিংস খেলে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতেছিলেন এই বাঁহাতি ব্যাটার।
ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের ব্যাপারে বাংলাদেশের খুব কম ভক্ত-সমর্থকই আশাবাদী ছিল। চার মাস আগেই তো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড। তবে গতকাল মিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন সাকিব আল হাসানরা। এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ। একই সঙ্গে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দ্বিপাক্ষিক সিরিজও জেতে বাংলাদেশ। আগামীকাল মিরপুরে তৃতীয় টি-টোয়েন্টিতে নতুন এক ইতিহাস গড়ার সুযোগ হাতছানি দিচ্ছে বাংলাদেশকে।
টি-টোয়েন্টিতে র্যাঙ্কিংয়ে ওপরের দিকে থাকা তৃতীয় দলের বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ। এর আগে ২০২১ সালে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ। মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বে অস্ট্রেলিয়াকে ৪-১ ও নিউজিল্যান্ডকে ৩-২ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দুটি জিতলেও তাদের ধবলধোলাইয়ের সুযোগ ছিল না বাংলাদেশের। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম তিন ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করলেও চতুর্থ ম্যাচে হেরেছিলেন রিয়াদরা। আর কিউইদের বিপক্ষে চতুর্থ ম্যাচে সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ।
ইংল্যান্ডের বিপক্ষে এবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে নিয়েছে বাংলাদেশ। জস বাটলার, ডেভিড মালান, স্যাম কারান, জফরা আর্চারদের নিয়ে গড়া ইংলিশদের এবার হোয়াইটওয়াশ করার সুযোগ রয়েছে বাংলাদেশের। মিরপুরে গতকাল দ্বিতীয় টি-টোয়েন্টি শেষে সংবাদ সম্মেলনে প্রতিপক্ষকে ধবলধোলাই করার সম্ভাবনার কথা জিজ্ঞেস করা হয়েছিল মেহেদী হাসান মিরাজকে। ইংলিশদের ৩-০তে হারানোর ভালো সুযোগ দেখছেন মিরাজ। বাংলাদেশের এই অলরাউন্ডার বলেন, ‘আমরা চেষ্টা করব। ভালো সুযোগ আমাদের জন্য। আমরা যদি মাঠে ভালো খেলতে পারি, তাহলে পরের ম্যাচে ভালো করতে পারব।’
সাড়ে চার মাস পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে ফিরেই বাজিমাত করেছেন মিরাজ। ১২ রানে ৪ উইকেট ও ১৬ বলে ২০ রানের অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচ-সেরা হয়েছেন তিনি। অন্যদিকে ইংল্যান্ড সিরিজে নিজেকে নতুন করে চেনাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। সামাজিক মাধ্যমে ‘লর্ড’ উপাধি পাওয়া শান্ত ওয়ানডে সিরিজের ফর্ম টেনে নিয়ে এসেছেন টি-টোয়েন্টি সিরিজেও। ওয়ানডে সিরিজে দুটি ফিফটি করা শান্ত প্রথম টি-টোয়েন্টিতেও করেন ফিফটি। ৩০ বলে ৫১ রানের ঝোড়ো ইনিংস খেলে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতেছিলেন এই বাঁহাতি ব্যাটার।
প্রবাসী ফুটবলারদের নিয়ে উন্মাদনার মাত্রা ধীরে ধীরে বাড়ছেই। বিশেষ করে হামজা চৌধুরীর অভিষেকের পর অনেক প্রবাসী ফুটবলার এখন আলোচনায়। কানাডা প্রবাসী সমিত সোমের পাশাপাশি এবার কিউবা মিচেলকে খেলানোর চেষ্টায় রয়েছে বাফুফে।
৬ ঘণ্টা আগেআগামীকাল (২০ এপ্রিল) সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে বেশ ভোগান্তির মধ্যে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ ভোগান্তির অবসান ঘটিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। গতকাল শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ সরাসরি দেখানোর
৬ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কা সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে। আগামীকাল ঢাকা থেকে কলম্বোর উদ্দেশে রওনা দেবেন যুবারা। সফরে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ছয় ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলবে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।
৬ ঘণ্টা আগেহামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে খেলার পর থেকে আগ্রহ বেড়েছে ফুটবল নিয়ে। প্রবাসী ফুটবলারদের ঘিরে অন্যরকম উন্মাদনা কাজ করছে সমর্থকদের। হামজার প্রভাব শুধু ফুটবলেই নয় পড়েছে অন্যান্য খেলাতেও। দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী ক্রীড়াবিদদের বাংলাদেশের হয়ে খেলানোর উদ্যোগ নিতে সকল ফেডারেশনকে চিঠি দিয়েছে
৮ ঘণ্টা আগে