ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের ব্যাপারে বাংলাদেশের খুব কম ভক্ত-সমর্থকই আশাবাদী ছিল। চার মাস আগেই তো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড। তবে গতকাল মিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন সাকিব আল হাসানরা। এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ। একই সঙ্গে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দ্বিপাক্ষিক সিরিজও জেতে বাংলাদেশ। আগামীকাল মিরপুরে তৃতীয় টি-টোয়েন্টিতে নতুন এক ইতিহাস গড়ার সুযোগ হাতছানি দিচ্ছে বাংলাদেশকে।
টি-টোয়েন্টিতে র্যাঙ্কিংয়ে ওপরের দিকে থাকা তৃতীয় দলের বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ। এর আগে ২০২১ সালে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ। মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বে অস্ট্রেলিয়াকে ৪-১ ও নিউজিল্যান্ডকে ৩-২ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দুটি জিতলেও তাদের ধবলধোলাইয়ের সুযোগ ছিল না বাংলাদেশের। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম তিন ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করলেও চতুর্থ ম্যাচে হেরেছিলেন রিয়াদরা। আর কিউইদের বিপক্ষে চতুর্থ ম্যাচে সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ।
ইংল্যান্ডের বিপক্ষে এবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে নিয়েছে বাংলাদেশ। জস বাটলার, ডেভিড মালান, স্যাম কারান, জফরা আর্চারদের নিয়ে গড়া ইংলিশদের এবার হোয়াইটওয়াশ করার সুযোগ রয়েছে বাংলাদেশের। মিরপুরে গতকাল দ্বিতীয় টি-টোয়েন্টি শেষে সংবাদ সম্মেলনে প্রতিপক্ষকে ধবলধোলাই করার সম্ভাবনার কথা জিজ্ঞেস করা হয়েছিল মেহেদী হাসান মিরাজকে। ইংলিশদের ৩-০তে হারানোর ভালো সুযোগ দেখছেন মিরাজ। বাংলাদেশের এই অলরাউন্ডার বলেন, ‘আমরা চেষ্টা করব। ভালো সুযোগ আমাদের জন্য। আমরা যদি মাঠে ভালো খেলতে পারি, তাহলে পরের ম্যাচে ভালো করতে পারব।’
সাড়ে চার মাস পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে ফিরেই বাজিমাত করেছেন মিরাজ। ১২ রানে ৪ উইকেট ও ১৬ বলে ২০ রানের অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচ-সেরা হয়েছেন তিনি। অন্যদিকে ইংল্যান্ড সিরিজে নিজেকে নতুন করে চেনাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। সামাজিক মাধ্যমে ‘লর্ড’ উপাধি পাওয়া শান্ত ওয়ানডে সিরিজের ফর্ম টেনে নিয়ে এসেছেন টি-টোয়েন্টি সিরিজেও। ওয়ানডে সিরিজে দুটি ফিফটি করা শান্ত প্রথম টি-টোয়েন্টিতেও করেন ফিফটি। ৩০ বলে ৫১ রানের ঝোড়ো ইনিংস খেলে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতেছিলেন এই বাঁহাতি ব্যাটার।
ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের ব্যাপারে বাংলাদেশের খুব কম ভক্ত-সমর্থকই আশাবাদী ছিল। চার মাস আগেই তো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড। তবে গতকাল মিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন সাকিব আল হাসানরা। এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ। একই সঙ্গে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দ্বিপাক্ষিক সিরিজও জেতে বাংলাদেশ। আগামীকাল মিরপুরে তৃতীয় টি-টোয়েন্টিতে নতুন এক ইতিহাস গড়ার সুযোগ হাতছানি দিচ্ছে বাংলাদেশকে।
টি-টোয়েন্টিতে র্যাঙ্কিংয়ে ওপরের দিকে থাকা তৃতীয় দলের বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ। এর আগে ২০২১ সালে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ। মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বে অস্ট্রেলিয়াকে ৪-১ ও নিউজিল্যান্ডকে ৩-২ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দুটি জিতলেও তাদের ধবলধোলাইয়ের সুযোগ ছিল না বাংলাদেশের। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম তিন ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করলেও চতুর্থ ম্যাচে হেরেছিলেন রিয়াদরা। আর কিউইদের বিপক্ষে চতুর্থ ম্যাচে সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ।
ইংল্যান্ডের বিপক্ষে এবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে নিয়েছে বাংলাদেশ। জস বাটলার, ডেভিড মালান, স্যাম কারান, জফরা আর্চারদের নিয়ে গড়া ইংলিশদের এবার হোয়াইটওয়াশ করার সুযোগ রয়েছে বাংলাদেশের। মিরপুরে গতকাল দ্বিতীয় টি-টোয়েন্টি শেষে সংবাদ সম্মেলনে প্রতিপক্ষকে ধবলধোলাই করার সম্ভাবনার কথা জিজ্ঞেস করা হয়েছিল মেহেদী হাসান মিরাজকে। ইংলিশদের ৩-০তে হারানোর ভালো সুযোগ দেখছেন মিরাজ। বাংলাদেশের এই অলরাউন্ডার বলেন, ‘আমরা চেষ্টা করব। ভালো সুযোগ আমাদের জন্য। আমরা যদি মাঠে ভালো খেলতে পারি, তাহলে পরের ম্যাচে ভালো করতে পারব।’
সাড়ে চার মাস পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে ফিরেই বাজিমাত করেছেন মিরাজ। ১২ রানে ৪ উইকেট ও ১৬ বলে ২০ রানের অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচ-সেরা হয়েছেন তিনি। অন্যদিকে ইংল্যান্ড সিরিজে নিজেকে নতুন করে চেনাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। সামাজিক মাধ্যমে ‘লর্ড’ উপাধি পাওয়া শান্ত ওয়ানডে সিরিজের ফর্ম টেনে নিয়ে এসেছেন টি-টোয়েন্টি সিরিজেও। ওয়ানডে সিরিজে দুটি ফিফটি করা শান্ত প্রথম টি-টোয়েন্টিতেও করেন ফিফটি। ৩০ বলে ৫১ রানের ঝোড়ো ইনিংস খেলে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতেছিলেন এই বাঁহাতি ব্যাটার।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করতে পাঁচটি স্পোর্টস মার্কেটিং পরামর্শক প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে। আগ্রহী পাঁচ প্রতিষ্ঠানের মধ্যে চারটিই বিদেশি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
২৮ মিনিট আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্ব নিয়ে কত অস্বস্তিকর বিষয় যে আসছে আমিনুল ইসলাম বুলবুলের সামনে! এই যেমন এক তরুণ ক্রিকেটারের পোশাকের রুচি নিয়ে প্রশ্ন উঠছে। কাল এক সিনিয়র ক্রিকেটারের বিরুদ্ধে তো বন্ধুদের মারধরের অভিযোগ পর্যন্ত এসেছে।
৪৪ মিনিট আগেবাংলাদেশ দলের হয়ে প্রথম খেলতে এসে হামজা চৌধুরী দেখেছিলেন জনস্রোত। শুধু জনস্রোত বললে ভুল হবে, ভক্ত-সমর্থকদের সঙ্গে ভালোবাসার স্রোত তো ছিলই। বাংলাদেশের মানুষদের এমন বাঁধহীন ভালোবাসা মুগ্ধ করেছে হামজাকে। তাঁর ক্লাব লেস্টার সিটিকে দেওয়া সাক্ষাৎকারে এই মিডফিল্ডার জানিয়েছেন, হৃদয়ের অনেকটা অংশ বাংলাদেশেই।
১২ ঘণ্টা আগেবাংলাদেশের জার্সিতে কিউবা মিচেলের অভিষেক হয়নি এখনো। এর আগেই বাংলাদেশের একটি ক্লাবে নাম লিখিয়েছেন তিনি। নতুন মৌসুমের জন্য তাঁকে দলে ভিড়িয়েছে বসুন্ধরা কিংস। বিষয়টি নিশ্চিত করেছে একটি সূত্র।
১৩ ঘণ্টা আগে