কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে প্রায়ই হানা দিচ্ছে বেরসিক বৃষ্টি। বৃষ্টিতে গতকাল পণ্ড হয়েছে দুটি ম্যাচ। যার মধ্যে ছিল মন্ট্রিয়ল টাইগার্স, সারে জাগুয়ার্সের ভিন্ন দুটি ম্যাচ। তবু পয়েন্ট টেবিলে ভালো অবস্থানে রয়েছে এই দুই দল।
অন্টারিওর ব্রাম্পটন সিএএ সেন্টারে গতকাল দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল মন্ট্রিয়ল টাইগার্স ও টরন্টো ন্যাশনালসের। তবে বৃষ্টিতে একটা বলও মাঠে গড়ায়নি। আর মন্ট্রিয়লের হয়ে খেলছেন সাকিব আল হাসান। অন্যদিকে একই মাঠে বৃষ্টিতে দ্বিতীয় ম্যাচ সারে জাগুয়ার্স-ভ্যাঙ্কুভার নাইটসের ম্যাচে এক বলও খেলা হয়নি। সারে জাগুয়ার্সের হয়ে খেলছেন লিটন দাস। খেলা না হলেও পয়েন্ট তালিকায় মন্ট্রিয়ল টাইগার্স, সারে জাগুয়ার্স দুই দলই আছে সেরা চারে। দুটি দলই টুর্নামেন্টে পাঁচটি করে ম্যাচ খেলেছে। মন্ট্রিয়ল জয় পেয়েছে ৩ ম্যাচ, ১ ম্যাচ হেরেছে এবং বৃষ্টিতে ১ ম্যাচ পরিত্যক্ত হয়েছে। ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে মন্ট্রিয়ল। আর সারে জিতেছে ২ ম্যাচ, হেরেছে ১ ম্যাচ এবং বৃষ্টিতে ২ ম্যাচ ভেস্তে গেছে। ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিনে সারে। পয়েন্ট তালিকার সেরা চার দল খেলবে দ্বিতীয় রাউন্ডে।
গ্লোবাল টি-টোয়েন্টি লিগে দুর্দান্ত খেলছেন সাকিব। মন্ট্রিয়ল টাইগার্সের হয়ে চার ম্যাচে ২৫.৫০ গড় ও ১৫৪.৫৪ স্ট্রাইক রেটে করেছেন ১০২ রান। সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় আছেন ৭ নম্বরে। বোলিংয়ে ৭ ইকোনমিতে ৫ উইকেট নিয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। অন্যদিকে সারের জার্সিতে এখনো অনুজ্জ্বল লিটন। ৩ ইনিংসে করেছেন ৫৫ রান। গড় ১৮.৩৩ ও স্ট্রাইক রেট ৯০.১৬, যা টি-টোয়েন্টির সঙ্গে মানানসই নয়।
কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে প্রায়ই হানা দিচ্ছে বেরসিক বৃষ্টি। বৃষ্টিতে গতকাল পণ্ড হয়েছে দুটি ম্যাচ। যার মধ্যে ছিল মন্ট্রিয়ল টাইগার্স, সারে জাগুয়ার্সের ভিন্ন দুটি ম্যাচ। তবু পয়েন্ট টেবিলে ভালো অবস্থানে রয়েছে এই দুই দল।
অন্টারিওর ব্রাম্পটন সিএএ সেন্টারে গতকাল দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল মন্ট্রিয়ল টাইগার্স ও টরন্টো ন্যাশনালসের। তবে বৃষ্টিতে একটা বলও মাঠে গড়ায়নি। আর মন্ট্রিয়লের হয়ে খেলছেন সাকিব আল হাসান। অন্যদিকে একই মাঠে বৃষ্টিতে দ্বিতীয় ম্যাচ সারে জাগুয়ার্স-ভ্যাঙ্কুভার নাইটসের ম্যাচে এক বলও খেলা হয়নি। সারে জাগুয়ার্সের হয়ে খেলছেন লিটন দাস। খেলা না হলেও পয়েন্ট তালিকায় মন্ট্রিয়ল টাইগার্স, সারে জাগুয়ার্স দুই দলই আছে সেরা চারে। দুটি দলই টুর্নামেন্টে পাঁচটি করে ম্যাচ খেলেছে। মন্ট্রিয়ল জয় পেয়েছে ৩ ম্যাচ, ১ ম্যাচ হেরেছে এবং বৃষ্টিতে ১ ম্যাচ পরিত্যক্ত হয়েছে। ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে মন্ট্রিয়ল। আর সারে জিতেছে ২ ম্যাচ, হেরেছে ১ ম্যাচ এবং বৃষ্টিতে ২ ম্যাচ ভেস্তে গেছে। ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিনে সারে। পয়েন্ট তালিকার সেরা চার দল খেলবে দ্বিতীয় রাউন্ডে।
গ্লোবাল টি-টোয়েন্টি লিগে দুর্দান্ত খেলছেন সাকিব। মন্ট্রিয়ল টাইগার্সের হয়ে চার ম্যাচে ২৫.৫০ গড় ও ১৫৪.৫৪ স্ট্রাইক রেটে করেছেন ১০২ রান। সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় আছেন ৭ নম্বরে। বোলিংয়ে ৭ ইকোনমিতে ৫ উইকেট নিয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। অন্যদিকে সারের জার্সিতে এখনো অনুজ্জ্বল লিটন। ৩ ইনিংসে করেছেন ৫৫ রান। গড় ১৮.৩৩ ও স্ট্রাইক রেট ৯০.১৬, যা টি-টোয়েন্টির সঙ্গে মানানসই নয়।
নিষেধাজ্ঞা আগেই পেয়েছিলেন বসুন্ধরা কিংসের ডিফেন্ডার সাদ উদ্দিন। একইসঙ্গে কারণ দর্শানো নোটিশও পান তিনি। নোটিশের জবাব পাওয়ার পর তাঁকে ৬ মাস নিষিদ্ধ করেছে বাফুফের শৃঙ্খলা কমিটি।
৬ ঘণ্টা আগেভারত ম্যাচের আগ দিয়ে উন্মোচন হয়েছিল বাংলাদেশে অ্যাওয়ে জার্সি। আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ম্যাচটি হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। তাই হোম জার্সি কেমন হবে সেটাই ছিল দেখার অপেক্ষা। আজ নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে সাদা রংয়ের হোম জার্সি উন্মোচন করল বাফুফের...
৮ ঘণ্টা আগেআরামবাগ ক্রীড়া সংঘের নামের পাশে লেপ্টে আছে। ম্যাচ পাতানোর দায়ে ২০২১ সালে দুই বছর নিষিদ্ধ হয়েছিল ক্লাবটি। যদিও সেই নিষেধাজ্ঞার মেয়াদ কমে আসে এক বছরে। কিন্তু ফুটবলে ফিরতে গত বছর পর্যন্ত অপেক্ষা। সিনিয়র ডিভিশন লিগ ও চ্যাম্পিয়নশিপ লিগ মারিয়ে এসে চার বছর পর প্রিমিয়ার লিগের দরজা খুলল তারা।
৯ ঘণ্টা আগেজাতীয় দলের নতুন পেস বোলিং কোচ শন টেইটকে ঘিরে আশাবাদী তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়ার সাবেক এই পেসারকে পেস বোলিং কোচ হিসেবে পাওয়াটাকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন তিনি। মিরপুরে আজ নিজের পুনর্বাসন সেশন শেষে সংবাদমাধ্যমকে তাসকিন বলেন, ‘আশা করছি টেইট আসায় ভালো কিছু হবে।
১১ ঘণ্টা আগে