Ajker Patrika

এই সুযোগের জন্য কঠোর পরিশ্রম করেছি

আপডেট : ১৭ জুলাই ২০২২, ১২: ৫০
এই সুযোগের জন্য কঠোর পরিশ্রম করেছি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশ জিতেছে ৪ উইকেটে। ম্যাচের সব আলো কেড়ে নিয়েছেন দীর্ঘদিন পর ওয়ানডে দলে সুযোগ পাওয়া তাইজুল ইসলাম। ৫ উইকেট নিয়ে ম্যাচ-সেরাও হয়েছেন তিনি। 

লাল বলের নিয়মিত ক্রিকেটার তাইজুল সাদা বলে দীর্ঘ এই সময়ে দলে সুযোগ না পেলেও নিজের কাজটা ঠিকঠাক করেছেন। কাল ম্যাচ শেষে এই বাঁহাতি স্পিনার জানালেন সে কথাই। 

২৮ মাস পর ওয়ানডে দলে সুযোগ পেয়ে এই সংস্করণেও নিজের সামর্থ্য দেখিয়ে দিয়েছেন। ম্যাচ খেলতে না পেরেও নিজেকে প্রস্তুত রাখতে কাঠখড় পোড়াতে হয়েছে তাইজুলকে। তাই সুযোগ পেয়েই সেটি ভালোভাবে লুফে নিতে পেরেছেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাইজুল বলেন, ‘সুযোগ পেয়ে নিজেকে খুবই সৌভাগ্যবান মনে করছি। আমি সত্যিই মানসিকভাবে কঠোর পরিশ্রম করেছি। এই সুযোগের জন্য কঠোর অনুশীলন করেছি।’

বাংলাদেশ দলে স্পিন বিভাগে বাঁহাতি স্পিনারের আধিক্য আছে। সাকিব আল হাসান এই সিরিজে না থাকায় তাঁর জায়গায় সুযোগ পাওয়া নাসুমও এই সিরিজে দারুণ বোলিং করেছেন। এর মধ্যেই শেষ ওয়ানডেতে সুযোগ পেয়ে আর সেটি কাজে লাগিয়ে দারুণ উচ্ছ্বসিত তাইজুল। তিনি বলেন, ‘আমরা সবাই জানি সাকিব আল হাসান, নাসুম আহমেদসহ আমাদের স্পিন বিভাগে আরও বাঁহাতি স্পিনার আছে। তাই খুবই আনন্দিত এই সুযোগ পেয়ে আর সেটি ভালোমতো কাজে লাগাতে পেরে। আমার ওপর বাড়তি কোনো চাপ ছিল না। আমি শুধু আমার মৌলিক বিষয়গুলো ধরে রাখার চেষ্টা করেছি। উইকেট বুঝে বোলিং করেছি এবং এভাবেই সাফল্য পেয়েছি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত