নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আগে অভিষেক হলেও টেস্ট খেলার অভিজ্ঞতা ছিল না তানজিম হাসান সাকিবের। অবশেষে আজ চট্টগ্রামে তানজিম সাকিবের টেস্ট অভিষেক হয়ে গেল। ক্রিকেটের রাজকীয় সংস্করণে অভিষেক ম্যাচে উইকেট পেলেন জিম্বাবুয়ের বিপক্ষে।
সিরিজে টিকে থাকতে চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের জয়ের কোনো বিকল্প নেই। আজ শুরু হওয়া দ্বিতীয় টেস্টের একাদশে তিন পরিবর্তন এনেছে বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে স্বাগতিকেরা খেলছে তিন স্পিনার নিয়ে। প্রথম দিনের মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত ২৮ ওভারে ২ উইকেটে ৮৯ রান করে মধ্যাহ্নভোজে গেছে স্বাগতিকেরা। তবে সুযোগগুলো না হারালে সকালটা বাংলাদেশের হতেই পারত।
চট্টগ্রামে আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিন। দুই ওপেনার বেন কারেন ও ব্রায়ান বেনেট কিছুটা ওয়ানডে মেজাজে খেলতে থাকেন। ওভারপ্রতি ৪ রান করে নিতে থাকে জিম্বাবুয়ে। তবে তাঁদের উদ্বোধনী জুটি ভাঙতে পারত ২৮ রানেই। অষ্টম ওভারের দ্বিতীয় বল মেহেদী হাসান মিরাজকে সামনের পায়ে খেলতে যান কারেন। তবে এজ হওয়া বল প্রথম স্লিপে তালুবন্দী করতে পারেননি সাদমান ইসলাম।
ক্যাচ মিসের আক্ষেপ বাংলাদেশকে বেশিক্ষণ করতে হয়নি। দলীয় ৪১ রানেই জিম্বাবুয়ে হারায় প্রথম উইকেট। ১১তম ওভারের তৃতীয় বলে তানজিম সাকিবের হঠাৎ লাফিয়ে ওঠা বল কাট করতে যেয়ে উইকেটরক্ষক জাকের আলী অনিকের তালুবন্দী হয়েছেন বেনেট। ৩৩ বলে ৫ চারে বেনেট করেন ২১ রান। তানজিম সাকিবের টেস্ট অভিষেকের উইকেট পেতে না পেতেই বাংলাদেশ নষ্ট করেছে রিভিউ। ১৪তম ওভারের প্রথম বলে জিম্বাবুয়ের নিকোলাস ওয়েলচের বিপক্ষে ক্যাচের আবেদন করে বাংলাদেশ। তবে রিভিউতে দেখা যায়, বলটা আঘাত করেছে ওয়েলচের বাঁহাতের বাহুতে। এমনকি এলবিডব্লিউ যাচাই করতে গেলে সেটা ইমপ্যাক্ট আউটসাইড দেখা যায়।
রিভিউ নষ্ট হওয়ার পর জিম্বাবুয়ে যায় পাল্টা আক্রমণে। ১৫ ওভারে ১ উইকেটে ৪৭ থেকে ১৮ ওভারে ১ উইকেটে ৭২ হয়ে সফরকারীদের। ১৭তম ওভারে তানজিম সাকিব ১২ রান দিয়েছেন। এই ওভারে ওয়েলচ একটি করে চার ও ছক্কা মেরেছেন। আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাটিং করা জিম্বাবুয়ে এই ৭২ রানেই হারিয়েছে দ্বিতীয় উইকেট। ১৯তম ওভারের দ্বিতীয় বলে কারেনকে বোল্ড করেন তাইজুল ইসলাম। চার নম্বরে এরপর ব্যাটিংয়ে নামেন শন উইলিয়ামস।ওয়েলচকে নিয়ে মধ্যাহ্নভোজের বাকি অংশটা নিরাপদে পাড়ি দেন উইলিয়ামস। ৩৪ বলে ৯ রানে ব্যাটিং করছেন উইলিয়ামস। আর ওয়েলচ করেন ৩২ রান।
ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আগে অভিষেক হলেও টেস্ট খেলার অভিজ্ঞতা ছিল না তানজিম হাসান সাকিবের। অবশেষে আজ চট্টগ্রামে তানজিম সাকিবের টেস্ট অভিষেক হয়ে গেল। ক্রিকেটের রাজকীয় সংস্করণে অভিষেক ম্যাচে উইকেট পেলেন জিম্বাবুয়ের বিপক্ষে।
সিরিজে টিকে থাকতে চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের জয়ের কোনো বিকল্প নেই। আজ শুরু হওয়া দ্বিতীয় টেস্টের একাদশে তিন পরিবর্তন এনেছে বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে স্বাগতিকেরা খেলছে তিন স্পিনার নিয়ে। প্রথম দিনের মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত ২৮ ওভারে ২ উইকেটে ৮৯ রান করে মধ্যাহ্নভোজে গেছে স্বাগতিকেরা। তবে সুযোগগুলো না হারালে সকালটা বাংলাদেশের হতেই পারত।
চট্টগ্রামে আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিন। দুই ওপেনার বেন কারেন ও ব্রায়ান বেনেট কিছুটা ওয়ানডে মেজাজে খেলতে থাকেন। ওভারপ্রতি ৪ রান করে নিতে থাকে জিম্বাবুয়ে। তবে তাঁদের উদ্বোধনী জুটি ভাঙতে পারত ২৮ রানেই। অষ্টম ওভারের দ্বিতীয় বল মেহেদী হাসান মিরাজকে সামনের পায়ে খেলতে যান কারেন। তবে এজ হওয়া বল প্রথম স্লিপে তালুবন্দী করতে পারেননি সাদমান ইসলাম।
ক্যাচ মিসের আক্ষেপ বাংলাদেশকে বেশিক্ষণ করতে হয়নি। দলীয় ৪১ রানেই জিম্বাবুয়ে হারায় প্রথম উইকেট। ১১তম ওভারের তৃতীয় বলে তানজিম সাকিবের হঠাৎ লাফিয়ে ওঠা বল কাট করতে যেয়ে উইকেটরক্ষক জাকের আলী অনিকের তালুবন্দী হয়েছেন বেনেট। ৩৩ বলে ৫ চারে বেনেট করেন ২১ রান। তানজিম সাকিবের টেস্ট অভিষেকের উইকেট পেতে না পেতেই বাংলাদেশ নষ্ট করেছে রিভিউ। ১৪তম ওভারের প্রথম বলে জিম্বাবুয়ের নিকোলাস ওয়েলচের বিপক্ষে ক্যাচের আবেদন করে বাংলাদেশ। তবে রিভিউতে দেখা যায়, বলটা আঘাত করেছে ওয়েলচের বাঁহাতের বাহুতে। এমনকি এলবিডব্লিউ যাচাই করতে গেলে সেটা ইমপ্যাক্ট আউটসাইড দেখা যায়।
রিভিউ নষ্ট হওয়ার পর জিম্বাবুয়ে যায় পাল্টা আক্রমণে। ১৫ ওভারে ১ উইকেটে ৪৭ থেকে ১৮ ওভারে ১ উইকেটে ৭২ হয়ে সফরকারীদের। ১৭তম ওভারে তানজিম সাকিব ১২ রান দিয়েছেন। এই ওভারে ওয়েলচ একটি করে চার ও ছক্কা মেরেছেন। আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাটিং করা জিম্বাবুয়ে এই ৭২ রানেই হারিয়েছে দ্বিতীয় উইকেট। ১৯তম ওভারের দ্বিতীয় বলে কারেনকে বোল্ড করেন তাইজুল ইসলাম। চার নম্বরে এরপর ব্যাটিংয়ে নামেন শন উইলিয়ামস।ওয়েলচকে নিয়ে মধ্যাহ্নভোজের বাকি অংশটা নিরাপদে পাড়ি দেন উইলিয়ামস। ৩৪ বলে ৯ রানে ব্যাটিং করছেন উইলিয়ামস। আর ওয়েলচ করেন ৩২ রান।
প্রথমে আন্তর্জাতিক টি-টোয়েন্টি, এরপর টেস্ট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। তবু তাঁর ব্যাটিং, মাঠে প্রতিপক্ষ ব্যাটারদের উইকেটের সময় বুনো উল্লাস, স্লেজিং—বিভিন্ন কারণে ভারতীয় তারকা ব্যাটারকে এখনো মিস করেন অনেকেই।
১৫ মিনিট আগেএশিয়ার প্রথম দেশ হিসেবে ১৯৩৮ সালে বিশ্বকাপ খেলেছিল ইন্দোনেশিয়া। তখন অবশ্য ‘ডাচ ইস্ট ইন্ডিজ’ বলা হতো তাদের। নেদারল্যান্ডসের উপনিবেশ থেকে বেরিয়ে ১৯৪৫ সালে স্বাধীনতা অর্জনের পর কখনো বিশ্বকাপ খেলতে পারেনি। এবার স্বপ্ন পূরণের খুব কাছে দাঁড়িয়ে তারা।
১ ঘণ্টা আগে‘টাকার বৃষ্টি’ ঝরে বলেই ক্রিকেটার থেকে শুরু করে ধনকুবেররা পাখির চোখ করেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল)। অর্থের ঝনঝনানিতে পরিপূর্ণ আইপিএল তাই হয়ে উঠেছে ভারতের সোনার ডিম পাড়া রাজহাঁস।
১ ঘণ্টা আগেরংপুর রাইডার্স এবারের গ্লোবাল সুপার লিগে (জিএসএল) দারুণ খেললেও সৌম্য সরকার নেই ছন্দে। ব্যাটিংয়ে ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারছেন না তিনি। শুধু তাই নয়, বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার এমন এক বিব্রতকর রেকর্ডে নাম লিখিয়েছেন, যেখানে পাশে পাচ্ছেন সাকিব আল হাসানকে।
২ ঘণ্টা আগে