Ajker Patrika

প্রথমবার ওপেনিংয়ে নেমেই মিঠুনের বাজিমাত, ছুটছেন মিজানও

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৩: ৪৫
প্রথমবার ওপেনিংয়ে নেমেই মিঠুনের বাজিমাত, ছুটছেন মিজানও

বাংলাদেশের অধিকাংশ পিচ নিয়ে যখন সমালোচনা চলছে, তখন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ২২ গজ যেন আশ্চর্য ব্যতিক্রম! 

সত্যিকারের স্পোর্টিং উইকেট বলতে যা বোঝায়, তার সবটুকুই পূরণ করতে পেরেছে চট্টলার উইকেট। যে উইকেটে ব্যাটাররা ধৈর্যের পরীক্ষা দিতে পারলে রান পান, স্পিনাররা টার্ন পান, পেসাররাও ভালো জায়গায় বল ফেলে সুবিধা আদায় করে নিতে পারেন। 

সদ্য সমাপ্ত বাংলাদেশ-পাকিস্তান সিরিজে জহুর আহমেদের উইকেটের প্রশংসা করেছেন সবাই। এবার একই মাঠে রানের ফোয়ারা ছোটাচ্ছেন মোহাম্মদ মিঠুন আলী ও মিজানুর রহমান। বঙ্গবন্ধু বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) উত্তরাঞ্চলের বিপক্ষে আজ সেঞ্চুরি পেয়েছেন মধ্যাঞ্চলের দুই ওপেনার। অথচ গতকালই রবিউল হক-শুভাগত হোমদের দারুণ বোলিংয়ে প্রথম ইনিংসে ২১৯ রানে গুটিয়ে গিয়েছিল উত্তরাঞ্চল। 

মিঠুন-মিজানের ম্যাজিকাল ফিগারে এরই মধ্যে বড় লিড নিতে চলেছে মধ্যাঞ্চল। সানজামুল ইসলাম-আমিনুল ইসলাম বিপ্লবদের হতাশ করে ইনিংসকে আরও বড় করছেন তাঁরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬০ ওভার শেষে মধ্যাঞ্চলের সংগ্রহ বিনা উইকেটে ২৪৪ রান। জাতীয় দল থেকে বাদ পড়া মিঠুন ১২১ ও মিজান ১১৯ রানে অপরাজিত।

আগের দিনের ৪৩ রান নিয়ে আজ দ্বিতীয় দিন শুরু করেছিলেন মিঠুন। দিনের শুরুতেই দেখা পান ফিফটির। পরে তুলে নেন সেঞ্চুরিও। ১৪৫ বলে প্রথম শ্রেণির ক্যারিয়ারের ১৩ তম সেঞ্চুরি পূরণ করেন মিঠুন। বিসিএলের নবম আসরে এটিই প্রথম সেঞ্চুরি। 

প্রথম শ্রেণির ক্রিকেটে এই প্রথম ওপেনিংয়ে নেমেছেন মিঠুন। নতুন পজিশনে প্রথম ম্যাচটিই স্মরণীয় করে রাখলেন তিনি। মিঠুনের পথ ধরে সেঞ্চুরি তুলে নিয়েছেন মিজানও। তানভীর হায়দারকে ছক্কা মেরে ১৬৩ বলে তিন অঙ্ক স্পর্শ করেছেন তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত