তাঁর কোচিং ক্যারিয়ারটা খুব বেশি দিনের নয়। মাত্র পাঁচ বছরের। এর মধ্যে আবার বিরতিও আছে। এই স্বল্প সময়েই নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন জিনেদিন জিদান। রিয়াল মাদ্রিদকে জিতিয়েছেন হ্যাটট্রিক উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা। সবকটিই অবশ্য রিয়ালে প্রথম অধ্যায়ে।
দ্বিতীয় অধ্যায়টা অবশ্য হতাশার কেটেছে জিজুর। শিরোপাহীনভাবে শেষ করেছেন মৌসুম। গত বছর ফের সাময়িক নির্বাসনে চলে যান ফরাসি কিংবদন্তি। গুঞ্জন আছে, আসন্ন কাতার বিশ্বকাপের পর ফ্রান্সের কোচ হতে পারেন জিজু। এ কারণেই নাকি সব প্রস্তাব ফিরিয়ে দিচ্ছেন বিশ্বজয়ী সাবেক ফুটবলার।
এর মধ্যেই চমকপ্রদ একটা খবর দিলেন ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের (এফএফএফ) প্রেসিডেন্ট নোয়েল লা গ্রায়েট। তিনি আভাস দিলেন মৌসুম শেষে প্যারিসে সেন্ট জার্মেইর (পিএসজি) কোচ হিসেবে যোগ দিতে পারেন জিদান। ফ্রান্স ফুটবলের সর্বোচ্চ কর্তার ইঙ্গিতটা অবশ্য উড়িয়ে দেওয়ার উপায় নেই।
কারণ জিজুর কাছের লোকদের একজন জিদান। ফ্রান্স জাতীয় দলের বর্তমান কোচ দিদিয়ের দেশাম বিশ্বকাপের পর সরে দাঁড়ালে তাঁর উত্তরসূরি হিসেবে জিদানের কথা ভাবছেন তিনি। গ্রায়েট নিজেও মুখ ফুটে বলেছেন। কিন্তু জিজু কী করবেন এ নিয়েই যতো জল্পনা।
আজ ফরাসি সংবাদমাধ্যম লে'কিপকে এফএফএফ প্রেসিডেন্ট বলেছেন, 'আপনি কী বলছেন, এটা নিয়ে সতর্ক থাকতে হবে। রিয়াল মাদ্রিদে সে তার (কোচিং) দক্ষতা দেখিয়েছে। যদি দিদিয়ের (দেশাম) এবং আমার পথ আলাদা হয়ে যায় তখন নিশ্চিতভাবেই সে একটা বিকল্প হতে পারে। জিদান মনে হয় পিএসজির দায়িত্ব দেবেন। দেখা যাক কী হয়।'
অবশ্য পিএসজিতে এখনো দায়িত্বে আছেন মাওরিসিও পচেত্তিনো। ফরাসি সংবাদমাধ্যমের খবর, মৌসুম শেষে আর্জেন্টাইন কোচকে সরিয়ে দিতে পারে পিএসজি।
তাঁর কোচিং ক্যারিয়ারটা খুব বেশি দিনের নয়। মাত্র পাঁচ বছরের। এর মধ্যে আবার বিরতিও আছে। এই স্বল্প সময়েই নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন জিনেদিন জিদান। রিয়াল মাদ্রিদকে জিতিয়েছেন হ্যাটট্রিক উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা। সবকটিই অবশ্য রিয়ালে প্রথম অধ্যায়ে।
দ্বিতীয় অধ্যায়টা অবশ্য হতাশার কেটেছে জিজুর। শিরোপাহীনভাবে শেষ করেছেন মৌসুম। গত বছর ফের সাময়িক নির্বাসনে চলে যান ফরাসি কিংবদন্তি। গুঞ্জন আছে, আসন্ন কাতার বিশ্বকাপের পর ফ্রান্সের কোচ হতে পারেন জিজু। এ কারণেই নাকি সব প্রস্তাব ফিরিয়ে দিচ্ছেন বিশ্বজয়ী সাবেক ফুটবলার।
এর মধ্যেই চমকপ্রদ একটা খবর দিলেন ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের (এফএফএফ) প্রেসিডেন্ট নোয়েল লা গ্রায়েট। তিনি আভাস দিলেন মৌসুম শেষে প্যারিসে সেন্ট জার্মেইর (পিএসজি) কোচ হিসেবে যোগ দিতে পারেন জিদান। ফ্রান্স ফুটবলের সর্বোচ্চ কর্তার ইঙ্গিতটা অবশ্য উড়িয়ে দেওয়ার উপায় নেই।
কারণ জিজুর কাছের লোকদের একজন জিদান। ফ্রান্স জাতীয় দলের বর্তমান কোচ দিদিয়ের দেশাম বিশ্বকাপের পর সরে দাঁড়ালে তাঁর উত্তরসূরি হিসেবে জিদানের কথা ভাবছেন তিনি। গ্রায়েট নিজেও মুখ ফুটে বলেছেন। কিন্তু জিজু কী করবেন এ নিয়েই যতো জল্পনা।
আজ ফরাসি সংবাদমাধ্যম লে'কিপকে এফএফএফ প্রেসিডেন্ট বলেছেন, 'আপনি কী বলছেন, এটা নিয়ে সতর্ক থাকতে হবে। রিয়াল মাদ্রিদে সে তার (কোচিং) দক্ষতা দেখিয়েছে। যদি দিদিয়ের (দেশাম) এবং আমার পথ আলাদা হয়ে যায় তখন নিশ্চিতভাবেই সে একটা বিকল্প হতে পারে। জিদান মনে হয় পিএসজির দায়িত্ব দেবেন। দেখা যাক কী হয়।'
অবশ্য পিএসজিতে এখনো দায়িত্বে আছেন মাওরিসিও পচেত্তিনো। ফরাসি সংবাদমাধ্যমের খবর, মৌসুম শেষে আর্জেন্টাইন কোচকে সরিয়ে দিতে পারে পিএসজি।
তৃণমুল ফুটবলে উন্নতি দেখিয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) পুরস্কার পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ব্রোঞ্জ ক্যাটাগরিতে ভিয়েতনাম ফুটবল ফেডারেশন ও নর্দার্ন মারিয়ানা ফুটবল অ্যাসোসিয়েশনকে টপকে সেরা হয়েছে তারা।
১০ মিনিট আগেবছরখানেক আগে টেস্ট অভিষেক হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কনের। এবার ওয়ানডে দলের জার্সি গায়ে তোলার অপেক্ষায় এই উইকেটরক্ষক ব্যাটার। তাঁকে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনায় রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেল।
৩ ঘণ্টা আগেএএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ‘সি’ গ্রুপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। নিয়মরক্ষার ম্যাচে আগামী ১৮ নভেম্বের ভারতকে আতিথেয়তা দেবে হ্যাভিয়ের কাবরেরার দল। প্রতিবেশী দেশের বিপক্ষে সে ম্যাচের অপেক্ষায় আছেন দলের সেরা তারকা ফুটবলার হামজা চৌধুরী।
৪ ঘণ্টা আগে২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০ দল চূড়ান্ত হয়েছে আজ। সবশেষ দল হিসেবে বিশ্বকাপের টিকিট কেটেছে সংযুক্ত আরব আমিরাত। আজ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাছাইয়ে জাপানকে ৮ উইকেটে হারিয়ে আমিরাত বিশ্বকাপ খেলা নিশ্চিত করে। টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে।
৪ ঘণ্টা আগে