Ajker Patrika

মাহমুদউল্লাহদের দুবাইযাত্রা পেছাল এক দিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ১৪: ২৩
মাহমুদউল্লাহদের দুবাইযাত্রা পেছাল এক দিন

ওমান থেকে আজ বাংলাদেশ দলের দুবাইয়ের উদ্দেশে রওনা দেওয়ার কথা থাকলেও তা পিছিয়েছে। আগামীকাল রোববার আরব আমিরাতে পৌঁছাবেন মাহমুদউল্লাহরা। 

করোনা ইস্যুতে সতর্ক আইসিসি চার্টার্ড বিমানে ওমান, বাংলাদেশ ও শ্রীলঙ্কা দলকে একসঙ্গে ওমান থেকে দুবাইয়ে নিতে চায়। এ কারণেই মূলত বাংলাদেশ দলের দুবাইযাত্রা পিছিয়েছে। 

বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘আইসিসি করোনা সতর্কতা হিসেবে সূচিতে বদল এনেছে। চার্টার্ড ফ্লাইটে তিনটি দলকে একসঙ্গে নিতেই এই পরিবর্তন।’ 

আরব আমিরাত যাত্রা পেছালেও সেটি বাংলাদেশ দলের সফরসূচির পরিকল্পনার ওপর প্রভাব ফেলবে না। আবুধাবিতে পূর্বের নির্ধারিত সময়েই হবে প্রস্তুতি ম্যাচ দুটি। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরুর ১৩ দিন আগেই ওমানে গেছেন মাহমুদউল্লাহ–মুশফিকেরা। ৩ অক্টোবর ওমানের মাসকাটে পৌঁছার পর এক দিন রুম কোয়ারেন্টিন শেষে তিন দিনের অনুশীলনে নিজেদের বেশ ঝালিয়ে নেন ক্রিকেটাররা। 

গতকাল ওমান ‘এ’ দলের বিপক্ষে অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে সেটির প্রতিফলন দেখা যায়। ওমানের দ্বিতীয় সারির এই দলকে ৬০ রানে হারিয়ে প্রস্তুতিটা বেশ ভালোভাবেই সেরেছে বাংলাদেশ। সূচি অনুযায়ী সেই প্রস্তুতি ম্যাচের পরদিন অর্থাৎ আরব আমিরাতের উদ্দেশে আজই উড়াল দেওয়ার কথা ছিল মাহমুদউল্লাহদের। তবে আজ নয়, কাল বিশ্বকাপের মূল ভেন্যুতে প্রস্তুতি ম্যাচ খেলতে যাবে বাংলাদেশ দল। 

এখানেই ১২ ও ১৪ অক্টোবর শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচ দুটি খেলে পুনরায় ওমানে ফিরবে মাহমুদউল্লাহর দল। ১৭ অক্টোবর থেকে ওমানে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ লড়াই। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত