Ajker Patrika

ধোনি-গিলক্রিস্টদের ছাড়িয়ে যেখানে শীর্ষে ব্রুক 

ধোনি-গিলক্রিস্টদের ছাড়িয়ে যেখানে শীর্ষে ব্রুক 

সাদা পোশাকে সাদা বলের ক্রিকেট খেলার অভ্যাস ভালোই রপ্ত করেছেন হ্যারি ব্রুক। বিধ্বংসী মেজাজে ব্যাটিং করতেই যেন পছন্দ করেন ব্রুক। ঝোড়ো ব্যাটিং করে ইংলিশ এই ব্যাটার ছাড়িয়ে গেছেন মহেন্দ্র সিং ধোনি, অ্যাডাম গিলক্রিস্টের মতো তারকা ক্রিকেটারদের। 

প্রথম পাঁচ টেস্টে ন্যুনতম ২০০ রান করেছেন, এমন ব্যাটারদের সর্বোচ্চ স্ট্রাইকরেট ব্রুকের। ক্রিকেটের রাজকীয় সংস্করণে প্রথম ৫ ম্যাচ খেলে ব্রুক করেছেন ৬২৩ রান। গড় ৭৭.৯ ও স্ট্রাইকরেট ৯৬.৯। দ্বিতীয় স্থানে রয়েছেন হার্দিক পান্ডিয়া। ৯১ স্ট্রাইক রেটে ২৯৩ রান করেছিলেন ভারতীয় এই অলরাউন্ডার। তৃতীয় স্থানে থাকা পৃথ্বী শ এর স্ট্রাইক রেট ৮৬। এই তালিকায় থাকা ধোনি ও গিলক্রিস্টের স্ট্রাইকরেট ৮৪.৪ ও ৮১.৮। ৮৫.৫ স্ট্রাইকরেট নিয়ে চার নম্বরে আছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। 

ক্রিকেটার                         দল            রান            গড়      স্ট্রাইকরেট 
১. হ্যারি ব্রুক                    ইংল্যান্ড      ৬২৩          ৭৭.৯     ৯৬.৯ 
২. হার্দিক পান্ডিয়া             ভারত         ২৯৩           ৪১.৯      ৯১.০ 
৩. পৃথ্বী শ                        ভারত        ৩৩৯           ৪২.৪      ৮৬.০ 
৪. ডেভিড ওয়ার্নার           অস্ট্রেলিয়া     ৩৮৩          ৬৩.৮     ৮৫.৫ 
৫.মহেন্দ্র সিং ধোনি           ভারত         ২৯৭          ৫৯.৪    ৮৪.৪ 
৬.অ্যাডাম গিলক্রিস্ট         অস্ট্রেলিয়া    ৪৪০          ৬২.৯     ৮১.৮

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত