ক্রীড়া ডেস্ক
সাদা পোশাকে সাদা বলের ক্রিকেট খেলার অভ্যাস ভালোই রপ্ত করেছেন হ্যারি ব্রুক। বিধ্বংসী মেজাজে ব্যাটিং করতেই যেন পছন্দ করেন ব্রুক। ঝোড়ো ব্যাটিং করে ইংলিশ এই ব্যাটার ছাড়িয়ে গেছেন মহেন্দ্র সিং ধোনি, অ্যাডাম গিলক্রিস্টের মতো তারকা ক্রিকেটারদের।
প্রথম পাঁচ টেস্টে ন্যুনতম ২০০ রান করেছেন, এমন ব্যাটারদের সর্বোচ্চ স্ট্রাইকরেট ব্রুকের। ক্রিকেটের রাজকীয় সংস্করণে প্রথম ৫ ম্যাচ খেলে ব্রুক করেছেন ৬২৩ রান। গড় ৭৭.৯ ও স্ট্রাইকরেট ৯৬.৯। দ্বিতীয় স্থানে রয়েছেন হার্দিক পান্ডিয়া। ৯১ স্ট্রাইক রেটে ২৯৩ রান করেছিলেন ভারতীয় এই অলরাউন্ডার। তৃতীয় স্থানে থাকা পৃথ্বী শ এর স্ট্রাইক রেট ৮৬। এই তালিকায় থাকা ধোনি ও গিলক্রিস্টের স্ট্রাইকরেট ৮৪.৪ ও ৮১.৮। ৮৫.৫ স্ট্রাইকরেট নিয়ে চার নম্বরে আছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার।
ক্রিকেটার দল রান গড় স্ট্রাইকরেট
১. হ্যারি ব্রুক ইংল্যান্ড ৬২৩ ৭৭.৯ ৯৬.৯
২. হার্দিক পান্ডিয়া ভারত ২৯৩ ৪১.৯ ৯১.০
৩. পৃথ্বী শ ভারত ৩৩৯ ৪২.৪ ৮৬.০
৪. ডেভিড ওয়ার্নার অস্ট্রেলিয়া ৩৮৩ ৬৩.৮ ৮৫.৫
৫.মহেন্দ্র সিং ধোনি ভারত ২৯৭ ৫৯.৪ ৮৪.৪
৬.অ্যাডাম গিলক্রিস্ট অস্ট্রেলিয়া ৪৪০ ৬২.৯ ৮১.৮
সাদা পোশাকে সাদা বলের ক্রিকেট খেলার অভ্যাস ভালোই রপ্ত করেছেন হ্যারি ব্রুক। বিধ্বংসী মেজাজে ব্যাটিং করতেই যেন পছন্দ করেন ব্রুক। ঝোড়ো ব্যাটিং করে ইংলিশ এই ব্যাটার ছাড়িয়ে গেছেন মহেন্দ্র সিং ধোনি, অ্যাডাম গিলক্রিস্টের মতো তারকা ক্রিকেটারদের।
প্রথম পাঁচ টেস্টে ন্যুনতম ২০০ রান করেছেন, এমন ব্যাটারদের সর্বোচ্চ স্ট্রাইকরেট ব্রুকের। ক্রিকেটের রাজকীয় সংস্করণে প্রথম ৫ ম্যাচ খেলে ব্রুক করেছেন ৬২৩ রান। গড় ৭৭.৯ ও স্ট্রাইকরেট ৯৬.৯। দ্বিতীয় স্থানে রয়েছেন হার্দিক পান্ডিয়া। ৯১ স্ট্রাইক রেটে ২৯৩ রান করেছিলেন ভারতীয় এই অলরাউন্ডার। তৃতীয় স্থানে থাকা পৃথ্বী শ এর স্ট্রাইক রেট ৮৬। এই তালিকায় থাকা ধোনি ও গিলক্রিস্টের স্ট্রাইকরেট ৮৪.৪ ও ৮১.৮। ৮৫.৫ স্ট্রাইকরেট নিয়ে চার নম্বরে আছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার।
ক্রিকেটার দল রান গড় স্ট্রাইকরেট
১. হ্যারি ব্রুক ইংল্যান্ড ৬২৩ ৭৭.৯ ৯৬.৯
২. হার্দিক পান্ডিয়া ভারত ২৯৩ ৪১.৯ ৯১.০
৩. পৃথ্বী শ ভারত ৩৩৯ ৪২.৪ ৮৬.০
৪. ডেভিড ওয়ার্নার অস্ট্রেলিয়া ৩৮৩ ৬৩.৮ ৮৫.৫
৫.মহেন্দ্র সিং ধোনি ভারত ২৯৭ ৫৯.৪ ৮৪.৪
৬.অ্যাডাম গিলক্রিস্ট অস্ট্রেলিয়া ৪৪০ ৬২.৯ ৮১.৮
এবারসহ টানা তিনটি বিপিএলে জাকির হাসান খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। তাঁর দল এবার নিষ্প্রভ; লিগ পর্বেই বিদায় নিয়েছে। তবু ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন জাতীয় দলের এই ব্যাটার। ১৪০.৪৩ স্ট্রাইকরেটে ১২ ইনিংসে করেছেন ৩৮৯ রান; যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ। এই ফর্মটাকে আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রাখতে...
১০ মিনিট আগেগল টেস্টে গতকাল তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৩৬ রান করেছিল শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিন আর ২৯ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে তারা। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকেরা। এদিকে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের জয় ও হারের ওপর নির্ভর করছে দুর্বার রাজশাহীর প্লে-অফ...
২৫ মিনিট আগেএক মাস ধরে চলা বহুল আলোচিত ও সমালোচিত এবারের বিপিএল চলে এসেছে লিগ পর্বের শেষ ধাপে। ৪০ ম্যাচ শেষে এখন প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াই। যে লড়াইয়ে টিকে রয়েছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী।
৪১ মিনিট আগেদেশের ফুটবলে এমন নজির আগে দেখা যায়নি। কোচের বিরুদ্ধে একসঙ্গে ১৮ ফুটবলার অবস্থান নিয়ে গণ-অবসরে যাওয়ার হুমকি দিলেন। তা-ও তাঁরা যেনতেন ফুটবলার নন! বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সবচেয়ে অভিজ্ঞ ও মেধাবীরা। যেখানে আছেন সর্বশেষ সাফের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা। আছেন সেরা গোলকিপার রুপনা চাকমা।
৪৪ মিনিট আগে