অনলাইন ডেস্ক
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ ফরচুন বরিশাল-ঢাকা ক্যাপিটালস ম্যাচ শেষে ছেলে আরহাম ইকবালকে নিয়ে ঘুরছেন তামিম ইকবাল। মুকিদুল ইসলাম মুগ্ধ হাত বুলিয়ে দিয়েছেন আরহামের মাথায়। আরহাম ও তানজিদ হাসান তামিমের কাঁধে দুই হাত রেখে তামিম ইকবাল ঘুরছেন।
আরহামকে নিয়ে সাগরিকার মাঠে তামিম যখন চক্কর দিচ্ছেন, তখনই মোস্তাফিজুর রহমানের সঙ্গে থাকা। তিন জনে (মোস্তাফিজ-তামিম-আরহাম) একসঙ্গে ছবিও তুলেছেন। তামিমের এমন ফুরফুরে মেজাজের কারণ আর কিছুই নয়। বরিশালের ৮ উইকেটের জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। ৪৮ বলে ৬১ রান করে হয়েছেন ম্যাচসেরা। ম্যাচ শেষে বরিশালের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে যান অধিনায়ক তামিম। ছেলের সামনে এমন দারুণ ব্যাটিংয়ের পর কেমন লাগছে, বাংলাদেশের বাঁহাতি ব্যাটার এই প্রশ্নের উত্তরে বলেন, ‘আমি যখন ব্যাট করছিলাম, তখন দেখার সুযোগ হয়নি ছেলে কার সঙ্গে কথা বলছিল। তবে জানি, বাবার খেলা দেখতে সে ঢাকা থেকে চট্টগ্রামে এসেছে। বিশেষ করে এই ম্যাচ দেখার জন্য। আমি খুশি যে সে দারুণ একটি ম্যাচ উপভোগ করতে পেরেছে।’
ঘরের ছেলে তামিমের ম্যাচ দেখতে স্বাভাবিকভাবেই আজ সাগরিকার গ্যালারি ছিল দর্শকপূর্ণ। শুধু তাই নয়, বরিশালের ম্যাচ যেখানেই হোক, এবারের বিপিএলে সেখানেই ভক্ত-সমর্থকেরা গেছেন তামিম-মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহ রিয়াদদের দেখতে। দর্শকপূর্ণ গ্যালারি নিয়ে তামিম বলেন, ‘আমরা অনেক ভাগ্যবান। যে ফ্র্যাঞ্চাইজির জন্য খেলি, যেখানেই যাই না কেন, চট্টগ্রাম, ঢাকা, সিলেট—গ্যালারিতে ভালো পরিমাণ দর্শক পাই। আপনি যদি দেখেন এখন পর্যন্ত ছয়টা ম্যাচ হয়েছে, প্রত্যেক ম্যাচেই দর্শক এসেছেন। এটা খুব ভালো একটা জিনিস। আমি সব সময় বলি বিপিএলকে এগিয়ে নিতে এই জিনিসগুলো দরকার।
আইপিএলে বিরাট কোহলি ২০০৮ থেকে শুরু করে ১৭ মৌসুম খেলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ানসে খেলছেন ১০ বছরেরও বেশি সময়। কিন্তু বিপিএলে ঘনঘন ফ্র্যাঞ্চাইজির মালিকানা বদল হয়। যেমন এবারের বিপিএলে নেই সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস। তামিমের মতে আইপিএলের মতো ফ্যানবেজটা থাকা দরকার বিপিএলে। ফরচুন বরিশালের অধিনায়ক বলেন, ‘একটা ফ্র্যাঞ্চাইজির এক রকম ফ্যানবেজ থাকবে। আরেক ফ্র্যাঞ্চাইজির আরেক রকম ফ্যানবেজ থাকবে। এ কারণেই আইপিএলের একটা ব্যাপার আছে না। এক ফ্র্যাঞ্চাইজিতে এক খেলোয়াড় দশ বছর খেলছেন। তাদের নিজস্ব একটা ফ্যানবেজ আছে। আপনি দেখছেন যে বরিশালের ফ্যানবেজ অনেক শক্তিশালী।’
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ ফরচুন বরিশাল-ঢাকা ক্যাপিটালস ম্যাচ শেষে ছেলে আরহাম ইকবালকে নিয়ে ঘুরছেন তামিম ইকবাল। মুকিদুল ইসলাম মুগ্ধ হাত বুলিয়ে দিয়েছেন আরহামের মাথায়। আরহাম ও তানজিদ হাসান তামিমের কাঁধে দুই হাত রেখে তামিম ইকবাল ঘুরছেন।
আরহামকে নিয়ে সাগরিকার মাঠে তামিম যখন চক্কর দিচ্ছেন, তখনই মোস্তাফিজুর রহমানের সঙ্গে থাকা। তিন জনে (মোস্তাফিজ-তামিম-আরহাম) একসঙ্গে ছবিও তুলেছেন। তামিমের এমন ফুরফুরে মেজাজের কারণ আর কিছুই নয়। বরিশালের ৮ উইকেটের জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। ৪৮ বলে ৬১ রান করে হয়েছেন ম্যাচসেরা। ম্যাচ শেষে বরিশালের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে যান অধিনায়ক তামিম। ছেলের সামনে এমন দারুণ ব্যাটিংয়ের পর কেমন লাগছে, বাংলাদেশের বাঁহাতি ব্যাটার এই প্রশ্নের উত্তরে বলেন, ‘আমি যখন ব্যাট করছিলাম, তখন দেখার সুযোগ হয়নি ছেলে কার সঙ্গে কথা বলছিল। তবে জানি, বাবার খেলা দেখতে সে ঢাকা থেকে চট্টগ্রামে এসেছে। বিশেষ করে এই ম্যাচ দেখার জন্য। আমি খুশি যে সে দারুণ একটি ম্যাচ উপভোগ করতে পেরেছে।’
ঘরের ছেলে তামিমের ম্যাচ দেখতে স্বাভাবিকভাবেই আজ সাগরিকার গ্যালারি ছিল দর্শকপূর্ণ। শুধু তাই নয়, বরিশালের ম্যাচ যেখানেই হোক, এবারের বিপিএলে সেখানেই ভক্ত-সমর্থকেরা গেছেন তামিম-মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহ রিয়াদদের দেখতে। দর্শকপূর্ণ গ্যালারি নিয়ে তামিম বলেন, ‘আমরা অনেক ভাগ্যবান। যে ফ্র্যাঞ্চাইজির জন্য খেলি, যেখানেই যাই না কেন, চট্টগ্রাম, ঢাকা, সিলেট—গ্যালারিতে ভালো পরিমাণ দর্শক পাই। আপনি যদি দেখেন এখন পর্যন্ত ছয়টা ম্যাচ হয়েছে, প্রত্যেক ম্যাচেই দর্শক এসেছেন। এটা খুব ভালো একটা জিনিস। আমি সব সময় বলি বিপিএলকে এগিয়ে নিতে এই জিনিসগুলো দরকার।
আইপিএলে বিরাট কোহলি ২০০৮ থেকে শুরু করে ১৭ মৌসুম খেলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ানসে খেলছেন ১০ বছরেরও বেশি সময়। কিন্তু বিপিএলে ঘনঘন ফ্র্যাঞ্চাইজির মালিকানা বদল হয়। যেমন এবারের বিপিএলে নেই সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস। তামিমের মতে আইপিএলের মতো ফ্যানবেজটা থাকা দরকার বিপিএলে। ফরচুন বরিশালের অধিনায়ক বলেন, ‘একটা ফ্র্যাঞ্চাইজির এক রকম ফ্যানবেজ থাকবে। আরেক ফ্র্যাঞ্চাইজির আরেক রকম ফ্যানবেজ থাকবে। এ কারণেই আইপিএলের একটা ব্যাপার আছে না। এক ফ্র্যাঞ্চাইজিতে এক খেলোয়াড় দশ বছর খেলছেন। তাদের নিজস্ব একটা ফ্যানবেজ আছে। আপনি দেখছেন যে বরিশালের ফ্যানবেজ অনেক শক্তিশালী।’
দুর্দান্ত হ্যাটট্রিক করেছেন সাগরিকা। বাংলাদেশের মেয়েরা আবারও জিতেছেন সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ। হ্যাটট্রিকের প্রথম গোল ও জয় সাগরিকা উৎসর্গ করেছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত ব্যক্তিদের প্রতি।
১০ ঘণ্টা আগেআত্মবিশ্বাস নাকি জেদ—কোনটি বেশি কাজ করছিল মোসাম্মত সাগরিকার। জেদকে এগিয়ে রাখলে মন্দ হবে না। কারণ, নেপালের বিপক্ষেই লাল কার্ড দেখে তিন ম্যাচ মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে। ফেরার ম্যাচেও প্রতিপক্ষ নেপাল। প্রতিশোধের মঞ্চে নেপালকে একাই গুঁড়িয়ে দিলেন সাগরিকা। হ্যাটট্রিকসহ ৪ গোল করে বাংলাদেশকে ভাসালেন শি
১২ ঘণ্টা আগেসমীকরণটা সহজ—ড্র করলেই মিলবে শিরোপা। শুধু ড্র নয়, বাংলাদেশ হাঁটছে জয়ের পথে। অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপে শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে অলিখিত ফাইনাল। বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথমার্ধ শেষে নেপালের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আছে বাংলাদেশ।
১৩ ঘণ্টা আগেস্টেডিয়ামে বাইরের খাবার ও পানীয় নিয়ে ঢোকার ব্যাপারে দীর্ঘদিন নিষিদ্ধ থাকলেও বাংলাদেশ-পাকিস্তান সিরিজের জন্য সেটা তুলে নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষণা দেওয়া হয়েছিল—দর্শক চাইলে হালকা খাবার ও পানীয় সঙ্গে করে আনতে পারবেন। তবে গতকাল প্রথম টি-টোয়েন্টির পরই সিদ্ধান্ত বদলে ফেলে বোর্ড।
১৬ ঘণ্টা আগে