‘খুব তাড়াতাড়ি চলে গেলে। আমার হৃদয় চুরমার হয়ে গেছে। তোমাকে সারা জীবন ভালোবাসব ভাইয়া’—অ্যান্ড্রু সাইমন্ডসের মৃত্যুস্থল হার্ভে রেঞ্জে আজ ফুলের সঙ্গে আবেগমাখা চিঠি রেখে এসেছেন তাঁর বোন লুইস সাইমান্ডস।
দুর্ঘটনাস্থলে কিছুক্ষণ নীরবে বসে থেকে প্রয়াত ভাইকে শ্রদ্ধা জানান লুইস। ফেরার সময় সংবাদমাধ্যমকে বলেন, ‘ওকে (সাইমন্ডসকে) যদি আরেকবার ছুঁয়ে দেখতে পারতাম।’
ভাইয়ের অকাল মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছে না লুইস। তাঁর অভিযোগ, ‘মোড় ঘোরানোর জায়গায় বেশ কয়েকবার ব্রেক করার চিহ্ন দেখতে পেয়েছি। এরপরও গাড়ি কীভাবে উল্টে গেল? এ ব্যাপারে পুলিশ এখনো নিশ্চুপ। তাদের কোনো ধারণা নেই।’
আসলেই জীবন কত নির্মম, অদ্ভুত! নয়তো হৃদয়বিদারক মৃত্যুতেও রহস্য লুকিয়ে থাকবে কেন?
সড়ক দুর্ঘটনায় গত শনিবার রাতে মারা যান সাইমন্ডস। অস্ট্রেলিয়ার হয়ে দুটি বিশ্বকাপ জেতা অলরাউন্ডার নিজ গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ওপারে পাড়ি জমালেও বিস্ময়করভাবে বেঁচে গেছে তাঁর দুটি কুকুর।
সাইমন্ডসকে উদ্ধারে সবার আগে ছুটে আসেন ওয়েলন টাউনসন নামে এক ব্যক্তি। এই প্রত্যক্ষদর্শী জানান, নিথর সাইমন্ডসের পাশে ব্লু হিলার প্রজাতির দুটি কুকুর ছিল। একটিকে খুব সংবেদনশীল দেখাচ্ছিল। তারা কিছুতেই সাইমন্ডসকে ছেড়ে যেতে চায়নি।
মনিবের করুণ পরিণতি খুব কাছ থেকে দেখেছে দুই পোষ্য। সে কারণে কুইন্সল্যান্ড পুলিশের ডগ স্কোয়াড কুকুর দুটির আচরণ পর্যবেক্ষণ করে তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে। পুলিশ বলছে, সাইমন্ডস নাকি আরেকটি প্রাণী ছেড়ে এসেছিলেন। চলন্ত অবস্থায় সে কথা মনে পড়তেই দ্রুত গাড়ি ঘোরানোর চেষ্টা করেছিলেন তিনি। এতেই বাঁধে বিপত্তি।
স্বামীকে হারিয়ে মূর্ছা গেছেন স্ত্রী লরা সাইমন্ডসও। খবর পেয়েই দুই সন্তান কোল ও বিলিকে নিয়ে সিডনি থেকে ঘটনাস্থলে আসেন তিনি। বলেন, ‘ও খুব দক্ষ চালক ও আত্মসচেতন। আমাদের এখনো বিশ্বাস হচ্ছে না ও আর নেই।’
‘খুব তাড়াতাড়ি চলে গেলে। আমার হৃদয় চুরমার হয়ে গেছে। তোমাকে সারা জীবন ভালোবাসব ভাইয়া’—অ্যান্ড্রু সাইমন্ডসের মৃত্যুস্থল হার্ভে রেঞ্জে আজ ফুলের সঙ্গে আবেগমাখা চিঠি রেখে এসেছেন তাঁর বোন লুইস সাইমান্ডস।
দুর্ঘটনাস্থলে কিছুক্ষণ নীরবে বসে থেকে প্রয়াত ভাইকে শ্রদ্ধা জানান লুইস। ফেরার সময় সংবাদমাধ্যমকে বলেন, ‘ওকে (সাইমন্ডসকে) যদি আরেকবার ছুঁয়ে দেখতে পারতাম।’
ভাইয়ের অকাল মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছে না লুইস। তাঁর অভিযোগ, ‘মোড় ঘোরানোর জায়গায় বেশ কয়েকবার ব্রেক করার চিহ্ন দেখতে পেয়েছি। এরপরও গাড়ি কীভাবে উল্টে গেল? এ ব্যাপারে পুলিশ এখনো নিশ্চুপ। তাদের কোনো ধারণা নেই।’
আসলেই জীবন কত নির্মম, অদ্ভুত! নয়তো হৃদয়বিদারক মৃত্যুতেও রহস্য লুকিয়ে থাকবে কেন?
সড়ক দুর্ঘটনায় গত শনিবার রাতে মারা যান সাইমন্ডস। অস্ট্রেলিয়ার হয়ে দুটি বিশ্বকাপ জেতা অলরাউন্ডার নিজ গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ওপারে পাড়ি জমালেও বিস্ময়করভাবে বেঁচে গেছে তাঁর দুটি কুকুর।
সাইমন্ডসকে উদ্ধারে সবার আগে ছুটে আসেন ওয়েলন টাউনসন নামে এক ব্যক্তি। এই প্রত্যক্ষদর্শী জানান, নিথর সাইমন্ডসের পাশে ব্লু হিলার প্রজাতির দুটি কুকুর ছিল। একটিকে খুব সংবেদনশীল দেখাচ্ছিল। তারা কিছুতেই সাইমন্ডসকে ছেড়ে যেতে চায়নি।
মনিবের করুণ পরিণতি খুব কাছ থেকে দেখেছে দুই পোষ্য। সে কারণে কুইন্সল্যান্ড পুলিশের ডগ স্কোয়াড কুকুর দুটির আচরণ পর্যবেক্ষণ করে তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে। পুলিশ বলছে, সাইমন্ডস নাকি আরেকটি প্রাণী ছেড়ে এসেছিলেন। চলন্ত অবস্থায় সে কথা মনে পড়তেই দ্রুত গাড়ি ঘোরানোর চেষ্টা করেছিলেন তিনি। এতেই বাঁধে বিপত্তি।
স্বামীকে হারিয়ে মূর্ছা গেছেন স্ত্রী লরা সাইমন্ডসও। খবর পেয়েই দুই সন্তান কোল ও বিলিকে নিয়ে সিডনি থেকে ঘটনাস্থলে আসেন তিনি। বলেন, ‘ও খুব দক্ষ চালক ও আত্মসচেতন। আমাদের এখনো বিশ্বাস হচ্ছে না ও আর নেই।’
আন্দ্রে রাসেল একটা ব্যাট উপহার দিয়েছিলেন টিম ডেভিডকে। সেই ব্যাট দিয়েই ওয়েস্ট ইন্ডিজকে রীতিমতো খুন করলেন! গত বছর নভেম্বরের পর অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টি সংস্করণে ব্যাট করতে নামলেন ডেভিড। পরের ঘটনা উঠে গেছে রেকর্ড বইয়ে। মাত্র ৩৭ বলে তুলে নিয়েছেন সেঞ্চুরি। ১৬ বলে করেছেন ফিফটি। অস্ট্রেলিয়ার হয়ে...
২৭ মিনিট আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে জো রুটের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বড় সংগ্রহের দিকে ইংল্যান্ড। তৃতীয় দিন শেষে ৭ উইকেটে ৫৪৪ রান তাদের। ১৮৬ রানের লিড নিয়ে আজ ৪র্থ দিন আবারও ব্যাটিংয়ে নামবে তারা। বিকেল ৪টায় শুরু হবে খেলা। সরাসরি সনি টেন ১ ও ৫ খেলা সম্প্রচার করবে।
১ ঘণ্টা আগেটানা দুটি সিরিজ জয়; শ্রীলঙ্কার পর এবার পাকিস্তান। দুই সিরিজ মিলিয়ে চার ম্যাচে জয়। এই ধারাবাহিক সাফল্যে আত্মবিশ্বাস বেড়েছে বাংলাদেশ দলের, এই কথা বলছেন অধিনায়ক লিটন দাসসহ দলের অন্য সদস্যরা। তবে এই আত্মবিশ্বাস কতটা কাজে দেবে দলের এবং এটা কি সত্যি না কৃত্রিম, এ নিয়ে যখন আলোচনা, তখন লিটনদের সামনে...
২ ঘণ্টা আগেশচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা—গাণিতিক হিসেবে ৬০.২৮ শতাংশ! ক্যারিয়ারের শুরুতে এমন সম্ভাবনা জাগিয়ে অনেকেই হারিয়ে গেছেন কিংবা অনেক আগেই থেমে যায় তাঁদের ক্যারিয়ার। কিন্তু জো রুট একদমই ভিন্ন। শচীনকে ছাড়িয়ে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে দারুণভাবে ছুটছেন ইংলিশ এ ব্যাটার। পরিসং
১৫ ঘণ্টা আগে