Ajker Patrika

শরীফুলের তোপে ৩ উইকেট নেই শ্রীলঙ্কার

ক্রীড়া ডেস্ক
শরীফুলের তোপে ৩ উইকেট নেই শ্রীলঙ্কার

বাংলাদেশ প্রথম উইকেট হারিয়েছিল স্কোরবোর্ডে কোনো রান জমা পরার আগেই। এরপর সেই ধাক্কা সামলে লড়াকু সংগ্রহই পেয়েছেন নাজমুল হোসেন শান্তরা। সৌম্য সরকারের ৬৮ ও তাওহীদ হৃদয়ের অপরাজিত ৯৬ রানে ৭ উইকেটে করেছে ২৮৬ রান। লক্ষ্য তাড়া করতে নেমে ৪৩ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়েছে শ্রীলঙ্কা। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত লঙ্কানরা ১১ ওভারে ৩ উইকেট হারিয়ে করেছে ৬৭ রান। জয়ের জন্য শ্রীলঙ্কার দরকার ২২০ রান আর বাংলাদেশের ৭ উইকেট। ব্যাটিংয়ে আছেন লঙ্কান ওপেনার পাতুম নিশাঙ্কা (৩১) ও চারিত আসালাঙ্কা (১৩)। 

শ্রীলঙ্কাকে শুরুতেই চেপে ধরেন শরীফুল ইসলাম। ইনিংসের দ্বিতীয় বলেই তিনি বাংলাদেশকে এনে দেন উদ্‌যাপনের উপলক্ষ। শরীফুলের বলে সৌম্যের হাতে ক্যাচ দিয়ে ফেরেন লঙ্কান ওপেনার আভিষ্কা ফার্নান্দো (০)। এরপর নিশানকার সঙ্গে দ্বিতীয় উইকেটে ৪১ রানের জুটি গড়ে চাপটা সামলাতে চেষ্টা করেন কুশল মেন্ডিস। তবে লঙ্কান উইকেটরক্ষক আজ জ্বলে উঠতে পারেননি। ব্যক্তিগত ১৬ বলে তাসকিন আহমেদের বলে বন্দী হন মুশফিকুর রহিমের গ্লাভসে। 

মেন্ডিসের ফেরার পর স্কোরবোর্ডে আর ১ রান যোগ হতেই বিদায় নেন সাদিরা সামরাবিক্রমা (১)। তাঁকেও ফেরান শরীফুল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

চট্টগ্রামে হামলায় ‘নিরাপত্তাহীন’ পুলিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত