Ajker Patrika

ওমান পৌঁছে রুম কোয়ারেন্টিনে মাহমুদউল্লাহরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ওমান পৌঁছে রুম কোয়ারেন্টিনে মাহমুদউল্লাহরা

পাঁচ ঘণ্টারও বেশি ভ্রমণ শেষে ওমানে পৌঁছলেন মাহমুদউল্লাহ রিয়াদ-মুশফিকুর রহিমরা। আজ সোমবার সকাল সাড়ে ছয়টায় বাংলাদেশ দলকে বহনকারী উড়োজাহাজটি মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে সোজা হোটেলে চলে যান ক্রিকেটাররা। 

গতকাল রোববার রাতে বাংলাদেশের ওমানযাত্রা নিয়ে কম নাটক হয়নি। এই ফ্লাইট বাতিলের খবর তো, এই ফ্লাইট চলার ঘোষণা। এক ঘণ্টা ধরে ক্ষণে ক্ষণে বদলাতে থাকে সিদ্ধান্ত। অবশেষে আগের সময়ের প্রায় তিন ঘণ্টা পিছিয়ে রাত দেড়টার দিকে রওনা দেন মাহমুদউল্লাহরা। 

সূচি অনুযায়ী, ওমানে পৌঁছার পর আজ রুম কোয়ারেন্টিনে থাকবেন সৌম্য–আফিফরা। কোয়ারেন্টিন শেষে আগামীকাল মাঠের অনুশীলনে নেমে পড়বেন ক্রিকেটাররা। চার দিন ধরে অনুশীলনে ঝালিয়ে নেওয়ার পর প্রস্তুতি ম্যাচ খেলতে মাহমুদউল্লাহরা আরব আমিরাতের উদ্দেশে রওনা দেবেন ৯ অক্টোবর। সেখানেও একদিনের কোয়ারেন্টিন করতে হবে বাংলাদেশ দলকে। 

এরপর একদিন অনুশীলন শেষে ১২ অক্টোবর প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ। একদিনের বিরতি দিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলে ওমানে ফিরে আসবে দল। এখানেই বিশ্বকাপের প্রথম রাউন্ডে (বাছাইপর্বে) খেলবেন রাসেল ডমিঙ্গোর শিষ্যরা। 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিয়ে ব্যস্ত থাকায় ওমানে প্রস্তুতি পর্বে সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানকে পাচ্ছে না বাংলাদেশ। দুই তারকা আরব আমিরাতে দলের সঙ্গে যোগ দেবেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত