Ajker Patrika

ব্যাটিং ব্যর্থতা বেশি ভোগাচ্ছে বাংলাদেশকে

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১১ অক্টোবর ২০২৫, ১২: ০২
নিউজিল্যান্ডের কাছে বাজেভাবে হেরেছে বাংলাদেশ। ছবি: ক্রিকইনফো
নিউজিল্যান্ডের কাছে বাজেভাবে হেরেছে বাংলাদেশ। ছবি: ক্রিকইনফো

পাকিস্তানকে হারিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু কলম্বো থেকে গুয়াহাটি—ভেন্যু বদলাতেই গেল বাংলাদেশের ছন্দপতন। গুয়াহাটিতে ইংল্যান্ড, নিউজিল্যান্ড দুই দলের কাছেই হেরেছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। যার মধ্যে গতকাল নিউজিল্যান্ডের কাছে বাংলাদেশ হেরেছে ১০০ রানে।

গুয়াহাটিতে গতকাল টস জিতে আগে ব্যাটিং নিয়ে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২২৭ রান করেছে নিউজিল্যান্ড। জয়ের লক্ষ্যে নেমে ১৪ ওভারে ৬ উইকেটে ৩৩ রানে পরিণত হয় বাংলাদেশ। কার্যত এখানেই তো শেষ জ্যোতির দল। তার চেয়েও বড় কথা বাংলাদেশ ম্যাচে প্রথম বাউন্ডারি পেয়েছে ১৫তম ওভারে। সেই ওভারের শেষ বলে নিউজিল্যান্ডের লেগস্পিনার আমেলিয়া কারকে চার মারেন নাহিদা আক্তার। নাহিদা যে চার মেরেছেন, সেটাও এসেছে আউটসাইড এজে। পাওয়ার প্লেতে (প্রথম ১০ ওভার) যেখানে রানের বন্যা বইয়ে দেওয়ার কথা, সেখানে ডটের পর ডট দিয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে বাংলাদেশ।

৩৩ রানে ৬ উইকেট হারানোর পর বাংলাদেশের ১০০ রানের আগে গুটিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত তারা ৩৯.৫ ওভারে ১২৭ রানে অলআউট হয়ে গেছে। নিউজিল্যান্ডের কাছে ১০০ রানে হারের পর সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হয়ে আসেন রাবেয়া খান। বাজে হারের ব্যাখ্যায় বাংলাদেশের লেগস্পিনার বলেন, ‘গত ২ ম্যাচে আমরা হেরেছি। ব্যাটিং ধসটাই আমাদের বেশি ভোগাচ্ছে। বোলিং, ফিল্ডিং দারুণ হচ্ছে। এটা ধরে রাখতে হবে। শুরুতে বেশি উইকেট হারিয়ে ফেলেছি।’

টস জিতে গতকাল আগে ব্যাটিং নিয়ে নিউজিল্যান্ড ১১ ওভারে ৩ উইকেটে ৩৮ রানে পরিণত হয়। এমন অবস্থায় চতুর্থ উইকেটে সোফি ডিভাইন ও ব্রুক হ্যালিডে ১৬৬ বলে ১১২ রানের জুটি গড়েন। ডিভাইন (৬৩), হ্যালিডে (৬৯)—দুজনের ব্যাট থেকেই এসেছে ফিফটি। শেষ ১০ ওভারে ৫ উইকেট হারালেও নিউজিল্যান্ড যোগ করেছে ৭৪ রান। এদিকে ৩৩ রানে ৬ উইকেট হারানোর পর বাংলাদেশের বড় হার ঠেকানোটাই হয়ে যায় বড় চ্যালেঞ্জ। ফাহিমা খাতুন (৩৪), নাহিদা আক্তার (১৭) ও রাবেয়া খান (২৫) দুই অঙ্ক পেরিয়েছেন বলেই বাংলাদেশ ১০০ পেরোতে পেরেছে। যেখানে রুবিয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার সুপ্তা, নিগার সুলতানা জ্যোতি, সোবহানা মোস্তারি, সুমাইয়া আক্তার—প্রথম সারির পাঁচ ব্যাটারের প্রত্যেকে আউট হয়েছেন এক অঙ্কের ঘরে।

রাবেয়ার মতে স্বীকৃত ব্যাটাররা ভালো ব্যাটিং না করলে ম্যাচ জেতা সম্ভব না। বাংলাদেশের এই তারকা লেগস্পিনার বলেন, ‘এটা আসলে ব্যাটারদেরই জিজ্ঞেস করা উচিত। লোয়ার অর্ডার থেকে যত ভালো স্কোরই আসুক, ওপর থেকে রান না এলে ভালো করা কঠিন। উইকেট একই ছিল। আমরা খেলতে পারিনি, সেটা আমাদের ব্যর্থতা।’

ইংল্যান্ডের বিপক্ষেও বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা দেখা গিয়েছিল। সেদিন টস হেরে আগে ব্যাটিং পেয়ে জ্যোতির দল ৪৯.৪ ওভারে ১৭৮ রানে গুটিয়ে গিয়েছিল। ফাহিমা খাতুন, মারুফা আক্তারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ইংল্যান্ডের জিততে ২৭৭ বল লেগেছে। গুয়াহাটিতে গতকাল বাংলাদেশকে ১০০ রানে হারিয়ে এবারের নারী বিশ্বকাপে প্রথম জয় পেয়েছে নিউজিল্যান্ড। সমান ২ পয়েন্ট হলেও নেট রানরেটের কারণে পাঁচ ও ছয়ে নিউজিল্যান্ড ও বাংলাদেশ। নিউজিল্যান্ড ও বাংলাদেশের নেট রানরেট -০.২৪৫ ও -০.৩৫৭।

আরও পড়ুন:

ব্যাটিং বিপর্যয়ে নিউজিল্যান্ডের কাছে হারল বাংলাদেশ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘জুলাই যোদ্ধাকে’ জুলাই ফাউন্ডেশনে পাইপ দিয়ে মারধর, ১৩ জনের বিরুদ্ধে মামলা

ভারতের হারে বাংলাদেশের বিদায়, হামজার হতাশা

এবার দলগুলো পেল চূড়ান্ত জুলাই সনদ ও স্বাক্ষরের আমন্ত্রণপত্র

সেনা কর্মকর্তাদের জন্য ‘সাবজেল’ ঘোষণার যৌক্তিকতা কী, টিআইবির প্রশ্ন

ভাবিকে হত্যার ১০ বছর পরে ভাতিজিকে পিটিয়ে হত্যা করলেন হাবিল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত