Ajker Patrika

ভারতীয় ক্রিকেটারদের হঠাৎ কালো আর্মব্যান্ড পরার কারণ কী

ক্রীড়া ডেস্ক    
কালো আর্মব্যান্ড পরে খেলছেন ভারতীয় ক্রিকেটাররা। ছবি: এএফপি
কালো আর্মব্যান্ড পরে খেলছেন ভারতীয় ক্রিকেটাররা। ছবি: এএফপি

দুবাইয়ে আজ ভারত-অস্ট্রেলিয়া প্রথম সেমিফাইনাল দিয়ে শুরু হয়েছে চ্যাম্পিয়নস ট্রফির নকআউট পর্ব। এই ম্যাচে ভারতের ক্রিকেটাররা কালো আর্মব্যান্ড পরে খেলছেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে টসের সময় দেখা গেছে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার পরনে কালো আর্মব্যান্ড। অধিনায়কের মতো সতীর্থদের হাতেও দেখা গেছে এই আর্মব্যান্ড। ভারতের ঘরোয়া ক্রিকেটের কিংবদন্তি স্পিনার পদ্মকর শিভালকরের স্মরণেই মূলত দুবাইয়ে সেমিফাইনালে কালো আর্মব্যান্ড পরেছেন রোহিত, বিরাট কোহলি, লোকেশ রাহুলরা। মুম্বাইয়ে গতকাল ৮৪ বছর বয়সে মারা গেছেন শিভালকর।

প্রথম শ্রেণির ক্রিকেটে শিভালকরের ১২৪ ম্যাচে নিয়েছেন ৫৮৯ উইকেট। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ৪২ বার। ১০ বার নিয়েছেন ম্যাচে ১০ উইকেট। কিংবদন্তি স্পিনারের মৃত্যুতে ভারতীয় ক্রিকেট বোর্ড আজ শোক প্রকাশ করে বিসিসিআই বলেছে, ‘শ্রী পদ্মকর শিভালকরের অপ্রত্যাশিত মৃত্যুতে বিসিসিআই গভীরভাবে শোকাহত। তিনি ২০২৫ সালের ৩ মার্চ মারা গেছেন। ভারতের ঘরোয়া ক্রিকেটের কিংবদন্তি বাঁহাতি স্পিনার তাঁর অসাধারণ দক্ষতা এবং খেলার প্রতি ভালোবাসার কারণেই বিখ্যাত।’

রঞ্জি ট্রফিতে শিভালকরের মনে রাখার মতো পারফরম্যান্স ছিল ১৯৭২-৭৩ মৌসুমে। সেবার ফাইনালে তামিলনাড়ুর বিপক্ষে প্রথম ইনিংসে ১৬ রানে ৮ উইকেট নিয়েছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে নিয়েছিলেন ৫ উইকেট। শিভালকরের ঘূর্ণিজাদুতেই শিরোপা জিতেছিল মুম্বাই। তবে আন্তর্জাতিক ক্রিকেটে কখনোই ম্যাচ খেলা হয়নি কিংবদন্তি এই স্পিনারের।

ভারতের বিপক্ষে আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৭ ওভারে ৪ উইকেটে ১৪৪ রান করেছে অজিরা। স্মিথ ৭২ বলে ৫৯ রান করে অপরাজিত। কেবল ব্যাটিংয়ে নেমেছেন অ্যালেক্স ক্যারি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত