ক্রীড়া ডেস্ক
এ বছরের আগস্টে নতুন চেয়ারম্যান পেল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। এই পদে গ্রেগ বার্কলের স্থলাভিষিক্ত হয়েছেন জয় শাহ। আইসিসি প্রধানের পদে পরিবর্তন যেমন এসেছে, তেমনি কাঠামোগতও পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে।
জয় শাহর আইসিসি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব শুরু হবে ১ ডিসেম্বর। তিনি তিন বছর মেয়াদে দুই দফায় চেয়ারম্যান পদে বসতে যাচ্ছেন। যেখানে সাধারণত দুই বছর মেয়াদী তিন দফায় আইসিসি প্রধানের পদে থাকতে পারতেন। দুবাইয়ে আইসিসির সবশেষ বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ক্রিকইনফোর গত রাতে এক প্রতিবেদনে জানা গেছে। আইসিসিও একই রাতে জানিয়েছে, এই সুপারিশ অনুমোদন পেতে তারা পূর্ণ সদস্য ও সহযোগী সদস্যের মাঝে তা প্রচার করা হবে।
আইসিসির চেয়ারম্যান পদে এমন সুপারিশের যথাযথ কারণ অবশ্য জানা যায়নি। তবে এটুকু বুঝতে পারা গেছে, আইসিসির প্রশাসনিক কাঠামো উন্নত করতেই এমন চিন্তাভাবনা। আইসিসি বোর্ডের বিশ্বাস এতে চেয়ারম্যান, স্বাধীন পরিচালক উভয় পক্ষকে নিরাপত্তা ও স্থায়িত্ব দেবে। যে স্বাধীন পরিচালক আইসিসি বোর্ডে বসবেন, তাঁকে প্রতি দুই বছর পরপর নির্বাচন নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। সব মিলিয়ে ছয় বছরের মেয়াদের ব্যাপারটা তো আগের মতোই থাকছে।
জয় শাহ এ বছরের ২৭ আগস্ট বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বার্কলে তাঁর মেয়াদ বাড়াতে আগ্রহী না হওয়ায় জয় শাহ ছিলেন চেয়ারম্যান পদের জন্য একমাত্র মনোনীত প্রার্থী। ২০২০ সালের ২৪ নভেম্বর প্রথমবারের মতো আইসিসির চেয়ারম্যান নিযুক্ত হয়েছিলেন বার্কলে। এ বছরের ৩০ নভেম্বর পর্যন্ত তাঁর চাকরির মেয়াদ রয়েছে। দুই মেয়াদে আইসিসির এই সম্মানজনক পদে চাকরি করছেন বার্কলে।
২০১৯ সালে অক্টোবরে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব এবং ২০২১ সালের জানুয়ারি থেকে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন জয় শাহ। ১ ডিসেম্বর থেকে আইসিসির সবচেয়ে সম্মানজনক দায়িত্বভার উঠবে তাঁর কাঁধে।
আরও পড়ুন:
এ বছরের আগস্টে নতুন চেয়ারম্যান পেল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। এই পদে গ্রেগ বার্কলের স্থলাভিষিক্ত হয়েছেন জয় শাহ। আইসিসি প্রধানের পদে পরিবর্তন যেমন এসেছে, তেমনি কাঠামোগতও পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে।
জয় শাহর আইসিসি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব শুরু হবে ১ ডিসেম্বর। তিনি তিন বছর মেয়াদে দুই দফায় চেয়ারম্যান পদে বসতে যাচ্ছেন। যেখানে সাধারণত দুই বছর মেয়াদী তিন দফায় আইসিসি প্রধানের পদে থাকতে পারতেন। দুবাইয়ে আইসিসির সবশেষ বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ক্রিকইনফোর গত রাতে এক প্রতিবেদনে জানা গেছে। আইসিসিও একই রাতে জানিয়েছে, এই সুপারিশ অনুমোদন পেতে তারা পূর্ণ সদস্য ও সহযোগী সদস্যের মাঝে তা প্রচার করা হবে।
আইসিসির চেয়ারম্যান পদে এমন সুপারিশের যথাযথ কারণ অবশ্য জানা যায়নি। তবে এটুকু বুঝতে পারা গেছে, আইসিসির প্রশাসনিক কাঠামো উন্নত করতেই এমন চিন্তাভাবনা। আইসিসি বোর্ডের বিশ্বাস এতে চেয়ারম্যান, স্বাধীন পরিচালক উভয় পক্ষকে নিরাপত্তা ও স্থায়িত্ব দেবে। যে স্বাধীন পরিচালক আইসিসি বোর্ডে বসবেন, তাঁকে প্রতি দুই বছর পরপর নির্বাচন নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। সব মিলিয়ে ছয় বছরের মেয়াদের ব্যাপারটা তো আগের মতোই থাকছে।
জয় শাহ এ বছরের ২৭ আগস্ট বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বার্কলে তাঁর মেয়াদ বাড়াতে আগ্রহী না হওয়ায় জয় শাহ ছিলেন চেয়ারম্যান পদের জন্য একমাত্র মনোনীত প্রার্থী। ২০২০ সালের ২৪ নভেম্বর প্রথমবারের মতো আইসিসির চেয়ারম্যান নিযুক্ত হয়েছিলেন বার্কলে। এ বছরের ৩০ নভেম্বর পর্যন্ত তাঁর চাকরির মেয়াদ রয়েছে। দুই মেয়াদে আইসিসির এই সম্মানজনক পদে চাকরি করছেন বার্কলে।
২০১৯ সালে অক্টোবরে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব এবং ২০২১ সালের জানুয়ারি থেকে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন জয় শাহ। ১ ডিসেম্বর থেকে আইসিসির সবচেয়ে সম্মানজনক দায়িত্বভার উঠবে তাঁর কাঁধে।
আরও পড়ুন:
গতকাল বৃষ্টি অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে তুললেও ঝামেলায় ফেলে আফগানিস্তানকে। সেমিতে ওঠার জন্য ‘আকাশ-কুসুম’ সমীকরণের মুখেই পড়ে তারা, যেখানে সবকিছু নির্ভর করছিল ইংল্যান্ডের ওপর। কিন্তু দিনশেষে আসর থেকে ছিটকেই যেতে হলো আফগানিস্তানকে।
২ ঘণ্টা আগে৩ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে দেশের পুরোনো ঘরোয়া টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। লিগ শুরুর আগে আজ বিকেলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আয়োজিত হয় ডিপিএলের ট্রফি উন্মোচন অনুষ্ঠান। তার আগে ডিপিএলে অংশগ্রহণকারী ১২ দলের অধিনায়ক, ক্লাব কর্মকর্তারা এবং আয়োজক সংস্থা সিসিডিএমের
২ ঘণ্টা আগেদ্রুত সময়ের মধ্যেই যেন বেশ বিকশিত আফগান ক্রিকেট। তাদের উন্নতিও বেশ চোখে পড়ার মতো। গত কয়েক বছরে আইসিসি ইভেন্টে তাদের পারফরম্যান্স আশা দেখাচ্ছে সামনে ভালো কিছুরই। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার ডেল স্টেইন মনে করেন, আফগানিস্তান আগামী এক দশকের মধ্যেই আইসিসি ট্রফি জিততে সক্ষম হবে। তবে এ জন্য তাদের ব্যক্
৩ ঘণ্টা আগেবিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের জন্য ৫২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। ৭ মার্চ তালিকার সংখ্যা কমিয়ে চূড়ান্ত দল ঘোষণা করবেন তিনি। ব্রাজিলের ভক্তদের জন্য সুখবর হলো প্রাথমিক দলে রাখা হয়েছে নেইমারকে। প্রায় দেড় বছর পর জাতীয় দলে ফিরলেন ৩৩ বছর বয়সী
৫ ঘণ্টা আগে