Ajker Patrika

ওপেনিং জুটিতে ১৫০, গুরবাজের সেঞ্চুরিতে আফগানদের ৩১০

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ মার্চ ২০২৪, ২২: ১০
ওপেনিং জুটিতে ১৫০, গুরবাজের সেঞ্চুরিতে আফগানদের ৩১০

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে ভালো যায়নি রহমানউল্লাহ গুরবাজের। আফগানিস্তানও হেরেছে ৬ উইকেটে। তবে সিরিজের ওয়ানডে ম্যাচে আলো ছড়াল আফগানিস্তানের টপ অর্ডার। গুরবাজ তুলে নিয়েছেন ষষ্ঠ ওয়ানডে সেঞ্চুরি। যার সুবাদে শারজা ক্রিকেট স্টেডিয়ামে আইরিশদের ৩১১ রানের বড় লক্ষ্য ছুড়ে দিয়েছে আফগানিস্তান। 

১২১ রানের অসাধারণ এক ইনিংস খেলেছেন গুরবাজ। আফগান ক্রিকেটারদের মধ্যে দ্রুততম ষষ্ঠ ওয়ানডে সেঞ্চুরি করা ক্রিকেটারও তিনি। টস জিতে আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিং ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান আফগানদের। ওপেনিং জুটিতে গুরবাজ ও ইব্রাহিম জাদরান তোলেন ১৫০ রান। বড় সংগ্রহের ভিত গড়ে দেন তাঁরা। 

গুরবাজের ব্যাট সাবলীল থাকলেও কিছুটা ধীর গতিতে এগোচ্ছিল ইব্রাহিমের রান। তবে ৩১ তম ওভারে তাঁকে ফিরিয়ে আয়ারল্যান্ডকে ব্রেক-থ্রু এনে দেন বাঁহাতি স্পিনার থিও ভ্যান ওয়ার্কম। ৯৩ বলে ৬০ রান আসে ইব্রাহিমের ব্যাট থেকে। 

অন্যদিকে ৭১ বলে ফিফটি করা গুরবাজ ১০৮ বলে তুলে নিয়েছেন সেঞ্চুরি। ৩৯ তম ওভারে আরও দুটি উইকেট নিয়ে আফগানদের কিছুটা চেপে ধরার চেষ্টা করেন ওয়ার্কম। সেই ওভারে তিন নম্বরে ব্যাটিংয়ে নামা আজমতউল্লাহ ওমরজাইকে ১৯ রানে এবং গুরবাজকে ফেরান ওয়ার্কম। ১১৭ বলে ১২১ রান আসে তাঁর ব্যাট থেকে। ৬টি ছক্কা ও ৮টি চার ছিল তাঁর ইনিংসে। 

শেষ দিকে মোহাম্মদ নবির ২৭ বলে ৪০ ও হাসমতউল্লাহ শাহিদির ৩৩ বলে ৫০ রানের ঝোড়ো ইনিংসের সুবাদে ৫ উইকেটে ৩১০ রান তোলে আফগানিস্তান। ৫৫ রান খরচে ৩টি উইকেট নিয়েছেন আয়ারল্যান্ডের ওয়ার্কম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত