Ajker Patrika

পাকিস্তানের নতুন নির্বাচক কমিটিতে মোহাম্মদ ইউসুফ

পাকিস্তানের নতুন নির্বাচক কমিটিতে মোহাম্মদ ইউসুফ

কদিন পর পরই পাকিস্তান ক্রিকেটে বোর্ডে (বিসিবি) বিভিন্ন পদে রদবদল। টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থ হওয়ার পর পাকিস্তান দলের নির্বাচক কমিটি থেকে দুই সদস্যকে সরিয়ে দিয়েছে পিসিবি। একদিন পরই আজ নতুন কমিটি ঘোষণা করেছে তারা। 

আগের কমিটি থেকে সরিয়ে দেওয়া হয় সাবেক ক্রিকেটার ওয়াহাব রিয়াজ ও আব্দুল রাজ্জাককে। তাঁদের জায়গায় সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ ও আসাদ শফিককে কমিটির নতুন সদস্য করা হয়েছে। 

নতুন কমিটি ঘোষণার পাশাপাশি নির্বাচক কমিটিতে কিছু নীতিগত পরিবর্তনও আনছে পিসিবি। নতুন নীতির আওতায় নির্বাচক কমিটির চেয়ারম্যানের প্রভাব থাকবে সীমিত গণ্ডির মধ্যে। টি-টোয়েন্টি বিশ্বকাপের দল নির্বাচনে প্রভাব রেখেছিলেন ওয়াহাব। ক্রিকেটারদের ভালো পারফরম্যান্স নিশ্চিত না করে দল নির্বাচনে ব্যক্তিগত প্রভাব রাখার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। 

বিশ্বকাপে পাকিস্তান দলের বাজে পারফরম্যান্সের সঙ্গে ক্রিকেটারদের মধ্যে দ্বন্দ্ব এবং ড্রেসিংরুমে অস্বস্তিকর পরিবেশের কারণে আলোচনায় ছিলেন বাবর আজমরা। টুর্নামেন্টের মাঝপথে পুরো দলকে ঢেলে সাজানোর ঘোষণা দিয়ে রেখেছিল পিসিবি। সেই অনুযায়ী আগের নির্বাচক কমিটিকে ছাঁটাই করে নতুন কমিটি ঘোষণা করেছে তারা।

নতুন কমিটির দায়িত্ব শুরু হবে বাংলাদেশ বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে। আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট এবং ৩০ আগস্ট করাচিতে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তানের দ্বিতীয় টেস্ট। ইউসুফ পাকিস্তানের সফল ব্যাটারদের একজন। ২৮৮ ওয়ানডেতে ২৭৩ ইনিংসে করেছেন ৯৭২০ রান, গড় ৪১.৭১। ৯০ টেস্টে ১৫৬ ইনিংসে ৭৫৩০ রান তাঁর, গড় ৫২.২৯। ৩ টি-টোয়েন্টিতে করেছেন ৫০ রান। তিন সংস্করণ মিলিয়ে ৩৯টি সেঞ্চুরি আছে ইউসুফের। 

শফিক আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ২০২০ সালে। টেস্টে মিডল অর্ডারে দারুণ ভূমিকা রেখেছেন তিনি। ৭৭ টেস্টে ৪৬৬০ রান তাঁর। ১২ সেঞ্চুরির পাশাপাশি ফিফটি আছে ২৭ টি। ৬০ ওয়ানডেতে করেছেন ১৩৬০ রান, ১০ টি-টোয়েন্টিতে ১৯২ রান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত