Ajker Patrika

ভারত-কানাডা ম্যাচও এবার পরিত্যক্ত

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৫ জুন ২০২৪, ২২: ৩১
Thumbnail image

‘এ’ গ্রুপ থেকে ভারত ও যুক্তরাষ্ট্র আগেই নিশ্চিত করে ফেলেছে সুপার এইট। ফ্লোরিডার লডারহিলে ভারত-কানাডা ম্যাচটি ছিল দুদলের জন্যই স্রেফ নিয়মরক্ষার। তবে বৈরি আবহাওয়া যে এই ম্যাচটুকু হতে দিল না।

বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হওয়ার কথা ছিল ভারত-কানাডা ম্যাচ। তবে আউটফিল্ড স্যাঁতসেঁতে থাকায় নির্ধারিত সময়ে শুরু করা সম্ভব হয়নি। আম্পায়ার রিচার্ড কেটেলবোরো ও শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত মাঠ পর্যবেক্ষণে বের হয়ে মাঠের আউটফিল্ডের অবস্থা দেখেন। যদিও তাদের খুব একটা সন্তুষ্ট মনে হয়নি। রাত সাড়ে ৯টায় আবার মাঠ পর্যবেক্ষণ হয়। আম্পায়াররা মাঠ পর্যবেক্ষণ শেষে প্রধান মাঠকর্মীর সঙ্গে কথা বলেন। তখনই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। টসও হয়নি এই ম্যাচে। বৃষ্টি না হলেও আউটফিল্ডের অবস্থা আগে থেকেই বাজে হয়ে গিয়েছিল। এমনকি নেই সূর্যের দেখা। আকাশ তখনো মেঘলা। ভারত ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে যাচ্ছে সুপার এইটে। কানাডা শেষ করেছে ৩ পয়েন্ট নিয়ে। ৪ ম্যাচ খেলে জিতেছে ১ ম্যাচ। হেরেছে ২ ম্যাচ ও বৃষ্টিতে ভেসে গেছে এক ম্যাচ। 

ফ্লোরিডার লডারহিলে এবারের বিশ্বকাপের একটি ম্যাচও আয়োজন করা সম্ভব হয়নি। শ্রীলঙ্কা-নেপাল, যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড, ভারত-কানাডা—তিন ম্যাচই পরিত্যক্ত হয়েছে মাঠে কোনো বল গড়ানোর আগেই। ফ্লোরিডায় গত কদিন ধরেই বিরাজ করছিল বৈরি আবহাওয়া। প্রচণ্ড ঝড়-বৃষ্টির পাশাপাশি ছিল বজ্রপাত ও ভয়াবহ বন্যা। যার মধ্যে যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড গত রাতে বাতিল হয়ে গেলে পাকিস্তানের বিদায়ঘণ্টা বেজে যায় প্রথম পর্ব থেকেই। 

সুপার এইটে ভারত খেলবে বাংলাদেশ, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের বিপক্ষে। বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে সুপার এইটে না উঠলেও অনেকটাই নিশ্চিত হয়ে গেছে। ‘ডি’ গ্রুপে ৩ ম্যাচের দুটিতে জিতে ৪ পয়েন্ট ও ‍+ ০.৪৭৮ নেট রানরেট এখন দলটির। নেদারল্যান্ডসকে সুপার এইটে উঠতে হলে লঙ্কানদের বড় ব্যবধানে তো হারাতে হবেই। পাশাপাশি ডাচদের হিসেবে রাখতে হবে নেট রানরেট এবং বাংলাদেশ যেন নেপালের কাছে হারে, সেই প্রার্থনা করতে হবে ডাচদের। পরশু সেন্ট ভিনসেন্টে খেলবে বাংলাদেশ-নেপাল। একই দিন শ্রীলঙ্কা-নেদারল্যান্ডস মুখোমুখি হবে সেন্ট লুসিয়ায়। 

যুক্তরাষ্ট্র সুপার এইটে পাচ্ছে এবারের বিশ্বকাপের মূল আয়োজক ওয়েস্ট ইন্ডিজকে। দুই আয়োজকদের সঙ্গে সুপার এইটে থাকছে গ্রুপ পর্বে চার ম্যাচে চারটিতে জেতা দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ড অথবা স্কটল্যান্ড—দল দুটির মধ্যে কোনটি যাচ্ছে সুপার এইটে, তা নিশ্চিত হওয়া যাবে আগামীকাল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত