Ajker Patrika

মিরাজের অনবদ্য সেঞ্চুরি 

মিরাজের অনবদ্য সেঞ্চুরি 

খাদের কিনারায় দাঁড়িয়ে আবারও বাংলাদেশের লাগাম ধরলেন মেহেদী হাসান মিরাজ। ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে জয়ের নায়ক ছিলেন এই অলরাউন্ডার। আজ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মিরাজ তুলে নিয়েছেন অনবদ্য সেঞ্চুরি।

৮৩ বলে মোকাবিলায় মিরাজ খেলেছেন ১০০ রানের নান্দনিক এক ইনিংস। তাতে বাংলাদেশ আগে ব্যাটিং করে ৫০ ওভারে ৭ উইকেট সংগ্রহ করেছে ২৭১ রান। ৬৯ রানেই ৬ উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে সপ্তম উইকেটে মাহমুদউল্লাহ রিয়াদ ও মিরাজ গড়েছেন ১৪৮ রানের জুটি। মাহমুদউল্লাহ ৭৭ রানে আউট হলেও মিরাজ তুলে নিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত