Ajker Patrika

শততম টেস্টের আগে র‍্যাঙ্কিংয়ে বড় লাফ স্মিথের 

আপডেট : ০৫ জুলাই ২০২৩, ১৬: ৫৮
শততম টেস্টের আগে র‍্যাঙ্কিংয়ে বড় লাফ স্মিথের 

হেডিংলিতে আগামীকাল অ্যাশেজের তৃতীয় টেস্টে ১০০ তম টেস্ট খেলতে যাচ্ছেন স্টিভ স্মিথ। মাইলফলকের ম্যাচের আগে সুখবর পেলেন স্মিথ। আইসিসির সাপ্তাহিক র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন অস্ট্রেলিয়ার এই ব্যাটার স্টিভ স্মিথ। 

চলতি সপ্তাহের রোববার শেষ হয়েছে বহুল আলোচিত লর্ডস টেস্ট। টেস্টের প্রথম ইনিংসে ১১০ রান করেন স্মিথ। যা অস্ট্রেলিয়ার এই ব্যাটারের টেস্ট ক্যারিয়ারের ৩২ তম সেঞ্চুরি। দ্বিতীয় ইনিংসে করেন ৩৪ রান। ১৪৪ রান করে অ্যাশেজের এই দ্বিতীয় টেস্টে হয়েছেন ম্যাচসেরা। টেস্টে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ছয় নম্বর থেকে দুইয়ে উঠে এসেছেন স্মিথ। অন্যদিকে লর্ডসে জো রুট করেছেন ২৮ রান। হতশ্রী পারফরম্যান্সের পর শীর্ষস্থান হারিয়েছেন রুট। চার ধাপ পিছিয়ে র‍্যাঙ্কিংয়ে পাঁচে এখন ইংল্যান্ডের এই ব্যাটার। রুট সিংহাসনচ্যুত হওয়ায় শীর্ষে উঠেছেন কেইন উইলিয়ামসন। এবারের আইপিএলে চোটে পড়ে বিশ্বকাপটাই ঝুঁকিতে ফেলে দিয়েছেন নিউজিল্যান্ডের এই ব্যাটার। 

লর্ডস টেস্টে ঝোড়ো সেঞ্চুরি করা বেন স্টোকসের উন্নতি হয়েছে। টেস্টে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়ে ২৩ নম্বরে উঠে এসেছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক। দ্বিতীয় ইনিংসে ২১৪ বলে ১৫৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন স্টোকস। ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন বেন ডাকেট। ২৪ ধাপ এগিয়ে ১৮ নম্বরে উঠে এসেছেন ইংল্যান্ডের এই বাঁহাতি ব্যাটার। আর আগের মতোই ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে তিন, চার ও সাত নম্বরে আছেন মারনাস লাবুশেইন, ট্রাভিড হেড ও উসমান খাজা। 

টেস্টে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে এক ধাপ করে এগিয়েছেন স্টোকস ও রুট। স্টোকস এখন চার নম্বরে ও সাতে আছেন রুট। তাছাড়া অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের সেরা তিনে কোনো জায়গা পরিবর্তন হয়নি। এক, দুই ও তিনে আছেন রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন ও সাকিব আল হাসান। আর বোলারদের র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে দুইয়ে উঠে এসেছেন প্যাট কামিন্স। লর্ডস টেস্টে চার উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ার এই বোলার। বোলিংয়ে আগের মতোই শীর্ষে আছেন অশ্বিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত