Ajker Patrika

বাংলাদেশ দলের বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে অতৃপ্ত পাপন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ দলের বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে অতৃপ্ত পাপন

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জয় যেকোনো দেশের জন্য ভালো একটা প্রস্তুতি। সে হিসেবে বাংলাদেশ ভালো আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপ খেলতে যাবে। তবে সামগ্রিক প্রস্তুতি নিয়ে খুব একটা তৃপ্ত নন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। 

মিরপুরে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টি–টোয়েন্টিতে বাংলাদেশ হেরেছে ২৭ রানে। ৩–২ ব্যবধানে সিরিজ জিতেছে মাহমুদউল্লাহর দল। ম্যাচে শেষে বিসিবি সভাপতি জানিয়েছেন, টি–টোয়েন্টি বিশ্বকাপের দীর্ঘ মেয়াদী যে প্রস্তুতির পরিকল্পনা করেছিল তা বাস্তবায়ন হয়নি। 

পাপন সাংবাদিকদের বলেছেন, ‘টি–টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে আমাদের যে পরিকল্পনা ছিল, সেটি অনুযায়ী কিছুই করতে পারিনি। যেটা অনেক দেশ করতে পেরেছে। আমাদের পরিকল্পনা ছিল আমাদের দেশে কাউকে আনা কিংবা অন্য দেশে গিয়ে খেলা। এ সব নিয়ে সমস্যা ছিল। প্রথম এক বছর তো ছিল করোনাধাক্কা। আমাদের প্রস্তুতি যে খুব ভালো হয়েছে, সেটা বলব না। পরিকল্পনা অনুযায়ী হয়নি।’ 

সাকিব আল হাসান শেষ ম্যাচটা খেলেননি। তবে মিরপুরে তিনি এসেছিলেন বিসিবি সভাপতির সঙ্গে দেখা করতে। সাকিব নাকি পাপনকে বলেছেন, এবারের বিশ্বকাপে বাংলাদেশ ভালো কিছুই করবে। সাকিবের এই আত্মবিশ্বাস বিসিবি সভাপতিকে আশাবাদী করেছে। তিনি বলেছেন, ‘সাকিব আমাকে বলেছে আমাদের ভালো সুযোগ আছে। সাকিব মতো খেলোয়াড় যখন বলে আমাদের ভালো সুযোগ আছে, দলের আত্মবিশ্বাস আছে, এটা গুরুত্বপূর্ণ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তামিম কি তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হবেন

রাজনৈতিক দলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ, হেফাজতে সেনা কর্মকর্তা

পিআর পদ্ধতিতেই হবে ১০০ আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত

নারীর ‘বগলের গন্ধ’ পুরুষের মানসিক চাপ কমায়, তবে কি মানুষেরও আছে ফেরোমোন!

বাংলাদেশি পণ্যে ভারতের চেয়ে কম শুল্কের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত