Ajker Patrika

সেঞ্চুরির বন্যায় লঙ্কানদের রানের পাহাড় 

সেঞ্চুরির বন্যায় লঙ্কানদের রানের পাহাড় 

গল স্টেডিয়ামে শ্রীলঙ্কা-আয়ারল্যান্ড দ্বিতীয় টেস্টে বসেছে ‘সেঞ্চুরির মেলা।’ দুটো দলই যেন নেমেছে সেঞ্চুরির প্রতিযোগিতায়। লঙ্কানদের ইনিংসে হয়েছে চার সেঞ্চুরি। চার ব্যাটারের সেঞ্চুরিতে রানের পাহাড় গড়ে এখন জয়ের স্বপ্ন দেখছে লঙ্কানরা। ১৫৮ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শেষ করেছে আয়ারল্যান্ড। যেখানে সফরকারীরা হারিয়েছে ২ উইকেট।

১ উইকেটে ৩৫৭ রানে আজ চতুর্থ দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। চতুর্থ দিনের শুরু থেকে দুই লঙ্কান ব্যাটার নিশান মধুষ্কা ও কুশল মেন্ডিস আয়ারল্যান্ড বোলারদের কঠিন পরীক্ষা নিতে থাকেন। টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিকেই ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়েছেন মধুষ্কা। ব্রেন্ডন কুরুপ্পুর পর দ্বিতীয় লঙ্কান ব্যাটার হিসেবে প্রথম সেঞ্চুরিকে ডাবলে রূপ দিলেন মধুষ্কা। ১৯৮৭ তে কলম্বোতে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজের অভিষেক টেস্টে ২০১ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন কুরুপ্পু।

প্রথম উইকেটের মতো শ্রীলঙ্কার দ্বিতীয় উইকেটে হয়েছে আরও এক মহাকাব্যিক জুটি। দ্বিতীয় উইকেটে ৩৯৯ বলে ২৬৮ রানের জুটি গড়েছেন মধুষ্কা-কুশল মেন্ডিস। মধুষ্কাকে এলবিডব্লু করে এই জুটি ভাঙেন অ্যান্ডি ম্যাকব্রাইন। ৩৩৯ বলে ২০৫ রান করেন লঙ্কান এই ওপেনার। মধুষ্কা আউট হলেও নিজের স্বভাবসুলভ আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন মেন্ডিস। টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিও তুলে নিয়েছেন লঙ্কান এই টপ অর্ডার ব্যাটার। ২৯১ বলে ২৪৫ রান করেন মেন্ডিস। ১৮ চারের সঙ্গে মেরেছেন ১১ ছক্কা, যা লঙ্কান ব্যাটারদের মধ্যে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা। মেন্ডিসের পর সেঞ্চুরি পেয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথ্যুসও। টেস্ট ক্যারিয়ারের ১৫ তম সেঞ্চুরি তুলে নিয়েছেন ম্যাথ্যুস। ১১৪ বলে ১০০ রান করে অপরাজিত থাকেন লঙ্কান এই অলরাউন্ডার।

ডিমুথ করুণারত্নে, মধুষ্কা, কুশল মেন্ডিস, ম্যাথ্যুস-এই চার সেঞ্চুরিতে ৩ উইকেটে ৭০৪ রানে প্রথম ইনিংসের খেলা ঘোষণা করে শ্রীলঙ্কা। যা লঙ্কানদের টেস্ট ইতিহাসে সপ্তম সর্বোচ্চ রানের ইনিংস। লঙ্কানদের ইনিংসে সর্বোচ্চ ২৪৫ রান করেন মেন্ডিস। আয়ারল্যান্ডের বোলারদের মধ্যে একটি করে উইকেট নিয়েছেন ম্যাকব্রাইন, কার্টিস ক্যাম্ফার ও গ্রাহাম হিউম।

২১২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে আয়ারল্যান্ড। ২ উইকেটে ৫৪ রানে চতুর্থ দিনের খেলা শেষ করেছে আইরিশরা। অ্যান্ডি বালবির্নি ১৮ রানে ও হ্যারি টেক্টর ৭ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেছেন। লঙ্কান বোলারদের মধ্যে ১টি করে উইকেট নিয়েছেন রমেশ মেন্ডিস ও প্রবাথ জয়সুরিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত