নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টেস্ট অধিনায়কত্ব করতে চাচ্ছেন না মুমিনুল হক। মুমিনুল নিজেই জানিয়েছেন এ কথা। আজ সন্ধ্যায় গুলশানে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের বাসভবনে বৈঠকে বসেন মুমিনুল। পাপনের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে অধিনায়কত্ব করতে না চাওয়ার ব্যাপারটা জানান মুমিনুল। এখন সিদ্ধান্ত বোর্ডের বলেও জানিয়েছেন তিনি।
অধিনায়কত্ব ছেড়ে দেওয়া-প্রসঙ্গে মুমিনুল সাংবাদিকদের বলেছেন, ‘যখন আপনি ভালো খেলবেন তখন দলের ফল যদি ভালো নাও হয় তবু দলকে অনুপ্রাণিত করতে পারবেন। আমার মনে হয়, আমিও ভালো খেলতে পারছি না। দলও ফলাফল করতে পারছে না। এই অবস্থায় অধিনায়কত্ব করা খুব কঠিন। আমার মনে হয় এই সময় না করাই ভালো (অধিনায়কত্ব)।’
তাই এই মুহূর্তে অধিনায়কত্বের চেয়ে ব্যাটিংয়েই বেশি মনোযোগ দিতে চান মুমিনুল, ‘আমি অনুভব করছি, আমার ব্যাটিংয়ে যদি মনোযোগ দিতে পারি তাহলে ভালো হবে।’ নিজের সিদ্ধান্ত জানিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের ভার বিসিবিকেই দিলেন মুমিনুল। তিনি বলেছেন, ‘তাঁরা (বিসিবি) এখন সিদ্ধান্ত নেবেন। সামনের দুই তারিখ বোর্ড সভায় সিদ্ধান্ত নেবে। আমি আমার সিদ্ধান্ত জানিয়ে এসেছি।’
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন কী পরামর্শ দিয়েছেন জানতে চাইলে মুমিনুল বলেন, ‘তিনি বলেছেন (অধিনায়কত্ব চালিয়ে যেতে)। কিন্তু আমি এটা চাচ্ছি না। আমি আসলেই চাচ্ছি না।’
শ্রীলঙ্কা সিরিজের পর থেকেই আলোচনায় ছিল মুমিনুলের অধিনায়কত্ব। মুমিনুল সরে গেলে নতুন কে হতে পারেন তা নিয়েও আছে নানা জল্পনা। আলোচনায় নাম এসেছে সাকিব আল হাসানের। তবে নেতৃত্ব দৌড়ে থাকতে পারেন লিটন দাসও।
টেস্ট অধিনায়কত্ব করতে চাচ্ছেন না মুমিনুল হক। মুমিনুল নিজেই জানিয়েছেন এ কথা। আজ সন্ধ্যায় গুলশানে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের বাসভবনে বৈঠকে বসেন মুমিনুল। পাপনের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে অধিনায়কত্ব করতে না চাওয়ার ব্যাপারটা জানান মুমিনুল। এখন সিদ্ধান্ত বোর্ডের বলেও জানিয়েছেন তিনি।
অধিনায়কত্ব ছেড়ে দেওয়া-প্রসঙ্গে মুমিনুল সাংবাদিকদের বলেছেন, ‘যখন আপনি ভালো খেলবেন তখন দলের ফল যদি ভালো নাও হয় তবু দলকে অনুপ্রাণিত করতে পারবেন। আমার মনে হয়, আমিও ভালো খেলতে পারছি না। দলও ফলাফল করতে পারছে না। এই অবস্থায় অধিনায়কত্ব করা খুব কঠিন। আমার মনে হয় এই সময় না করাই ভালো (অধিনায়কত্ব)।’
তাই এই মুহূর্তে অধিনায়কত্বের চেয়ে ব্যাটিংয়েই বেশি মনোযোগ দিতে চান মুমিনুল, ‘আমি অনুভব করছি, আমার ব্যাটিংয়ে যদি মনোযোগ দিতে পারি তাহলে ভালো হবে।’ নিজের সিদ্ধান্ত জানিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের ভার বিসিবিকেই দিলেন মুমিনুল। তিনি বলেছেন, ‘তাঁরা (বিসিবি) এখন সিদ্ধান্ত নেবেন। সামনের দুই তারিখ বোর্ড সভায় সিদ্ধান্ত নেবে। আমি আমার সিদ্ধান্ত জানিয়ে এসেছি।’
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন কী পরামর্শ দিয়েছেন জানতে চাইলে মুমিনুল বলেন, ‘তিনি বলেছেন (অধিনায়কত্ব চালিয়ে যেতে)। কিন্তু আমি এটা চাচ্ছি না। আমি আসলেই চাচ্ছি না।’
শ্রীলঙ্কা সিরিজের পর থেকেই আলোচনায় ছিল মুমিনুলের অধিনায়কত্ব। মুমিনুল সরে গেলে নতুন কে হতে পারেন তা নিয়েও আছে নানা জল্পনা। আলোচনায় নাম এসেছে সাকিব আল হাসানের। তবে নেতৃত্ব দৌড়ে থাকতে পারেন লিটন দাসও।
ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এজিএমেই ঠিক হয়েছিল সেপ্টেম্বরে আরব আমিরাতে হবে ২০২৫ এশিয়া কাপ। আজ আনুষ্ঠানিকভাবেও এসিসি জানিয়ে দিয়েছে টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ, প্রকাশ করেছে সূচিও। ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর শেষ হবে এশিয়ার সবচেয়ে বড় এই ক্রিকেট প্রতিযোগিতা।
৫ ঘণ্টা আগেকয়েক দিন আগে ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভা (এজিএম) শেষে সভাপতি মহসিন নাকভি জানিয়েছিলেন, দ্রুতই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। আজই এল সে ঘোষণা। ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
৬ ঘণ্টা আগেত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। হারারেতে আজ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ১ উইকেটে হারিয়েছে তারা। অলরাউন্ড নৈপুণ্যে জয়ের নায়ক সামিউন বশির। বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে হার না মানা ৪৫ রানের ইনিংস খেলেন তিনি।
৭ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে বল হাতে আলো ছড়ানোর পর ব্যাটিংয়ে সুবাস ছড়িয়েছেন বেন স্টোকস। নাম লেখালেন বিরল এক ক্লাবেও। স্যার গ্যারি সোবার্স ও জ্যাক ক্যালিসের পর টেস্টে ৭ হাজার রান ও ২০০ উইকেট নেওয়া তৃতীয় ক্রিকেটার তিনি। স্টোকস সেই ক্লাবে নাম লিখিয়েছেন সেঞ্চুরি করেই।
৭ ঘণ্টা আগে