Ajker Patrika

আইপিএলে ছক্কার রেকর্ড গড়লেন রোহিত শর্মা

আপডেট : ২৩ এপ্রিল ২০২৩, ১৪: ০৯
আইপিএলে ছক্কার রেকর্ড গড়লেন রোহিত শর্মা

পাঞ্জাব কিংসের বিপক্ষে হারলেও নতুন এক রেকর্ড গড়েছেন মুম্বাই ইন্ডিয়ানস রোহিত শর্মা। প্রথম ভারতীয় হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ২৫০ ছক্কার মাইলফলক ছুঁয়েছেন এই ওপেনার। 

গত রাতে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে পাঞ্জাবের দেওয়া ২১৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে লিয়াম লিভিংস্টোনের বলে কট অ্যান্ড বোল্ড হওয়া রোহিত সাজঘরে ফেরেন ২৭ বলে ৪৪ রান করে। তাঁর ১৬২.৯৬ স্ট্রাইকরেটের ইনিংসটি সাজানো ছিল ৪ চার ও ৩ ছয়ে। তাতেই গড়েন নতুন রেকর্ড। তবে নতুন রেকর্ড গড়ার ম্যাচে তাঁর দল মুম্বাই হেরেছে ১৩ রানে। 

আইপিএলে ২৩৩ ইনিংসে ২৫০ ছক্কা মেরেছেন রোহিত, ভারতীয়দের মধ্যে যা সর্বোচ্চ। ‘হিটম্যান’ খ্যাত এই ব্যাটার করেছেন এখন পর্যন্ত আইপিএলে ৩০.২৯ গড় ও ১৩০.২২ স্ট্রাইকরেটে করেছেন ৬ হাজার ৫৮ রান। রয়েছে এক সেঞ্চুরি ও ৪১ ফিফটি। সর্বোচ্চ স্কোর অপরাজিত ১০৯ রান। 

আইপিএলে দেশি ও বিদেশি ক্রিকটারদের মধ্যে সর্বোচ্চ ছক্কায় তৃতীয় স্থানে রোহিত। ৩৫৭ ছক্কা নিয়ে সবার শীর্ষে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটার ক্রিস গেইল। দুইয়ে থাকা এবিডি ভিলিয়ার্সের ছয়ের সংখ্যা ২৫১। ২৫০ ছয়ে তিনে রোহিত। ২৩৫ ছক্কা মেরে চারে মহেন্দ্র সিং ধোনি। ২২৯ ছক্কা মেরেছেন পাঁচে থাকা বিরাট কোহলি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত